CityTouch User ID And Password Forget
আজকের পোষ্ট থেকে আপনারা জানতে পারবেন- CityTouch User ID And Password recovery করতে হয় কিভাবে। আপনে যদি CityTouch User ID Password, Pin সবকিছু ভুলে যান তাহলে এই পোস্ট থেকে আপনি জেনে নিতে পারবেন।
আমরা অনেকেই আছি একবার সিটিটিউচ অ্যাপ্লিকেশনে লগইন করার সেই ইউজারনেম এবং পাসওয়ার্ড আর খোঁজ খবর রাখি না পরবর্তীতে আমরা মোবাইল পরিবর্তন করলে অথবা মোবাইল থেকে অ্যাপ লগ আউট হয়ে গেলে নতুন করে লগইন করতে হয়। ঠিক তখনই আমরা এই CityTouch User ID And Password দিয়ে লগইন করতে গেলে সমস্যা পড়তে হয়।
আপনি যদি সিটি ব্যাংকের CityTouch User ID And Password নিয়ে সমস্যায় পড়ে থাকেন আজকের পোস্টটি ভাল করে পড়ুন তাহলেই আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। CityTouch user id and password পুনরুদ্ধার করার জন্য প্রথমেই আমাদের প্লে স্টোর থেকে সিটিটিউচ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। CityTouch App আমাদের ওপেন করে নিতে হবে।
ওপেন করার পর আপনারা দেখতে পারবেন নিচে forget user ID or password or pin ? নামে একটি অপশন রয়েছে। ঐ অপশনে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন select type নামে একটি অপশন রয়েছে সে অপশনে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর দেখবেন forget user ID, forget password, forget pin এখান থেকে আপনি প্রথমে forget user ID সিলেক্ট করে নিব।।
তারপর আমাদের উপরে ফরগেট ইউজার আইডি সিলেক্ট থাকবে। তার নিচে আমাদের type of account নামে একটি অপশন রয়েছে সেখানে আমাদের সিটি ব্যাংক একাউন্টের নাম্বারটা রয়েছে সেটা নিচে দিয়ে দেবো। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেব।
তারপর দেখতে পারবেন উপর থেকে যে দুটি অপশন সিলেক্ট করেছি সে দুটি অপশন শো করতেছে তার পাশাপাশি নিচে আপনার একাউন্টের সাথে যে ডেবিট কার্ড বা ভিসা কার্ড একটিভ রয়েছে সে কার্ড নাম্বারটি সিলেক্ট করে নিবেন তারপর আপনাকে আপনার যে কার্ড টি রয়েছে কার্ডের ডিটেলস দিয়ে দিবেন। এক্সপায়ার ডেট দিয়ে কার্ডের যেই পিন নাম্বার রয়েছে পিন নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন।
তারপর দেখতে পারবেন সিটি ব্যাংক একাউন্ট এবং সিটি টিউচ অ্যাপ রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছেন সে মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তার পর দেখতে পারবেন dear customer you user id will be share on registration mobile number email address. অর্থাৎ আমাদের যেই ইউজারনেম টি রয়েছে সেই ইউজার নাম , আমরা যে মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করেছি সে মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেসে পাঠিয়ে দিয়েছে এসএমএসের মাধ্যমে।
Dear Customer,
Your Citytouch User ID is: CB***.
Please do not share your User ID with anyone.
এরকম একটি মেসেজ চলে আসবে।
তাহলে আমরা CityTouch User ID Forget করে User ID টি পেয়ে গেলাম। আর আপনারা চাইলে ঠিক এভাবেই সেম প্রসেস কাজে লাগিয়ে আপনার ইউজার আইডি টি খুঁজে নিতে পারেন।
Citytouch password forget
এখন আমরা জানবো কিভাবে সিটি ব্যাংক একাউন্ট CityTouch App Password recovery করবেন।
প্রথমে প্লিকেশন ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনারা দেখতে পারবেন নিচে forget user ID or password or pin ? নামে একটি অপশন রয়েছে। ঐ অপশনে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন কিভাবে আপনার select type নামে একটি অপশন রয়েছে সে অপশনে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর দেখবেন forget user ID, forget password, forget pin এখান থেকে আপনি প্রথমে forget password সিলেক্ট করে নিব।
ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর। প্রথমে আমরা যে ইউজার আইডি রিকভারি করলাম সে রিকভারি ইউজার আইডি টা আমরা বসিয়ে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচ থেকে আপনাকে আপনার ব্যাংকের সাথে যে অ্যাক্টিভ কার্ড রয়েছে সেই কার্ডটি সিলেক্ট করে নিতে হবে। কার্ড এক্সপেয়ার ডেট, কার্ড পিন নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন।
নেক্সট অপশনে ক্লিক করার পর দেখবেন আপনার ব্যাংক রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপি বসিয়ে নেক্সট অপসন এ ক্লিক করে দিবেন
তারপর দেখতে পারবেন নতুন করে পাসওয়ার্ড সেটআপ এর অপশন চলে এসেছে। প্রথমে নিউ পাসওয়ার্ড দিবেন। তারপর আবার কনফার্ম নিউ পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড সেটআপ হয়ে যাবে। পাসওয়ার্ড সেট আপ করার পর আপনার রিকভারি করা ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে CityTouch App logine করে নিবে। এভাবে মূলত CityTouch user ID, password Forget করতে হয়।
আশাকরি ওপরের প্রসেস গুলো যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনি সিটিটিউচ ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করে নিতে পারবেন।
যদি কোন ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আরো বিস্তারিত জানতে নিচে ইউটিউব ভিডিওটি দেখতে পারেন।