ডাইনোসর কত বছর আগে বিলুপ্ত হয়েছে
পৃথিবী থেকে ডাইনোসর কবে কিভাবে বিলুপ্ত হয়। কি কারনে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায় পুরো বিস্তারিত আলোচনা করব আজকের এই পোষ্ট
ডাইনোসর বিলুপ্তির কারণ কি
ডাইনোসর বাস্তব এবং কল্পকাহিনীতে এক বিস্ময় নাম হলিউডে এই প্রাণীকে নিয়ে অনেক সিনেমাও তৈরি করা হয়েছে। বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীটি মানুষেরও অনেক আগের পৃথিবীর বাসিন্দা ছিল। ডাইনোসর প্রায় ২৩ কোটি বছর আগে যে প্রাণীটির আগমন ঘটে আজকে সেই প্রাণীটি নেই। বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের শেষ দিন নিয়ে আজ আলোচনা করব কিভাবে কখন বিলুপ্ত হলো ডাইনোসর।
ডাইনোসর কিভাবে মারা গেল
প্রায় ৬৬ মিলিয়ন বা ৬ কোটি ৭ লাক্ষ বছর আগের কথা ডাইনোসরেরা স্বাভাবিক মত প্রতিদিনের মতোই খাবার খাচ্ছিল বা হাটতেছিল হঠাৎ পায়ের তলার মাটি কেঁপে উঠা চারপাশে তাকাতে লাগল তারা। তারপর তীব্র কম্পনে আকাশ ছুঁয়ে গেছে আগুনে সে আগুন ছড়িয়ে পড়ল বনে এদিক-ওদিক পালানোর চেষ্টা করল পালাতে ব্যর্থ হলো ডাইনোসরেরা। বিশাল আকারের এই সুনামিতে প্রাণ হারালো এই প্রাণীগুলো।
পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণীর বিলুপ্তি ঘটে কবে
এই ঘটনা ইডিএম সময় যে সময়টা স্থায়িত্ব হয়েছিল প্রায় ৭৯ মিলিয়ন বছর। এই সময়টাকে বলা হয় বিলুপ্তির যুগ। মাত্র 1 মিনিটে একটি ভয়ঙ্কর গ্রহাণুর আঘাত সেদিন প্রাণ হারিয়েছিল পৃথিবীর থাকা প্রায় ৭৫% প্রাণী। গ্রহাণুর আঘাত হেনেছিল মেক্সিকো তে । ভূতাত্ত্বিক রেকর্ড গুলো বলছে গ্রহাণুটি পানিতে আঘাত হেনেছিল পৃথিবী এবং গ্রহাণুটির সংঘর্ষে সেদিন বিলুপ্ত হয়েছিল বিশালাকৃতির ডাইনোসর গুলো। বর্তমানে পৃথিবীতে পাওয়া ডাইনোসরের জীবাশ্মগুলো বেশিরভাগ এর বয়স ৬৬ মিলিয়ন বছর আগের।
ডাইনোসর কি এখনো পৃথিবীতে আছে
১৯৮০ সালে নোবেল পুরস্কার বিজয়ী পদার্থ বিজ্ঞান ওয়াল্টার আলভারেজ ইডিএম সমৃদ্ধ কাদামাটির একটি স্থান আবিষ্কার করেন। বলা হয় এটি গ্রহানুর আঘাত সৃষ্টি হয়েছে। যে কাদার বয়স ৬৬ মিলিয়ন বছর। ইডিএম উপাদানটি পৃথিবীতে খুবই কম বিজ্ঞানীরা এই ইডিএম কে স্পেস মেটেরিয়াল বলে থাকেন। তার ঠিক দশ বছর পরে আসল জায়গাটি খুঁজে পাওয়া যায়। মেক্সিকোর উপদ্বীপের এই জায়গা থেকে আঘাত হেনেছিল ভয়ঙ্কর সেই গ্রহাণুটি। গ্রহাণুটি ১০ থেকে ১৫ কিলোমিটার চওড়া ছিলো এই সময়সংঘর্ষের ফলে ১৫০ কিলোমিটার বেসে গর্ত তৈরি হয়েছিল সখানে পাওয়া গেছে ইডিএম।
ডাইনোসর রহস্য
সেদিন সেই ভূমিকম্পে শুধু ডাইনোসর হারায়নি পৃথিবীতে একটি বড়সড় পরিবর্তন এসেছিল। বর্তমানে আমরা যে মহাদেশ গুলো দেখি তা আগে একসাথে ছিল পৃথিবীতে ছিল মাত্র একটি ভূখন্ড এই ভূমিকম্পের পর পৃথিবীর নিচের প্লেট গুলো আলাদা হয়ে যায়। এশিয়া এবং ইউরোপের ভূখণ্ড তখনো বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। পৃথিবীর জলবায়ুতে বিশাল পরিবর্তন দেখা দিল এ ভূমিকম্পের ফলে বায়ুমন্ডলে দুলার এমন আস্তরণ তৈরি হয়েছে যে সূর্যের আলো পৃথিবীতে ঠিকমতো আসতে পারছিল না। যার ফলে পৃথিবীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে শুধু করে। তবে বহু বছর পরে ধীরে ধীরে গাছপালার সৃষ্টি হলো চারপাশে। পাখি, পতঙ্গের সৃষ্টি হল ফুলে ফুলে ছেয়ে গেল পুরো পৃথিবী জমি হয়ে উঠলো আগের থেকে অনেক উর্বরতা। বিজ্ঞানীদের ধারণা কিছু ছোট আকৃতির ডাইনোসর তখনো পৃথিবীতে ছিল কিন্তু কিছু হিংস্র প্রাণীর তাদের খেয়ে ফেলে এভাবেই বিলুপ্ত হলো ডাইনোসর।
পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতি কারা
এ ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি এখনি লাইক দিয়ে সাথে থাকুন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন