রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম। Robi sim balance transfer
আজকের আমরা জানবো - কিভাবে একটি রবি সিম থেকে অন্য একটি রবি সিমের ব্যালেন্স টান্সফার করবেন। এবং রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার খরচ কত, রবি সিমে টাকা ট্রান্সফার করতে কত সময় লাগে ইত্যাদি ইত্যাদি জানতে পারবো।
Robi balance transfer
আমরা অনেকেই গুগলে লিখে সার্চ দেই যেকোনো সিম ব্যালেন্স ট্রান্সফার যে কোন সিম থেকে। একটি নির্দিষ্ট অপারেটর সিম থেকে অন্য একটি অপারেটর ব্যালেন্স ট্রান্সফার কোনভাবেই সম্ভব নয়। তবে আপনি একটি অপারেটর সিম ব্যবহার করেন ঠিক সেইম একই অপারেটর ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আমরা আজকে জানবো রবি সিমের টাকা ট্রান্সফার সম্পর্কে।
রবি থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার দুইভাবে করা যায় ১: অ্যাপ্লিকেশনের মাধ্যমে ২: এবং এসএমএসের মাধ্যমে। প্রথমেই আমরা জেনে নেই সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম ভালো অ্যাপ্লিকেশনের মাধ্যমে
রবি সিম কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করে
রবি সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে আমাদের প্লে স্টোর থেকে My Robi নামে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। মাই রবি প্লিকেশন প্রথমে আমাদের ওপেন করে নতুন করে লগিন করে নিতে হবে। আপনি যখন রবি অ্যাপ ডাউনলোড করে ওপেন করবেন Logine করে নিতে হবে
সে জন্য প্রথমেই লগইন অপশন এ ক্লিক করতে হবে। তারপর আপনি দেখতে পারবেন login with number,login with Facebook, login with Gmail, যেহেতু আমরা রবি সিমের সেবা গ্রহণ করব সেজন্য আমাদের যে রবি নাম্বারটা রয়েছে, অর্থাৎ যে নাম্বার থেকে ব্যালেন্স ট্রান্সফার করবো সেই নাম্বারটি দিয়ে লগইন করে নিব,
সেজন্য আমরা নাম্বার উইথ লগইন অপশন এ ক্লিক করে আমাদের রবি নাম্বারটি দিয়ে দেয়ে sent otp অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে। অথরিটি অটোমেটিক বসে যাবে অথবা আপনি চাইলে টাইপ করে দিতে পারেন।
একাউন্ট লগইন করার পর প্রথমে আমাদের। সবার উপর থেকে সার্চ আইকন উপরে ক্লিক করে দিতে হবে। সার্চ আইকনে ক্লিক করার পর আমাদের টাইপ করতে হবে balance transfer দেখবেন নিচে ব্যালেন্স ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে অপশন এ ক্লিক করে দিলে Robi Sim balance transfer করার জন্য ইন্টারফেস চলে আসবে
আপনি যে সিমে টাকা নিবেন সে রবি সিমের নাম্বার টি বসিয়ে দিবেন enter or Select Robi number অপশনে নাম্বারটি বসিয়ে দিবেন।
তারপর আপনি কত টাকা টান্সফার করবেন সে পরিমাণটা বসিয়ে দিবেন নিচে দেখতে পারবেন টাকার পরিমান শো করছে যেকোনো একটা থাকার করবেন আপনি সিলেক্ট করে নিবেন সর্বনিম্ন 20 টাকায় সর্বোচ্চ 300 টাকা অফার করা যায় এক সাথে।
তার পর দেখতে পারবেন Proceed নামে একটি আপশন রয়েছে সেই আপশনে ক্লিক করে দিবেন। Proceed পর দেখবেন আপনার যে রবি সিম থেকে টাকা ট্রান্সফার করছেন সেই রবি সিমে একটি ওটিপি চলে আসবে। একটু ওটিপি অটোমেটিক বসে যাবে অথবা টাইপ করে বসিয়ে নিবেন।
তারপর ট্রানস্ফার গিফট অপশনে ক্লিক করে দিবেন দেখবেন আপনার রবি ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। এভাবে মূলত একটি রবি সিম থেকে অন্য একটি রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা হয়।
এসএমএসের মাধ্যমে ব্যালেন্স ট্রানস্ফার রবি সিমে
যেকোনো রবি সিম থেকে রবি সিমে টাকা ট্রানস্ফার করতে হলে প্রথমে আপনাকে এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে একবার এসএমএসের মাধ্যমে টাকা পাঠানো হয়ে গেলে পরবর্তীতে আপনি একটি পিন কোড পাবেন সেই কোডটি ব্যবহার করে পরবর্তীতে আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে তো চলুন জেনে নেই।
