Symphonly PD1 4G price in Bangladesh। Symphonly PD1 4G Review
আজকের এই পোস্টের আলোচনা করব Symphonly PD1 4G মডেলের বাটন স্মার্টফোন নিয়ে। সিম্ফোনি পিডি১ ৪জি মোবাইল ফোনে কি ধরনের স্পেসশিপ রয়েছে। এবং প্রাইস কত বিস্তারিত তুলে ধরবো।
Symphonly PD1 4G price। সিম্ফোনি পিডি১ ৪জি দাম কতো।
বর্তমান সময় সবকিছুর দাম পরিবর্তনশীল তবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে Symphonly PD1 4G মোবাইল ফোনটির দাম ৩২৯০ টাকা। তবে আপনি চাইলে অফিশিয়াল ওয়েবসাইট থেকে Symphonly PD1 4G দাম জেনে আসতে পারেন। যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তবে এর আশেপাশেই থাকবে আহামরি কিছু পরিবর্তন হবে না।
Symphonly PD1 4G full specifications
Symphonly PD1 4G মোবাইলটি ঘোষণা হয়েছিল 2022 সালের জানুয়ারি মাসে এবং রিলিজ হয় 2022 সালের জানুয়ারি মাসে।
মোবাইলটি নেটওয়ার্ক আপনি পেয়ে যাবেন 2G থেকে শুরু করে 3G,4G, পর্যন্ত এর পাশাপাশি আপনি পাচ্ছেন GPRS,EDGE। এই মোবাইল ফোনটিতে আপনি ব্যবহার করতে পারবেন একসাথে দুটি সিম। মোবাইল ফোনের ডিসপ্লের টাইপ দেওয়া হয়েছে QVGA display, ডিসপ্লে সাইজ 2.4 ইঞ্চি। ডিসপ্লে রেজুলেশন 240X320।
Symphonly PD1 4G মোবাইল ফোনটি রান করা হয়েছে kaiOS এবং সিপিউ ব্যবহার করা হয়েছে MTK 6731 Quad Core processor, এই ফোনটিতে আপনি অতিরিক্ত ভাবে 64gb মেমোরি ব্যবহার করতে পারবেন। এবং মোবাইল ফোনটি তে ইন্টারনেট স্টোর এক্সট্রা 4 GB, RAM 512,
Symphonly PD1 4G মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা 0.3 MP সাথে পেয়ে যাচ্ছেন ভিডিও করার জন্য এলইডি ফ্ল্যাশ। মোবাইল ফোনটি ভাইব্রেশন, রিংটোন পেয়ে যাবে এবং লাউডস্পিকার হেডফোন ব্যবহার করার জন্য 3.5mm জ্যাক পাবেন।
এ মোবাইল ফোনটি তো আপনি চাইলে Wifi,Bluetooth, GPS,FM Radio, USB ইত্যাদি ব্যবহার করতে পারবে। আপনি মোবাইল ফোন দিতে চাইলে ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারবেন। তাছাড়া পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলা যাবে না শুধু অডিও কলে ব্যবহার করতে পারবে।
মোবাইল ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে Removable Li-lon ব্যাটারি পাওয়ার দেওয়া হয়েছে 1700mAh Symphonly PD1 4G দুইটি কালারের পাওয়া যাবে Green,Black Symphonly PD1 4G তৈরি করা হয়েছে চায়নাতে।