আকিজ গ্রুপ ফ্যাক্টরি কোথায়। আকিজ বিড়ি ফ্যাক্টরি কোথায় অবস্থিত।

আজকে আমরা জানবো বাংলাদেশের প্রাচীনতম কোম্পানি আকিজ গ্রুপ কোম্পানি বা আকিজ বিড়ি কোম্পানির  সম্পর্কে জানব। আকিজ বিড়ি হেড অফিস কোথায়। আকিজ বিড়ি কোম্পানির কত সালে প্রতিষ্ঠিত হয়। আকিজ গ্রুপ কোম্পানির খুঁটিনাটি তথ্য জান 



আকিজ গ্রুপ ফ্যাক্টরি ইতিহাস  

আকিজ গ্রুপ প্রতিষ্ঠা লাভ করে ১৯৪০ সালে যা স্বাধীনতার অনেক আগে। শেখ আকিজ উদ্দিন উদ্যোগে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। আকিজ গ্রুপ কোম্পানি প্রথমদিকে শুধু পাট শিল্পকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়। তারপর আস্তে আস্তে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড, আকিজ সিমেন্ট ফ্যাক্টরি , আকিজ ফুড এন্ড বেভারেজ আরও এরকম প্রায় 30 টি শিল্প কারখানা  শাখা প্রতিষ্ঠিত হয়  যা বর্তমানে পরিচালিত হচ্ছে। আকিজ গ্রুপ কোম্পানি বাংলাদেশের একটি সর্ববৃহৎ কোম্পানি যেখানে রয়েছে তামাক, সিরামিক, ভোক্তা পন্য, প্যাকেজিং, টেক্সটাইল  আরো ভিন্ন ভিন্ন শিল্প। তাদের ওয়েবসাইট তথ্য অনুযায়ী ২০১৯  সালে ৩৯০ মিলিয়ন ইউরো কর প্রদান করেছে। আর এই আকিজ গ্রুপ ফ্যাক্টরি প্রতি বাজেটের 2%  করে রেখে দেওয়া হয় দেশের মানুষের জন্য 


আকিজ গ্রুপ প্রতিষ্ঠাতা, শেখ আকিজ উদ্দিন ইতিহাস 

১৯৪০ সালে আকিজ গ্রুপ প্রতিষ্ঠাতা লাভ করে। ইতিহাস থেকে জানা যায় শেখ আকিজ উদ্দিন  সর্বপ্রথম ১৬ টাকা মূলধন নিয়ে এই আকিজ গ্রুপ লিমিটেড কোম্পানি  মালিক ব্যবসা যাত্রা শুরু করে । বর্তমানে সেই আকিজ উদ্দিন 30 টির বেশী শিল্পের মালিক। এবং দেশের সর্বোচ্চ কর দাতা হিসেবে নিজেকে গর্ববোধ করেন আকিজ গ্রুপ লিমিটেড কোম্পানির মালিক আকিজ উদ্দিন। 

হাফিজ উদ্দিন খুলনায়, মধ্য ডাঙ্গা গ্রামে, এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে ১৯২৯ সালে। বাবা-মায়ের একমাত্র সন্তান আকিজ উদ্দিন। তখন তিনি মাত্র 16 টাকা নিয়ে ব্যবসার যাত্রা শুরু করেন। আমি বর্তমানে কয়েক শ' কোটি টাকার মালিক। 


আকিজ গ্রুপ ফ্যাক্টরি ঠিকানা 

আকিজ বিড়ি ফ্যাক্টরি  লিমিটেড  আদ দ্বীন ফাউন্ডেশন কর্পোরেটর আফিস ৭ তালা, ০২ বড় মগবাজার ঢাকা-১২১৭ বাংলাদেশ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url