সকল বন্ধ সিমের অফার চেক করার কোড

আজকের এই পোস্ট আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশের সকল অপারেটরের রবি, বাংলালিংক, গ্রামীণফোন,এটেয়ল এবং টেলিটক  সকল বন্ধ সিমের অফার কিভাবে চেক করবেন। 

Check off SIM offers সকল বন্ধ সিমের অফার চেক করার কোড

আপনি বাংলাদেশের যে কোন অপারেটরের সিম ব্যবহার করে থাকেন। এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে সকল অপারেটর বন্ধ সিমের অফার চেক করার জন্য যে কোডটি প্রয়োজন সেই কোডটি পেয়ে যাবেন। নিচের থেকে  সকল অপারেটরের বন্ধ সিমের অফার কোনগুলি সম্পর্কে জেনে আসি। 


বাংলালিংক বন্ধ সিমের অফার চেক কোড 

বাংলালিংক যেকোনো বন্ধ সিমের অফার চেক করার জন্য আপনার ফোনের ডায়াল আপ এ চলে যেতে হবে  *121*200# ডায়াল করলে সাথে সাথে বাংলালিংক বন্ধ সিমের সকল অফার গুলো আপনার সামনের শো করবে। পরবর্তী ধাপে ধাপে আপনি যে অফারটি নিতে চান সেই অফার টি সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন। 


রবি বন্ধ সিমের অফার চেক কোড 

সে কোন রবি বন্ধ সিমের অফার চেক করার জন্য আপনার ফোনের ডায়াল এতে চলে গিয়ে টাইপ করতে হবে* 888# or *8050# কোডটি ডায়াল করার সাথে সাথেই আপনার সামনে অনেকগুলো বন্ধ সিমের অফার শো করবে এবং সাথে সাথে অফার একটি মেশিনের চলে আসবে আপনার সিমে। তো আপনার ইচ্ছামত যেকোনো অফার উপভোগ করতে পারবেন।


এয়ারটেল বন্ধ সিমের অফার চেক কোড 

এয়ারটেল বন্ধ সিমের অফার চেক করার জন্য আপনার ফোনের ডায়াল-আপ এগিয়ে টাইপ করতে হবে  *888# *8050#  তাহলে আপনার সামনে আপনার এয়ারটেল বন্ধ সিমের সকল অফার চলে আসবে সেখান থেকে আপনার ইচ্ছামত অফার  করে   সিলেক্ট করে নিতে পারেন । 

বিদ্র: এয়ারটেল এবং রবি কোম্পানি একই কোম্পানির তাই তাদের বন্ধ সিমের অফার চেক করার কোড একটি


গ্রামীণফোন বন্ধ সিমের অফার চেক 

যেকোনো গ্রামীনফোনের বন্ধ সিমের অফার চেক করার জন্য গ্রাহককে ডায়াল করতে হবে *121*5555#  এ কোডটি ডায়াল করলে গ্রাহক তার জিপি বন্ধ সিমের সকল অফার দেখতে পারবে গ্রাহক নিজের ইচ্ছামতো যেকোনো অফার ভোগ করতে পারবে। 


টেলিটক বন্ধ সিমের অফার চেক 

যে কোন বন্ধ টেলিটক সিমের অফার চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে  *111*2020# ডায়াল করার সাথে সাথে আপনার বন্ধ টেলিটক সিমের সকল অফার দেখতে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url