গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন । অনলাইনে জিপি সিম রেজিস্ট্রেশন পরিবর্তন

আজকে জানতে পারবেন কিভাবে গ্রামীন সিম অপারেটর ওনারশিপ অথবা মালিকানা পরিবর্তন করবেন। gp sim ownership change


আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সিম ব্যবহার করেন। কিন্তু সিমটি আমাদের নিজের নামে রেজিস্ট্রেশন নয়। যখন আমরা সিমটি নিয়েছি তখন আমাদের ন্যাশনাল NID ছিলনা বলে আমাদের পরিবারের কারও নেশনাল আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করে নিয়েছি। তারপর দেখা গেল যে সময় আপনি ন্যাশনাল আইডি কার্ড করে ফেলেছেন। তখন আপনি চাচ্ছেন। ঐ সিমটি মালিকানা পরিবর্তন করে নিজের নামে নিয়ে আসতে। সে জন্য কি করতে হবে  বিস্তারিত নিচে দেখানো হচ্ছে। 


এখন যে প্রসেসটি দেখাবো সে প্রসেস এর মাধ্যমে আপনি শুধু গ্রামীন সিম অপারেটর সিম গুলো শুধু এইভাবে রেজিস্ট্রেশন অথবা মালিকানা পরিবর্তন করতে পারবেন। এভাবে মালিকানা পরিবর্তন করতে আপনি যদি ঢাকা মেট্রোপলিটনের আশেপাশে লোকেশন হয়ে থাকেন তাহলে আপনি ঘর থেকেই মালিকানা পরিবর্তন করতে পারবেন। এছাড়া আপনি যদি লোকাল এরিয়া হল তাহলে আপনি অনলাইনে আবেদন করার পর আপনাকে নির্ধারিত কাস্টম কেয়ার রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। 


জিপি সিম রেজিস্ট্রেশন পরিবর্তন। 

গ্রামীন সিমের মালিকানা পরিবর্তন করার জন্য  প্রথমে আমাদের grameenphone.com ওয়েব সাইটটি ওপেন করে নিতে হবে।   আপনি যদি মোবাইল দিয়ে ওয়েব সাইটটি ওপেন করেন তাহলে 

gp sim ownership change

3 - লাইনের উপর ক্লিক করে দিতে হবে।

গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন । অনলাইনে জিপি সিম রেজিস্ট্রেশন পরিবর্তন


ক্লিক করার পর দেখতে পারবেন shop নামে একটি অপশন রয়েছে। 

গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন । অনলাইনে জিপি সিম রেজিস্ট্রেশন পরিবর্তন


shop অপশনে ক্লিক করার পর  দেখতে পারবেন। SIM service নামে একটি অপশন রয়েছে। ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাবেন। 

জিপি সিম রেজিস্ট্রেশন পরিবর্তন।


তারপর দেখতে পারবেন translation of SIM ownership নামে একটি অপশন রয়েছে সে অপশনে ক্লিক করে দিবেন। 

জিপি সিম রেজিস্ট্রেশন পরিবর্তন।


ক্লিক করার পর দেখতে পারবেন একটি ফরম চলে এসেছে সে ফরম কি আপনাকে পূরণ করতে হবে। 

প্রথমেই দেখতে পারবেন number used when to transfer  এই খালি করে আপনাকে  যে সিমের মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন, সেই সিমের নাম্বার টি বসিয়ে দিবেন । তারপর দেখতে পারবেন current sim owner,s NID what is smart card number এখানে আপনাকে যে সিমের মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন সেই সিমে বর্তমানে যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে সেই  NID নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর দেখতে পারবেন new sim ownership mobile number , যে ব্যক্তি সিমের মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন সে ব্যক্তির বর্তমান একটি যোগাযোগ মোবাইল নাম্বার এখানে দিতে হবে।


ফরমটি সম্পন্ন ফিলাপ করার পরে নিচে দেখতে পারবেন। add to cart নামে একটি অপশন রয়েছে সে অপশনে ক্লিক করার পর। আপনার সামনে আরেকটি নতুন ফরম চলে আসবে 

জিপি সিম রেজিস্ট্রেশন পরিবর্তন।


এই ফরমে আপনার ফুল নাম দিতে হবে, আপনার একটি কন্টাক্ট নাম্বার দিবেন মোবাইল নাম্বার, তারপর আপনার এড্রেস সিলেক্ট করে নিতে হবে, আপনার পোস্ট কোড, এবং delivery address আপনার সম্পূর্ণ ঠিকানা টা দিয়ে দিবেন। তারপর continue to review অপশনে ক্লিক করার পর। 

gp sim ownership change


আপনাকে পেমেন্ট অপশন এ নিয়ে আসবে। এখানে আপনাকে 80 টাকা পেমেন্ট করতে হবে। এবং সেখান থেকে আপনার ইচ্ছামত একটি পেমেন্ট অপশন বেছে নিবেন। আপনার চাইলে মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারেন। মোবাইল ব্যাংকিং এর  মোবাইল নাম্বার ও পিন নাম্বার দিয়ে পেমেন্ট সম্পন্ন করার পর। 


কয়েকদিনের ভিতরে আপনি যেই কন্টাক্ট নাম্বার দিয়েছেন সেই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবে গ্রামীন সিমের অপারেটর  প্রতিনিধি। সেখানে প্রতিনিধি যোগাযোগ করে বায়োমেট্রিক পরিবর্তন করে নিবে। এবং বায়োমেট্রিক পরিবর্তন করার সময় অবশ্যই যার নামে বর্তমানে সিমটি রেজিস্ট্রেশন রয়েছে ওই ব্যক্তি এবং বর্তমানে যার নামে পরিবর্তন করবেন এই দুই ব্যক্তি কে সরাসরি উপস্থিত থাকতে হবে। কারণ দুজনের ফিঙ্গারপ্রিন্ট এবং দুইজনের এনআইডি কার্ড নাম্বার ওই সময় প্রয়োজন হবে।  তারপর গ্রামীণফোনের সিমের প্রতিনিধি আপনাদের সকল কার্যক্রম সম্পন্ন করে দেবে। 

এ সুবিধা আপনাকে গ্রহন করতে হলে যে কোন জেলার মেট্রোপলিটন অবস্থিত কাস্টম কেয়ারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকে। যদি আপনার ঠিকানা লোকাল এরিয়া অথবা গ্রামের দিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সরাসরি গ্রামীণফোন কাস্টমার কেয়ার যোগাযোগ করতে হবে।


আর পড়ুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url