সিটি ব্যাংকের ঋণ নেওয়ার বিস্তারিত। সিটি ব্যাংকের লোন নেওয়া নিয়ম।

 আজকে জানবো সিটি ব্যাংক থেকে কিভাবে ঋণ নিতে হয় এবং ঋণ নেওয়ার খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব  এর আগের পোস্ট থেকে জেনেছিলাম কিভাবে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হয়


সিটি ব্যাংকের ঋণ নেওয়ার বিস্তারিত। সিটি ব্যাংকের লোন নেওয়া নিয়ম।

সিটি ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারী প্রতিষ্ঠান এবং বেশ জনপ্রিয় একটি ব্যাংক। সিটি ব্যাংক লোন অথবা ঋণ দেওয়ার জন্য ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। 

  •  সিটি ব্যাংক অটো লোন 
  •  সিটি ব্যাংক পার্সোনাল লোন 
  • সিটি ব্যাংক হোম লোন 
  • সিটি ব্যাংক বাইক লোন 

উপরের এই 4 টি ক্যাটাগরি থেকে সিটি ব্যাংক লোন নেওয়া যাবে। এই চারটি লোন নিতে হলে একেক ধরনের লোন আবেদনের জন্য এক ধরনের শর্তসাপেক্ষ রয়েছে চলুন নিচ থেকে জেনে নেই এই চারটি লোনের জন্য কি কি শর্ত রয়েছে। 


সিটি ব্যাংক অটো ঋণ 

সিটি ব্যাংক অটো লোন মাধ্যমে আপনি চাইলে ৩ থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত একসাথে ঋণ নিতে পারেন। অটো লোন নেওয়ার জন্য যে সব যোগ্যতা এবং শর্তগুলো রয়েছে তা জেনে নেই। 


সিটি ব্যাংক অটো লোন সুবিধা 

  • সর্বনিম্ন 3 লক্ষ এবং সর্বোচ্চ 40 লক্ষ  টাকা পর্যন্ত লোন নেওয়া সম্ভব। 
  • যেকোনো প্রতিষ্ঠান থেকে  যানবাহন ক্রয়ের মূল্য 50% পর্যন্ত লোন নেওয়া সম্ভব। 
  • যেকোনো ক্যাশ সিকিউরিটি বিপরীতে লোন নেওয়া সম্ভব। 
  • কোন লোকান চার্জ নেই। 
  • ১২ থেকে ৭২ কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে 
  • সুদের হার প্রতিযোগিতামূলক। 


 সিটি ব্যাংক অটো লোন নেওয়ার যোগ্যতা 

  • সে ব্যক্তি সিটি ব্যাংকের অটো লোন নেবে  সে ব্যক্তির বয়স সর্বনিম্ন ২২ সর্বোচ্চ 65 বছরের মধ্যে হতে হবে 
  • চাকরিজীবীর ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ব্যবসার ক্ষেত্রে দুটি ব্যবসা কমপক্ষে যুক্ত থাকতে হবে। 
  • ওই ব্যক্তির মাসিক আয় 40 হাজার টাকা থাকতে হবে 
  • ব্যক্তিগত কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন নেই 
  • প্রতিযোগিতামূলক সুদের হার 


সিটি ব্যাংক পার্সোনাল লোন 

সিটি ব্যাংকের ঋণ দেওয়ার যে চারটি প্যাক রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্যাক হচ্ছে সিটি ব্যাংক পার্সোনাল লোন। এ পার্সোনাল লোন যাদের মাসিক আয় ২০ হাজার টাকা ঐ ব্যক্তিরাই নিতে পারবে। ঋণগ্রহীতার বয়স কমপক্ষে ২২ বছর এবং সর্বোচ্চ 65 বছর মধ্যে হতে হবে। 

সিটি ব্যাংকের পার্সোনাল লোন প্যাকটি থেকে সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব। সিটি ব্যাংক পার্সোনাল লোন সুবিধাও যোগ্যতা গুলো নিয়ে আলোচনা করা হলো। 


সিটি ব্যাংক পার্সোনাল লোন সুবিধা 

  • টাকা ঋণের ক্ষেত্রে এক লক্ষ থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার যাবে এই প্যাকেজ থেকে। 
  • লোন পরিশোধের সময় 12 থেকে ৬০ কিস্তি বা মাস 
  • কোনো লুকানো খরচ নেই 
  • সুদের হার  প্রতিযোগিতামূলক 


