এয়াটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার। Airte sim balance transfer

আজকের আমরা জানবো - কিভাবে একটি এয়াটেল সিম থেকে অন্য একটি এয়েটেল সিমের ব্যালেন্স টান্সফার করবেন। এবং এয়াটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার খরচ কত, এয়াটেল সিমে টাকা ট্রান্সফার করতে কত সময় লাগে ইত্যাদি  জানতে পারবো। 


আমরা অনেকেই গুগলে লিখে সার্চ দেই যেকোনো সিম ব্যালেন্স ট্রান্সফার যে কোন সিম থেকে। একটি নির্দিষ্ট অপারেটর সিম থেকে অন্য একটি অপারেটর ব্যালেন্স ট্রান্সফার কোনভাবেই সম্ভব নয়। তবে আপনি একটি অপারেটর সিম ব্যবহার করেন ঠিক সেইম একই অপারেটর ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আমরা আজকে জানবো এয়ারেল সিমের টাকা ট্রান্সফার সম্পর্কে। 


এয়ারে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম  

এয়াটেল সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে আমাদের প্লে স্টোর থেকে My Airtel Bangladesh  নামে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। 

এয়াটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার

 আপনি যখন এয়াটেল অ্যাপ ডাউনলোড করে ওপেন করবেন প্রথমে আমাদের  Logine করে নিতে হবে সে লগ ইন করার জন্য অ্যাপ্লিকেশন ওপেন করার পর gues sign in ও sign in এই দুটি লেখা থাকবে আপনাকে sign in অপশনে ক্লিক করে দিতে হবে। 


তারপর আপনি যে এয়ারটেল সিমেম থেকে টাকা টান্সফার করবেন  সেই সিমের নাম্বারটা দিয়ে এবং ওটিপি দিয়ে লগইন করে নেবে। অনেক সময় দেখা  এয়ারটেল অ্যপে লগ ইন করতে হয় না। যদি আপনার ফোনে একটি এয়ারটেল সিম লাগানো থাকে তাহলে  অটোমেটিক লগইন হয়ে যেতে পারে।

এয়াটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার


একাউন্ট লগইন করার পর প্রথমে আমাদের। সবার উপর থেকে সার্চ আইকন উপরে ক্লিক করে দিতে হবে। সার্চ আইকনে ক্লিক করার পর আমাদের টাইপ করতে হবে balance transfer  দেখবেন নিচে ব্যালেন্স ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে অপশন এ ক্লিক করে দিলে Airte Sim balance transfer করার জন্য ইন্টারফেস চলে আসবে 

এয়াটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার


আপনি যে সিমে টাকা নিবেন সে airte সিমের নাম্বার টি বসিয়ে দিবেন enter or   Select Robi number অপশনে নাম্বারটি বসিয়ে দিবেন। 

তারপর আপনি কত টাকা টান্সফার করবেন সে পরিমাণটা  নিচে দেখতে পারবেন  টাকার পরিমান শো করছে। যেকোনো একটা  আপনি সিলেক্ট করে নিবেন সর্বনিম্ন 20 টাকায় সর্বোচ্চ 300 টাকা টান্সফার  করা যায় এক সাথে। 

তার পর দেখতে নিচে দেখতে পারবেন   Transfer নামে একটি আপশন রয়েছে সেই আপশনে ক্লিক করে দিবেন।  তারপর কমফ্রম অপশনে ক্লিক করে দিবেন  তার পর দেখবেন আপনার যে এয়োটেল সিম থেকে টাকা ট্রান্সফার করছেন সেই  সিমে একটি ওটিপি  চলে আসবে।  ওটিপি অটোমেটিক বসে যাবে অথবা টাইপ করে বসিয়ে নিবেন। 


আর পড়ুন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url