প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যান। মেসেজ অপশনে টাইপ করবে, আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন শুধু টাকার পরিমাণ তাই মেসেজ অপশনে টাইপ করুন। তারপর মেসেজ সেন্ড করুন ১২১২০১৮৫৪৩৫৬৭২ তারপর এসএমএস সেন্ড করে দিবেন তাহলে টাকা টান্সফার হয়ে যাবে। প্রথমেই দেখতে পারছেন ২১২১ এই নাম্বারটি হচ্ছে ব্যালেন্স ট্রান্সফারের কোড নাম্বার পরবর্তীতে যে একটি রবি নাম্বার দেখতে পাচ্ছেন সে নাম্বারটি হল আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সে নাম্বারটি দিয়ে দিবেন। প্রথমে আপনার কোড নাম্বারটি দিবেন কোড নাম্বার এর পরে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সে নাম্বারটি দিবেন দিয়ে রবি সিম থেকে এসএমএস পাঠিয়ে দিলে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে।
পরবর্তীতে আপনি যদি আবার ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে আপনি আর এসএমএস এর মাধ্যমে টাকাটা পাঠাতে পারবেন না সেজন্য আপনাকে ডায়াল করতে হবে ১৪০৬*১# ডায়াল করে। কোড ডায়াল করার পর দেখবেন আপনি কত টাকা পাঠাবেন সে টাকার পরিমাণটা লিখে দিবেন। তারপর সেন্ড অপশনে ক্লিক করবেন। তারপর কোন নাম্বারে টাকা পাঠাবেন সে নাম্বারটা দিয়ে সেন্ড অপশনে ক্লিক করলেই আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়ে চলে যাবে।
রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার খরচ কত।
আপনি যদি একটি রবি সিম থেকে অন্য একটি রবি সিমে ব্যালেন্স ট্রানস্ফার করেন তাহলে ২.৫০ টাকা চার্জ হিসাবে আপনার থেকে অতিরিক্ত কেটে নেবে। আপনি রবি অ্যাপ অথবা এসএমএস এর মাধ্যমে যেভাবে টাকা পাঠান ২০.৫০ টাকা চার্জ কাটবে।
রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করলে কত সময় লাগে টাকা যেতে
একটি রবি সিম থেকে অন্য একটি রবি সিমে টাকাো ট্রান্সফার করলে সাথে সাথেই টাকা ট্রান্সফার হয়ে যায় টাকা ট্রান্সফার হতে কোন সময় লাগে না। যদি টাকা টান্সফার করার পর টাকা কেটে নেয় কিন্তু টাকা টান্সফার না হয় তাহলে ১২১ এই নাম্বারে রবি কাস্টম কেয়ারে সরাসরি কথা বলে সমস্যা সমাধান করে নিতে পারেন।
রবি সিমের নাম্বার চেক। রবি নাম্বার চেক কোড
রবি সিমের নাম্বার দেখার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো ডায়াল কোডের মাধ্যমে। এই ডায়াল কোডের মাধ্যমে আপনি বাটন ফোন এবং স্মার্টফোন এ ডায়াল কোড ব্যবহার করে রবি সিমের নাম্বার দেখতে পারবেন। রবি সিমের নাম্বার দেখার কোড হল ২#। *২# ডায়াল করা আপনার রবি সিমের নাম্বার দেখতে পারবেন। এর পাশাপাশি আরও একটি কোড রয়েছে যার মাধ্যমে আপনি রবি সিমের নাম্বার দেখতে পারবেন সে কোডটি যাচ্ছে *১২১২*৪# এই কোডের মাধ্যমে আপনার রবি সিমের নাম্বার দেখতে পারবেন।
robi sim sms কি ভাবে চেক করা যায়
রবি সিমের এসএমএস দুই ভাবে চেক করা যায়
১: USSD Code মাধ্যমে
২: Robi app মাধ্যমে
Robi sim sms check করা নিয়ন জেনে নিন
Robi sim SMS check USSD Code
রবি সিমের এসএমএস চেক করতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার dialer app চলে যেতে হবে। dialer app আপনাকে টাইপ করতে হবে
*222*12#
ডায়াল করে পরে দেখবেন আপনার রবি সিমের কতগুলো এসএমএস আছে সবগুলো শো করতেছে এভাবে আপনারা রবি সিমের এসএমএস চেক করতে পারবেন
রবি সিমের এসএমএস চেক রবি সিমে এসএমএস চেক করার নিয়ম রবি সিম কিভাবে এসএমএস চেক করতে হয়
Robi App sms check
এছাড়া আপনার রবি সিমের এসএমএস রবি যে অফিশিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সে অ্যাপ্লিকেশন মাধ্যমে রবি সিমে এসএমএস চেক করতে পারবেন
রবি সিমে এসএমএস চেক করার জন্য প্রথমে আমাদের প্লে স্টোর থেকে রবি প্লিকেশন টি ডাউনলোড করে নিতে হবে App ডাউনলোড করার পর আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগইন করার পর দেখবেন আপনার মেইন ব্যালেন্স ডাটা আপনার এসএমএস সবকিছু একটা ইন্টারফেজ শো করছে এভাবে আপনারা রবি সিমের এসএমএস চেক করতে পারবেন