যেভাবে হারানো বা চুরি মোবাইল ফিরে পাবেন
যদি আপনার মোবাইল ফোন হারিয়ে যায় কিভাবে থানায় গিয়ে জিডি করবেন এবং পুরো বিস্তারিত আলোচনা করব কিভাবে হারানো মোবাইল ফিরে পাওয়ার যাবে।
আমরা অনেকই মোবাইল হারানোর পর থানায় চলে যায় জিডি করার জন্য কিন্তু জিটি করার সঠিক নিয়ম বা পদ্ধতি জানা না থাকার কারণে আমাদের হারানো ফোনের জন্য জিডি করে আসতে পারিনা সেজন্য বিভিন্ন হয়রানিতে পড়তে হয় আজকের এই পোস্টটিতে মনোযোগ দিয়ে পড়েন তাহলে কোন সময় যদি আপনার মোবাইল হারিয়ে যায় খুব সহজেই জিডি করতে পারবেন।
হারানো বা চুরি মোবাইল খুজে পাওয়ার উপায়
যেকোনো মোবাইল হারিয়ে বা চুরি পরে আমরা সবাই চলে যাই জিডি করার জন্য। কিন্তু জিডি করার জন্য প্রয়োজন পড়ে মোবাইলে imei নাম্বার। যদি আপনার imei নাম্বার জানা না থাকে, তাহলে আপনি জিডি করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে তবে মোবাইল নাম্বার দিয়ে জিডি করলে আপনার হারানো মোবাইলটা পেতে একটু সময় লাগবে। আর যদি imei জানা থাকলে অথবা মুখস্ত থাকে আপনি যদি জিডি মধ্যে 2 টি imei নাম্বার দিতে পারেন সে ক্ষেত্রে আপনি অল্পসময়ের মধ্যেই আপনার মোবাইল ফোনটি পেয়ে যাবেন তবে ওই মোবাইল যদি কেউ ও ওপেন করে সিম ঢুকিয়ে কথা বলে তাহলে খুব দ্রুত আপনার মোবাইলটি পেয়ে যাবেন। আপনার চুরি হওয়া মোবাইল টি যদি কেউ সিম ঢুকিয়ে ব্যবহার করে দুই থেকে এক সপ্তাহের মধ্যে আপনার মোবাইল ফোনটি হাতে পেয়ে যাবেন।
এখন আপনার imei নাম্বার যদি মুখস্ত বা যানা না থাকে সে ক্ষেত্রে কি করবেন । অনেক সময় দেখা যায় মোবাইল কিনার সময় যে একটি বক্স দেয় মোবাইলের এই বক্সের ভিতরে কাগজে দুটি imei নাম্বার লেখা থাকে। অনেকে বক্সটি যত্ন করে রেখেদে যদি কোনদিন মোবাইল হারায়। এটা দিয়ে আপনে জিডি করতে পারব।
আর বেশিরভাগ দেখা যায় মোবাইল হারানোর পর বাসায় যান বাসায় গিয়ে মোবাইল ফোনের বক্স খুঁজে পান না তারপর পরিবারের সদস্যদের ওপর রাগ করে হাত চালান এটা ঠিক নয়। কারণ ওই সময় পরিবারের সদস্য চেয় মোবাইলটা অনেক দামি হয়ে উঠে। তাছাড়া মোবাইলটা সবার কাছে একটি প্রিয় জিনিস তাই মোবাইল টি হারিয়ে গেলে অনেক যন্ত্রণা এবং কষ্ট হয়ে থাকে। তাই সেজন্য অনেক চেষ্টা করি মোবাইলটা আমরা কখনো খুঁজে পাবো।
যদি আপনার imei number জানা না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে জিডি করে আসবেন। জিডি করার পর আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সেই মোবাইল নাম্বার বা imei দিয়ে পুলিশ চেষ্টা করবে আপনার মোবাইলটি খুঁজে বের করার জন্য। এই imei ভিতরে কোন সিম ব্যবহার হচ্ছে এবং কে সিম ঢুকিয়ে কথা বলতেছে এটা জানার জন্য একটা কল লিস্ট প্রয়োজন হয়। এটা জানার জন্য যে সিম ব্যবহার করে সেই সিম কোম্পানিকে একটি চিঠি দিতে হয়। যদি গ্রামীণ সিম হয় তাহলে গ্রামীন সিম কে চিঠি পাঠাতে হয় অথবা যদি রবি সিম হয় রবি সিম কে চিঠি পাঠাতে হয়। চিঠি পাঠানোর পর চিঠির উত্তর যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত পুলিশ কোনো কার্যক্রম চালাতে পারে না।
আর এখানেই সবচেয়ে মারাত্মক ভুল করি সেটা হল আমাদের ধৈর্য হারিয়ে ফেলি। আমরা মনে করি জিডি করছি আজকে ১৫ দিন, এক মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ কিছুই করতে পারেনি। এখানে কিন্তু দায়িত্ব শুধু পুলিশের নয় এখানে দায়িত্ব আপনার রয়েছে। তার কারণ আপনি যে ডিজি করলে আপনি হলেন জিডি বাদি আর যে জিডি গ্রহণ করলেন সে হলো জিডি তদন্তকারী কর্মকর্তা। বাদি এবং তদন্তকারী কর্মকর্তার মধ্যে সম্পর্ক থাকতে হবে সুসম্পর্ক। যদি ভালো সম্পর্ক সৃষ্টি না হয় সে ক্ষেত্রে একটি দূর সৃষ্টি হয় সেজন্য সব সময় যোগাযোগ রাখতে হবে তদন্তকারী কর্মকর্তার সাথে। আপনি যোগাযোগ রেখে আপনার মোবাইলে গুরুত্বটা তাকে বোঝানোর চেষ্টা করবেন। তাহলে অবশ্যই অবশ্যই আপনার মোবাইলটি ফেরত পাবেন।
আমরা অনেকেই মোবাইল হারিয়ে যাওয়ার পরে জিডি করে বাসায় গিয়ে ঘুমিয়ে থাকে এক মাস দেড় মাস পরে থানার ওসির কাছে ফোন দেয় মোবাইলটি পাওয়া গেছে কিনা। এটা হল সবচেয়ে ভুল। সব সময় তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ রাখবে। অনেক সময় দেখা যায় যেই মোবাইল টি হারিয়ে গেছে সে মোবাইলটিতে সিম ব্যবহার না করে সে ক্ষেত্রে মোবাইলটি খুঁজে পাওয়া কষ্টকর হয়ে তাই আপনাকে অপেক্ষা করতে হবে এবং সবসময় যোগাযোগ রাখতে হবে তদন্তকারী কর্মকর্তার সাথে। অনেক সময় দেখা যায় যে চিঠির উত্তর জন্য অপেক্ষা করতে হয় সে চিঠির উত্তর আসতে অনেক দেরি হয় বা চিঠির উত্তর খালি আসে।সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে
আপনি যে মোবাইলটি ব্যবহার করেন না কেন ঐ মেবাইলের ime number মুখস্ত করে অথবা নোট করে রেখে দিবেন যাতে পরবর্তীতে মোবাইল হারিয়ে গেলে খুব সহজেই খুজে নিতে পারেন মোবাইলটি।
এ ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি এখনি লাইক দিয়ে সাথে থাকুন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন