অনলাইনে ব্রাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম। online open brac bank account
আজকে জানতে পারবেন কিভাবে ব্র্যাক ব্যাংক একাউন্ট অনলাইনের মাধ্যমে খুলতে পারবেন। ekyc Brac bank registration
একটা সময় ছিল ব্রাক ব্যাংক একাউন্ট ওপেন করার জন্য ব্রাঞ্চে গিয়ে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো। কিন্তু বর্তমানে এমন একটা সময় এসেছে আপনি ঘরে বসেই কিছু ইনফরমেশন দেওয়ার মাধ্যমে আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। ঠিক তেমনি আজকে এখন দেখবো কিছু ইনফরমেশন এর মাধ্যমে খুব সহজে কিভাবে ব্র্যাক ব্যাংক একাউন্ট ওপেন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
ব্রাক ব্যাংক একাউন্ট অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য কিছু ডকুমেন্টের প্রয়োজন রয়েছে। যার নামে অ্যাকাউন্ট তৈরি করবেন তার কিছু ইনফরমেশন এবং একাউন্টের নমিনি যাকে দিবেন তার কিছু ইনফরমেশন সাবমিট করে খুব সহজে ব্র্যাক ব্যাংক একাউন্ট অনলাইন থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন।
ব্র্যাক ব্যাংক একাউন্ট অনলাইন রেজিস্ট্রেশন
ব্র্যাক ব্যাংক একাউন্ট অনলাইনে ওপেন করার জন্য প্রথমেই আমাদের কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় একে একে ডকুমেন্টগুলো নিচে দেওয়া হল। ব্যাংক একাউন্ট যা নামে হবে তার ডকুমেন্ট
অনলাইনে ব্রাক ব্যাংক রেজিস্টার করতে কি কি লাগবে
- জাতীয় পরিচয় পত্র
- একটি সচল মোবাইল নাম্বার
- একটি ইমেইল এড্রেস
- গ্রাহক রেজিস্ট্রেশন করার সময় সরাসরি সেলফি
- গ্যাস বিল /বিদ্যুৎ বিল /জন্ম নিবন্ধন সার্টিফিকেট যেকোনো একটি এড্রেস ভেরিফাই জন্য।
- ইনকাম সোর্স বেতনের স্লিপ /সেলারি স্লিপ /ইনকাম সোর্স এর ডকুমেন্ট যেকোনো একটি।
- টিন সার্টিফিকেট (অপশনাল)
ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট অনলাইনে ওপেন নমিনি কি কি লাগবে
প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের ওপেন করার সময় নমিনির কিছু ইনফরমেশন দিতে হয়। যাতে আপনার অবর্তমানে ব্যাংকের কার্যক্রম চালিয়ে যেতে পারে। নমিনি ইনফরমেশন গুলো হচ্ছে
- জাতীয় পরিচয় পত্র /ড্রাইভিং লাইসেন্স /পাসপোর্ট /জন্ম নিবন্ধন সার্টিফিকেট যে কোন একটি
- নমিনীর 1 কপি ছবি
- নমিনির মোবাইল নাম্বার
- নমিনি ইমেইল এড্রেস (অপশনাল)
অনলাইনে ব্র্যাক ব্যাংক একাউন্ট খুলতে গেলে এই ইনফর্মেশন গুলো আপনার প্রয়োজন হবে। ekyc brac bank রেজিস্ট্রেশন করার পূর্বে সকল ডকুমেন্ট স্ক্যান করে অথবা ছবি তোলে আপলোড দিতে হবে। তাই আবেদন করার পূর্বে সকল ডকুমেন্ট আপনার মোবাইল ফোনে রেখে দিবেন।
অনলাইনে ব্রাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ব্রাক ব্যাংক একাউন্ট অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ekyc brac bank গুগলের সার্চ দিয়ে অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে নিতে হবে।অনলাইনে ব্র্যাক ব্যাংক ওপেন করা লং প্রসেস তাই উপরের সকল ডকুমেন্ট মোবাইল ফোনের রেখে নিচের ভিডিওটি দেখে আপনি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন