অস্ত্রের লাইসেন্স করার নিয়ম। নারীরা অস্ত্রে লাইসেন্স করতে পারবে।

আজকের এই পোস্টের মাধ্যমে আপনার জানতে পারবো কিভাবে অস্ত্রের লাইসেন্স নিতে হয় এবং অস্র লাইসেন্স করার নিয়ম সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে পারবেন। 

নারীরা অস্ত্রে লাইসেন্স করতে পারবে

নারীরা কি অস্ত্রের লাইসেন্স করতে পারবে 

সে কোন ব্যক্তি নারী বা পুরুষ হোক সবাই কিন্তু আইনের চোখে সমান এবং সমান সুবিধা ভোগ করতে পারবে। তাই নারীরাও অস্ত্রের লাইসেন্স করতে পারবে। এক্ষেত্রে আইন যে নিয়ম রয়েছে ৩০ থেকে ৭০ বৎসর মধ্যে যে কোন নারী বা পুরুষ  অস্ত্রের লাইসেন্স জন্য আবেদন করতে পারবে। 


প্রবাসীরা কি অস্ত্রের লাইসেন্স জন্য করতে পারবে 

  যারা প্রবাসী রয়েছে নিয়মিত বাংলাদেশে এসে বসবাস করে থাকে। তাই তাদের নিরাপত্তার জন্য অস্ত্রে লাইসেন্স প্রয়োজন হতে পারে। তাই তাদের অস্ত্রের লাইসেন্স জন্য আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে তাদের জন্য  নিয়ম ভিন্ন রয়েছে।কেন নিয়ম ভিন্ন একটু জেনে নেই,  সাধারণত অস্ত্র লাইসেন্সের জন্য যে দুটি নিয়ম রয়েছে একটি হলো অস্ত্র লাইসেন্সের জন্য 30 থেকে 70 বছরের মধ্যে বয়স হলেই চলে। এবং আরেকটি শর্ত  হচ্ছে অস্ত্র লাইসেন্সের আবদেনের পূর্ব তিন বছর তিন লক্ষ টাকা করে আয়কর প্রদান করতে হবে অর্থাৎ লাস্ট 3 বৎসর তিন লক্ষ টাকা করে প্রতিবছর আয়কর প্রদান করতে হবে


 কিন্তু প্রবাসীরা তো আয়কর দেয় না। তাই এই সার্টিফিকেট তারা কোথায় পাবে। তাই সরকার তাদের সুবিধার্থে জন্য নিয়মটি একটু ভিন্ন করা হয়েছে তাদেরকে আয়কর সার্টিফিকেট প্রদান করতে হবে না কিন্তু তাদের পূর্ববর্তী তিন বছর 12 লক্ষ টাকা করে যে রেমিটেন্স প্রদান  করেছে  সে রেমিট্যান্স প্রদানের ডকুমেন্ট নিতে হবে।  তাই তারা যদি লাস্ট তিন বছরের 12 লক্ষ টাকা একে এক বছরের ডকুমেন্ট দেখাতে পারে তা হল  লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। 


অস্ত্র কিনার পর কি অস্র লাইসেন্স করা যায়

যে কোন অস্ত্র কিনার পর  তা লাইসেন্স করার কোন সুযোগ নেই। অর্থাৎ আপনাকে সর্বপ্রথম অস্ত্র লাইসেন্স পেতে হবে তারপর আপনি অস্ত্র কিনতে পারবেন। আপনাকে প্রথমে অস্ত্র লাইসেন্স  এর জন্য আবেদন করতে হবে এরপর আপনাকে যাচাই-বাছাই করে আপনাকে যখন অস্ত্রের লাইসেন্স প্রদান করা হবে তখন আপনি অস্ত্র কিনতে পারবেন। 


বাসায় এয়ারগান রাখার জন্য কি লাইসেন্স করতে হবে 

আমরা অনেকেই শখ হিসেবে বাসায় এয়ারগান  রাখতে চাই এর জন্য কি এয়ারগান লাইসেন্স করতে হবে।  এয়ারগান বাসা রাখার জন্য লাইসেন্স এর কোন প্রয়োজন নেই আপনাকে যে কাজটি করতে হবে বাংলাদেশ সরকার অনুমোদিত যেকোনো অস্ত্রের দোকান থেকে একটি এয়ারগান কিনতে পারবেন। সে ক্ষেত্রে এয়ারগানের রশিদ এবং অন্যান্য যে সমস্ত কাগজপত্র আছে সেগুলোর যত্ন করে রাখতে পারেন তবে সেই এয়ারগান দিয়ে আপনি পাখি শিকার বা কারকে হুমকি-ধামকি দিতে পারবেন না  আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে আপনি দণ্ডনীয় অপরাধ করে থাকবেন। 


অস্ত্রা লাইসেন্স কী প্রতিবছর নবায়ন  করতে হয় 

হ্যাঁ অস্ত্রের লাইসেন্স প্রতিবছর আপনাকে নবায়ন করতে হবে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে 31 শে ডিসেম্বর পূর্বে আপনি যেখান থেকে লাইসেন্সটি করেছেন  সেই জেলা প্রশাসক কার্যালয় গিয়ে আপনার লাইসেন্স নবায়ন করে নিবেন। 


অস্ত্রের লাইসেন্স কারী ব্যক্তি মারা গেলে পরিবারের কারো মাঝে লাইসেন্স ট্রান্সফার করা যাবে কিনা 

হ্যাঁ লাইসেন্স ট্রান্সফার করা যাবে পরিবারে যে কোন সদস্যের কাছে তবে নিয়ম মেনে করতে হবে এবং নিয়ম হচ্ছে যে ব্যক্তি মারা গেছে তার ডেট সার্টিফিকেট একইসাথে তার ওয়ারিশ সনদপত্র ও অস্ত্রের যে লাইসেন্স  রয়েছে  সবগুলো কাগজপত্র এবং অন্যান্য ওয়ারিশদের অনাপত্তি পত্র  এবং যে ব্যক্তির নামে বর্তমানে লাইসেন্স নিতে চাচ্ছেন তার জাতীয় পরিচয় পত্র এবং ট্যাক্স সার্টিফিকেটের কপি  ইত্যাদি বেসিক কাগজপত্রগুলো দিয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করতে হবে। 


অস্ত্রের লাইসেন্স থাকলে কি যে কাউকে গুলি করা যাবে। 

দেখুন এখানে সরকার আপনাকে লাইসেন্স দিয়েছে শুধু নিজেকে রক্ষা করার জন্য। আপনি যদি আপনার আত্মরক্ষার জন্য যদি প্রয়োজন হয় তাহলে গুলি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে নিয়মিতভাবে  মামলা হবে । এবং মামলা আপনাকে আদালতে প্রমাণ করতে হবে নিজে আত্মরক্ষা করার জন্য কোন ব্যক্তিকে গুলি করেছেন বা অস্ত্রটি ব্যবহার করেছেন। সুতরাং আপনার লাইসেন্সধারী অস্ত্র থাকলে যে আপনি কাউকে গুলি করে পার পেয়ে যাবেন এরকম নয়।  এই লাইসেন্স অস্ত্র দিয়ে  কাউকে হুমকি দেওয়া যাবে না। এবং কোনরকম ভয়-ভীতি দেখানো যাবে না। 


আশা করি অস্ত্রের লাইসেন্স বিষয় অনেক তথ্য পেয়েছেন যদি আরো কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url