ব্রাক ব্যাংক হেল্পলাইন নাম্বার। ফ্রী ব্রাক ব্যাংক কাস্টম কেয়ার নাম্বার
বাংলাদেশের যতগুলো বেসরকারি এবং সহকারী ব্যাংক রয়েছে প্রতিটা ব্যাংকের কাস্টম কেয়ারে ভিন্ন ভিন্ন নম্বর রয়েছে সে আলাদা আলাদা নাম্বারে কথা বলতে হলে একটি নির্দিষ্ট পরিমান চার্জ কেটে নেয় সিম অপারেটর। কিন্তু ব্রাক ব্যাংক এমন একটি সুবিধা এনেছে সেখানে আপনি কোন চার্জ ছাড়াই ফ্রিতে ব্র্যাক ব্যাংক কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন।
এই ব্র্যাক ব্যাংক সর্বপ্রথম নিজেদের প্রথম টোল ফ্রি নাম্বার সার্ভিস শুরু করে। ব্রাক ব্যাংক এই সুবিধাটি শুধু ব্রাক ব্যাংক গ্রাহকদের কথা বিবেচনা করে চালু করা হয়।
ব্র্যাক ব্যাংক ফ্রি কাস্টমার কেয়ার নাম্বার
যে কোন গ্রাহক যেকোনো অপারেটর থেকে 08000016221 এই নাম্বারে কল দিলে সকল সার্ভিস এবং কাস্টম কেয়ারে সরাসরি কথা বলা সবকিছু ফ্রিতে করতে পারবেন শুধু বাংলাদেশ থেকে। এই নাম্বারটি শুধু বাংলাদেশী লোকাল নাম্বার থেকে ফ্রিতে কথা বলতে পারবে
তাছাড়া ব্র্যাক ব্যাংকের নির্দিষ্ট কাস্টম কেয়ার নাম্বার রয়েছে সেটি হচ্ছে 16221 বাংলাদেশ যেকোনো অপারেটর থেকে এই নাম্বারে কল দিলে প্রতি মিনিটে দুই টাকা প্লাস খরচ কেটে নেয়। তাই আপনি চাইলে 08000016221 কথা বলে খরচ সাশ্রয় করতে পারেন।যেহেতু নাম্বারে টি ফ্রি নাম্বার সেজন্য নাম্বারটি সবসময় বিজি থাকার সম্ভাবনা রয়েছে তাই যদি আপনি ফ্রিতে কথা বলতে চান তাহলে আপনাকে বারবার ট্রাই করতে হবে আর না হলে প্রতি মিনিটে দুই টাকা খরচ করে 16221 নাম্বারে কল দিয়ে কথা বলতে পারেন।
এছাড়া আপনি চাইলে দু'তিনটে ব্র্যাক ব্যাংকের নাম্বার রয়েছে সেগুলোর মাধ্যমে কথা বলতে পারবেন +880255668055,+880255668056,+8809611223344 এই নাম্বার গুলো মাধ্যমে আপনি দেশ এবং দেশের বাইরে যে কোন স্থান থেকে সরাসরি ব্রাক ব্যাংক কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন। 16221 এই শর্টকাট নাম্বারটি দিয়ে আপনি শুধু বাংলাদেশী অপারেটর সিম থেকে কথা বলতে পারবে তবে দুই টাকার প্রতি মিনিটে চার্জ প্রযোজ্য। 08000016221 এই নাম্বার দিয়ে যেকোনো অপারেটর থেকে কল দিলে বাংলাদেশ থেকে ফ্রিতে সকল সার্ভিস কিনতে পারবেন শুধু বাংলাদেশ অপারেটর থেকে কল দেওয়া যাবে।