ই-পাসপোর্ট অনলাইনে চেক। ই-পাসপোর্ট চেক করার নিয়ম

আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন কিভাবে ই-পাসপোর্ট চেক করতে হয় এসএমএস এবং অনলাইনের মাধ্যমে , নতুন ই পাসপোর্ট করার পর আপনার পাসপোর্টটি কি অবস্থায় আছে তা জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে। 

ই-পাসপোর্ট অনলাইনে চেক। ই-পাসপোর্ট চেক করার নিয়ম


ই-পাসপোর্ট চেক 

ই-পাসপোর্ট  নতুন করে আবেদন করার পর সাধারণত একমাস ডেলিভারি টাইম দিয়ে থাকে। কিন্তু এই এক মাসের ভিতরে আমাদের পাসপোর্টটি সাধারণত পাওয়া যায় না। সেজন্য আমাদের ই-পাসপোর্টটি কি অবস্থায় আছে সেটা জানার জন্য আপনি পাসপোর্ট চেক করতে পারেন। পাসপোর্ট চেক 2 ভাবে করা যায়। 

  1. অনলাইনের মাধ্যমে ই পাসপোর্ট চেক 
  2. এসএমএসের ই-পাসপোর্ট চেক 

কিভাবে এসএমএসে ই-পাসপোর্ট চেক করতে হয় এবং অনলাইনে কিভাবে পাসপোর্ট চেক করতে হয় দুটি পদ্ধতি আজকের এই পোস্টে দেখাবো। 


এসএমএস ই-পাসপোর্ট চেক 

এসএমএসে পাসপোর্ট চেক করতে হলে প্রথমে আমাদের যেকোনো একটি অপারেটর থেকে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর সময় অবশ্যই মোবাইল সিমে আড়াই টাকার উপরে থাকতে হবে। এসএমএসে ই পাসপোর্ট চেক করার জন্য ই পাসপোর্ট এর আবেদন করার সময় যে ডেলিভারি স্লিপ পেয়েছেন সে ডেলিভারি স্লিপ এর উপর ১৩ সংখ্যার  একটি নাম্বার থাকবে সে নাম্বারটি লাগবে এসএমএস পাঠানোর জন্য  এবং আপনার রিয়েল অথবা কাগজপত্রের ডেট অফ বার্থ ডে রয়েছে সে ডেট অফ বার্থ ডে লাগবে। 

 এসএমএস পাঠানোর জন্য  আমাদের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে 

START EPP 4000100000000 

এসএমএস Send করবে 16445 নাম্বারে।

প্রথমে START লিখে একটি স্পেস দিবেন তারপর EPP লিখে একটি স্পেস দিবে তারপর আপনার যেই আইডি নাম্বারটি রয়েছে সে নাম্বারটি বসিয়ে সেন্ড করে দিবেন 16445 নাম্বারে। 


এসএমএস পাঠানোর সাথে সাথেই দেখবেন ফেরত একটি এসএমএস এ মাধ্যমে আপনার ই-পাসপোর্ট কি অবস্থায় আছে তা জানিয়ে দেওয়া হবে । 


অনলাইনে ই পাসপোর্ট চেক। online passport check  2023 

ই-পাসপোর্ট অনলাইনে চেক। ই-পাসপোর্ট চেক করার নিয়ম

অনলাইনে ই-পাসপোর্ট চেক করার জন্য প্রথমে আমাদের ই পাসপোর্ট অফিসের ওয়েবসাইট ওপেন করে নিতে হবে। 

অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করার পর দেখতে পারবেন একটি ফর্ম আকারে চলে এসে এ ফরমটি আমাদের পূরণ করে নিতে হবে। প্রথমেই দেখতে পারবেন online registration id  আপনি যদি ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করে থাকেন তাহলে আপনার পিডিএফ ফাইল এর উপর অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বার থাকবে। application ID  

অথবা আপনি যদি  পাসপোর্ট অফিসে গিয়ে ই-পাসপোর্ট জন্য আবেদন করেন আবেদন করার সময় আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে সেই ডেলিভারি স্লিপে একটি আইডি নাম্বার রয়েছে সিআইডি নাম্বারটি বসিয়ে দিবেন। আপনি যেভাবে আবেদন করে থাকেন সে জায়গা অনুযায়ী আপনার আইডিটি বসিয়ে দিবেন । তারপর দেখতে পারবেন সবার নিচে থাকতে পারবেন। তারপর সবার নিচে দেখতে পারবেন select date of birthday আপনার রিয়েল জন্ম তারিখ সে জায়গায় বসিয়ে দিবেন তারপর নিচে একটি ক্যাপচার দেখতে পারবেন ক্যাপচার অপশনে ক্লিক করে check অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা জেনে নিতে পারবেন  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url