শাওমির পোকো এম৪ ৫জি এলে নতুন করে ক্যামেরা এবং ৫-জি নিয়ে। Pock M4 5G

 

শাওমির পোকো এম৪ ৫জি এলে নতুন করে ক্যামেরা এবং ৫-জি নিয়ে। Pock M4 5G



সর্বপ্রথম শাওমি Poco m4 ভারতে রিলিজ হয়। বর্তমানে শাওমি পোকো এম৪ ৫জি গ্লোবাল ভার্সন এনেছে পোকো কোম্পানি। ইন্ডিয়ান মোবাইলটির সাথে প্রায় সব দিকে একই থাকলেও কিন্তু নতুন রিলিজ হওয়া ফোনটির মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল ভার্সন। চলুন জেনে নেই poco M4 5G খুঁটিনাটি বিষয়গুলো। 

 poco m4 5g বিস্তারিত তুলে ধরা হলো 

poco m4 display 6.58+HD  ডিসপ্লে তে রয়েছে 90k রিপ্লেস সাপোর্টেড। এ ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 700 চেপসেট প্রসেসর । এই ফোনটি  2 ভেরিয়েন্ট পাওয়া যাবে 4/64  ও 6/128  তাছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000  মিলিএম্প ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে ফাস্ট চার্জার রয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে  শাওমি পোকো এম৪  ৫জি তে। তবে গ্রাহক জন্য প্যাকেটে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং । 


উপর থেকে আমরা পোকো এম৪ ৫ জি সম্পর্কে যা জানলাম ইন্ডিয়া পোকো এম৪ মডেলের সাথে প্রায় সবকিছুই একই রয়েছে গ্লোবাল ভার্সন এর সাথে। কিন্তু এখন আমরা জানবো ইন্ডিয়ান পোকো এম৪ এবং পোকো এম৪ ৫জি মধ্যে পার্থক্যটা কি। 

গ্লোবাল ভার্সন এবং ইন্ডিয়ান ভার্সনে  সাথে পার্থক্যটা হল ক্যামেরার। গ্লোবাল ভার্সন এম৪ ৫জি ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল। কিন্তু ইন্ডিয়ান ভার্সনে ছিল 50 মেগাপিক্সেল। এখানে গ্লোবাল ভার্সন টু মেগাপিক্সেলে ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12, মিডিয়ায় 13 ফর চলবে গ্লোবাল ভার্সন স্মার্টফোনটি।  


শাওমির পোকো এম৪ ৫জি ফোনটি তৈরি করার উদ্দেশ্যেই হল  উন্নত দেশগুলোর ৫জি মোবাইল কোম্পানিগুলোর সাথে টক্কর দেওয়ার জন্য।  মূলত ফোনটি তৈরি করা হয়েছে ৫জি মোবাইল হিসেবে। মোবাইল ফোনটিতে তিনটি কালার কম্বিনেশন রয়েছে ব্ল্যাক, ব্লু, সিগনেচার। এই স্মার্টফোনটি সামনের দিকে ওয়াটার ড্রপ নচ রয়েছে। 


Poco M4 5G দাম কতো

4 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ poco m4 5g দাম  219€ ইউরো দরা হয়েছে। ৬ জিবি র‍্যাম ১২৮ জিবি স্টোরেজ poco m4 5g দাম  249€ ইউরো দরা হয়েছে। তবে এশিয়ার দেশগুলোর মধ্যে  এই স্মার্টফোনের দাম ভিন্ন ধরনের হতে পারে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url