সিটি ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার যোগ্যতা 

  • ঋণগ্রহীতার বয়স সর্বনিম্ন  22 বছর এবং সর্বোচ্চ বয়স ৬৫। 
  • যেকোনো চাকরির ক্ষেত্রে কমপক্ষে এক বছর বেতনভুক্ত অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ২০ হাজার সর্বনিম্ন থাকতে হবে।
  • পেশাজীবীর ক্ষেত্রে কমপক্ষে দুই বৎসর দক্ষতা। বেতন ৩০ হাজার সর্বনিম্ন থাকতে হবে।  
  • ব্যবসার ক্ষেত্রে কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা। ৫০ হাজার  সর্বনিম্ন থাকতে হবে। 


সিটি ব্যাংক পার্সোনাল লোন নিতে কি লাগে

সিটি ব্যাংক পার্সোনাল লোন নিতে হলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের প্রয়োজন হয়। ডকুমেন্টগুলো পিডিএফ আকারে নিচে দেওয়া হল সেখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়ে নিতে পারেন 

সিটি ব্যাংক পার্সোনাল লোন পিডিএফ ফাইল ডাউনলোড 


সিটি ব্যাংক হোম লোন 

সিটি ব্যাংকের ঋণ নেওয়ার  চারটি প্যাকেজ  এর  মধ্যে৷ 3 নাম্বারটি হল  হোম লোন। এই হেম লোন গ্রাহক চাইলে সর্বনিম্ন 5 লক্ষ থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত লোন নেওয়া সম্ভব। 


সিটি ব্যাংক হোম লোনের সুবিধা 

  • সিটি ব্যাংক হোম লোন পরিমাণ সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা এবং সর্বোচ্চ 2 কোটি টাকা । 
  • এক থেকে পঁচিশ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। 
  • গ্রাহকের মূল সম্পত্তি মূল্য  70 শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব। 
  • বাংলাদেশে নাগরিক না হলেও হোম লোন নিতে পারবে যে কোন দেশের লোক। 
  • ওভার ড্রপ  সুবিধা রয়েছে, দ্রুত বন্দোবস্ত সুবিধা অনুযায়ী রয়েছে 
  • যেকোনো স্থান থেকে লোন নেওয়া সম্ভব  


হোম লোন নেওয়ার যোগ্যতা 

  • গ্রাহকের বয়স সর্বনিম্ন 22 বছরে সর্বোচ্চ 65 বছর হতে হবে। 
  •  যে প্রয়োজনে  ঋণ নেবে নিবে সে ক্ষেত্রে  যোগ্যতা থাকতে হবে ৩ বছর। 
  • হোম লোন নেওয়ার গ্রাহকের  এর মাসিক বেতন সর্বনিম্ন 50 হাজার টাকা হতে হবে। 
  • সরকারি কর্মকর্তা হলে মাসিক বেতন 30000 টাকা হলেই চলবে 


সিটি ব্যাংক বাইক লোন 

সিটি ব্যাংকের লোন প্যাকেজের মধ্যে  সর্বশেষ প্যাকটি হলো বাইক লোন। এই পাইকর এর মাধ্যমে গ্রাহক সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। বাইক লোন নিতে হলে গ্রাহকের কিছু যোগ্যতা প্রয়োজন হয় সেগুলো নিচে আলোচনা করা হলো 


সিটি ব্যাংক ব্যাংক ঋণ এর সুবিধা 

  • সিটি ব্যাংক বাইক লোন গ্রাহক  চাইলে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন এর  সুবিধা নিতে পারে। 
  • বাইক রেজিস্ট্রেশন ফি 80 পার্সেন্ট পর্যন্ত সুবিধা এবং মহিলাদের জন্য 100% সুবিধা রয়েছে। 
  • হোম লোনের ঋণ পরিশোধের সময়  ৬ থেকে শুরু করে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত। 
  • মহিলাদের ক্ষেত্রে স্পেশাল ইন্টারেস্ট ও কোন প্রসেসিং চার্জ নেই। 
  • একাধিকবার বাইক কেনার সুবিধা রয়েছে 
  • ব্যাংক একাউন্টের এফডিআর উপর 90% পর্যন্ত ক্লোন দিয়ে থাকে। 


সিটি ব্যাংক বাইক লোন পাওয়ার যোগ্যতা 

  • সিটি ব্যাংক বাইক লোন পাওয়ার ক্ষেত্রে গ্রাহকের বয়স সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 65 বছরের মধ্যে হতে হবে। 
  • ব্যবসায়িক, ফ্রিল্যান্সার, চাকরি, যে কোন পেশাবের ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • আশা করি সিটি ব্যাংক ঋণ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছে এয়ারটিকেল থেকে। এ আর্টিকেলে সব সময় সিটি ব্যাংক অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপডেট করা হয়। সবকিছু কনফার্ম করার আগে ব্যাংকের সাথে সরাসরি কথা বলে নিবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url