পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হলে জিডি কতে হয়রানি
পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হলে কিভাবে জিডি করতে হয় এবং অনেক সময় দেখা যায় পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করতে গেলে জিডি নেয় না পুলিশ কর্মকর্তারা কি কারনে নেয় না পুরো বিস্তারিত আলোচনা করব।
অনেক সময় দেখা যায় পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে থানায় জিডি করা জন্য গেলে জিডি নেয় না। তখন আমরা সমালোচনা করি পুলিশের কাছে জিডি করতে গেছি জিডি নেয় না। আমাদের বেশ কয়েকটি কারণে পুলিশ কর্মকর্তারা পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হলে জিডি নিতে চায় না তা করন হচ্ছে
অনেকের পাসপোর্ট হারিয়ে গেলে পাসপোর্ট নাম্বার মনে থাকে না। পাসপোর্ট ইস্যুর তারিখ মনে থাকেনা। পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ মনে থাকেনা। এই ইনফর্মেশন আমাদের প্রয়োজন পড়ে জিডি করার জন্য। আমরা যখন পাসপোর্ট হারিয়ে যায় বা চুরি হয়ে গেলে জিডির আবেদনে এসব ইনফর্মেশন উল্লেখ থাকতে হবে। সচরাচর এইসব ইনফর্মেশন যদি আপনার জানা না থাকে তাহলে তো পুলিশ জিডি নিবেনা এটাই স্বাভাবিক। তাছাড়া আপনার পাসপোর্ট যে এরিয়ার থানায় হারিয়েছে বা চুরি হয়ে গেছে সেই থানায় না গিয়ে যদি আপনি অন্য থানায় চলে যান তাহলে নাও নিতে পারে জিডি।
আবার অনেক সময় দেখা যায় পাসপোর্ট বন্ধক দিয়ে টাকা নেই বা আমরা দালালের মাধ্যমে পাসপোর্ট তৈরি করে থাকি। আমাদের পাসপোর্ট দালালের হাতে থাকে দালাল টাকা নেওয়ার জন্য আমাদের পাসপোর্টটি আটকে রাখে এতে এতে করে আমরা বুদ্ধি করে পাসপোর্ট হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে মিথ্যা জিটি করতে চলে যাই থানাই। আর পাসপোর্ট হারিয়ে যাবার ডিজি করার জন্য যে ইনফরমেশন এর প্রয়োজন তা আমরা দিতে পারি না তখন পুলিশ আমারে জিডি নেয় না ৷
আমরা চাইলে আমারে নতুন পাসপোর্ট হাতে পাবার সাথে সাথে পাসপোর্টটি ফটোকপি করে রেখে দিতে পারি যা পরবর্তীতে আমাদের পাসপোর্ট হারিয়ে বা চুরি হয়ে গেলে জিডি করার জন্য প্রয়োজন হবে।
আবার অনেক সময় দেখা যায় আমাদের পাসপোর্টটি সত্যিই হারিয়ে গেছে কিন্তু কোন ইনফর্মেশন আমাদের কাছে নেই তাহলে কি করবেন জেনে নিন।
সত্যি সত্যি যদি আপনার পাসপোর্টটি হারিয়ে যায় আর কোন ইনফরমেশন আপনার কাছে না থাকে তাহলে আপনি পাসপোর্ট তৈরি করার সময় যদি জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট তৈরি করে থাকেন। তখন আপনি পাসপোর্ট ইনফরমেশন জানার জন্য আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে যান যেখান থেকে পাসপোর্ট তৈরি করেছেন। অবশ্যই যাওয়ার আগে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট যেকোনো একটি সাথে নিয়ে যেতে হবে।
আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাওয়ার পর পাসপোর্ট অফিস কর্মকর্তার সাথে আপনার সমস্যার কথা টি শেয়ার করে। আপনার জাতিয় পরিচয়পত্রের নাম্বারের মাধ্যমে পাসপোর্ট এর সকল তথ্য পেয়ে যাবেন ডাটাবেজ থেকে। তখন সকল তথ্য গুলো নোট করে নিয়ে আসবেন থানায় জিডি করার জন্য।
এভাবে মূলত পাসপোর্ট হারিয়ে বা চুরি হয়ে গেলে জিডি করতে হয়।
এ ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি এখনি লাইক দিয়ে সাথে থাকুন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন