জাতীয় পরিচয় পত্র সংশোধনের সনদপত্র বা প্রত্যয়ন পত্র।
আজকের পোষ্টে আমরা আলোচনা করব জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য যেই প্রত্যয়ন পত্র বা সনদপত্র প্রয়োজন হয় তা কোথায় থেকে নিবেন কিভাবে নিবেন এবং জাতীয় পরিচয়পত্রের সংশোধনের প্রত্যায়ন পত্র কি ভাবে লিখতে হবে পুরো বিস্তারিত আলোচনা করো।
জাতীয় পরিচয় পত্র সংশোধন প্রত্যয়ন পত্র লেখার নিয়ম
এ মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে রাকি হোসেন, পিতা-..............., মাতা-.................,গ্রাম -..............,পো-................,উপজেলা -..................,জেলা -................। তিনি .............., ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আমার জান ভুলবশত তাহার জাতীয় পরিচয় পত্র নাম/বয়স/ঠিকানা ভুল হয়েছে। তাই তাহার ভুল সংশোধনের জন্য পত্র প্রদান করিলাম। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল উন্নতি কামনা করিতেছি।
স্বাক্ষর
উপরে আপনার জাতীয় পরিচয় পত্রের সংশোধনের জন্য যেটা প্রয়োজন সেটা লিখে দেবেন আমি উদাহরণ হিসেবে নাম বয়স ঠিকানা উল্লেখ করেছি। আপনার জাতীয় পরিচয়পত্রের যেটা ভুল হয়েছে লেখার সময় সেটা উল্লেখ করে নিবেন।
জাতীয় পরিচয় পত্র সংশোধনের প্রত্যয়নপত্র কে দিবে
জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য প্রত্যয়ন পত্রের প্রয়োজন হয় প্রত্যয়ন পত্র সাধারণত এলাকাভিত্তিক হলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা হলে পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর হলে ওয়ার্ড কাউন্সিলর থেকে একটি কাগজে বিস্তারিত লিখে কাগজটি প্রিন্ট করে স্বাক্ষর নিতে হবে। চেয়ারম্যান স্বাক্ষর দিলেই আপনার সনদপত্র বা প্রত্যয়ন পত্র প্রতিটি সঠিক হবে।