টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করার নিয়ম। কিভাবে টেলিটক বর্ণমালা সিম পাবেন।
আজকের এই পোস্ট থেকে জানতে পারবো -কিভাবে টেলিটক বর্ণমালা সিম কিনবেন, এবং সিম ক্রয় করতে কত টাকা খরচ হবে, বর্ণমালা সিম ক্রয় করতে কি কি লাগবে, টেলিটক বর্ণমালা সিম ক্রয় করার জন্য কি যোগ্যতা লাগবে, এবং বর্ণমালা টেলিটক সিমে কি কি অফার রয়েছে বিস্তারিত আলোচনা করব।
টেলিটক বর্ণমালা সিম ক্রয় করার যোগ্যতা।
বাংলাদেশে মোট পাঁচটি অপারেটর রয়েছে, এই পাঁচটি অপারেটর মধ্যে একটি অপারেটর টেলিটক সিম অপারেটর। এই টেলিটক সিম অপারেটরের মধ্যে রয়েছে বর্ণমালা টেলিটক সিম। এই বর্ণমালা টেলিটক সিম ক্রয় করতে হলে কিছু যোগ্যতা থাকতে হবে। যে কেউ চাইলে এই বর্ণমালা টেলিটক সিম কিনতে পারে না।
টেলিটক বর্ণমালা সিম ক্রয় করতে হলে গ্রাহককে নিম্নে এসএসসি পাস করতে হবে। টেলিটক বর্ণমালা সিম সুবিধাগুলো চালু করা হয়েছে শুধু কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীর জন্য।
টেলিটক বর্ণমালা সিমের সুবিধা
কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য এই সুবিধাগুলো টেলিটক বর্ণমালা সিম দিয়ে থাকে নিচে সুবিধাগুলো আলোচনা করা হলো।
45 পয়সা মিনিট রাত-দিন 24 ঘন্টা কথা বলা যাবে
আপনি কল দিয়ে যত সেকেন্ড কথা বলেন না কেন 45 পয়সা মিনিট হার অনুযায়ী টাকা কেটে নেওয়া হবে।
যেকোন অপারেটরে এসএমএস পাঠালে এর চার্জ কাটবে ২৫ পয়সা
টেলিটক বর্ণমালা সিম অফার
টেলিটক বর্ণমালা সিম সবচেয়ে কম রেটে ইন্টারনেট প্যাক গুলো দিয়ে থাকে এবং সর্বোচ্চ মেয়দ দিয়ে থাকে এই অপারেটরটি। টেলিটক বর্ণমালা সিমের সচরাচর কিছু অফার নিচে দেওয়া হল
1gb ইন্টার্নেট 24 টাকায় মেয়াদ 7 দিন *111*611#
1gb ইন্টারনেট 46 টাকা মেয়াদ 30 দিন *111*612#
2gb ইন্টার্নেট 83 টাকা মেয়াদ 30 দিন *111*613#
4gb ইন্টার্নেট 62 টাকা মেয়াদ 7 দিন *111*614#
5 gb ইন্টারনেট 96 টাকা মেয়াদ 15 দিন *111*615#
10 জিবি ইন্টারনেট 186 টাকা মেয়াদ 30 দিন *111*616#
যে কোন গ্রহকে অফার গুলো কিনতে চাইলে উপরের কোড গুলো ডায়াল করার মাধ্যমে টেলিটক বর্ণমালা সিমের অফার গুলো উপভোগ করতে পারবে। এই অফার গুলো হচ্ছে সচরাচর অফার।
টেলিটক বর্ণমালা সিম এর খরচ কত
টেলিটক বর্ণমালা সিম ক্রয় করতে হলে আপনাকে 100 টাকা খরচ করতে হবে সিমটি রেজিস্ট্রেশন করার সময়। এবং সিম টি অ্যাক্টিভ করার পর প্রাথমিক 50 টাকা রিচার্জ করতে হবে। 50 টাকা রিচার্জ করলে 50 টাকা মূল্য ব্যালেন্স, 5 জিবি ইন্টারনেট, সর্বশেষ 50 টি এসএমএস ফ্রিতে পেয়ে যাবে।
টেলিটক বর্ণমালা সিম নিতে কি কি লাগবে
টেলিটক বর্ণমালা সিম যেন কোন গ্রহকে নিতে হলে অবশ্যই এসএসসি পাস যোগ্যতা থাকতে হবে। এবং সিম আবেদন করার পর সিম সংগ্রহ করার সময় ন্যাশনাল আইডি কার্ড সাথে করে নিয়ে যেতে হবে, 100 টাকা খরচ ফি দিতে হবে। দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
টেলিটক বর্ণমালা সিমের আবেদন করার নিয়ম
টেলিটক বর্ণমালা সিম 2 ভাবে আবেদন করা যায় এস,এম,এস মাধ্যমে এবং অনলাইন মাধ্যম, প্রথমেই আমরা জেনে নেই এসএমএসের মাধ্যমে কিভাবে টেলিটক বর্ণমালা সিমের জন্য আবেদন করতে হয়।
টেলিটক বর্ণমালা সিম এসএমএস আবেদন
টেলিটক বর্ণমালা সিম এসএমএস আবেদন করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের ম্যাসেজ অপশনে চলে যেতে হবে। এসএমএস পাঠানোর জন্য আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বার, পরীক্ষার বোর্ড, পরীক্ষার সাল, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি প্রয়োজন হবে।
মেসেজ অপশন টাইপ করতে হবে সব বড় হাতের অক্ষর
উদাহরণ হিসেবে ধরে নিলাম SSC পরীক্ষার ডিটেলস
পরীক্ষার বোর্ড : Comilla
পরীক্ষার সাল : 2018
পরীক্ষার রোল নং : 053456
মোবাইল নাম্বার যেকোনো অপারেটর : 018582747453
পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার : 0534563456
এসএমএস পাঠাবেন BOR COM 053456 2018 0534563456 018582747453 send করবেন 16222 অবশ্যই এসএমএস টেলিটক সিম থেকে পাঠাতে হবে।
প্রথমে আপনার লিখতে হবে মেসেজ অপশনে গিয়ে BOR তারপর একটি স্পেস দিবেন তারপর যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের ফাস্ট তিনটি অক্ষর ইংলিশে দিবেন। তারপর এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা দিবেন। তারপর পরীক্ষার সাল দিবেন। তারপর আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তারপর আপনার যেকোনো একটি কন্টাক্ট নাম্বার দিয়ে দিবেন। তারপর আপনাকে মেসেজ সেন্ড করতে হবে ১৬২২২ নাম্বারে
মেসেজ সেন্ড করে কিছুক্ষণ মধ্যে দেখতে পারবেন ফিরত একটি ম্যাসেজ চলে এসেছে। পরবর্তীতে আপনারা মেসেজ অপশনে লেখা থাকবে আপনার নিকটস্থ টেলিটক কাস্টম কেয়ার থেকে সাত দিনের মধ্যে টেলিটক বর্ণমালা সিম সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে যাওয়ার সময় অবশ্য একটি এনআইডি কার্ড নিজেকে হবে। এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে।
অনলাইনে টেলিটক বর্ণমালা সিমের আবেদন
অনলাইনে টেলিটক বর্ণমালা সিম আবেদন করতে হলে প্রথমেই আপনাকে টেলিটক অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন থেকে আবেদন করে নিতে হবে।
টেলিটক অফিস ওয়েবসাইট ওপেন করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে একটি ড্যাশবোর্ড চলে এসেছে। প্রথমে আপনাকে আইডি কার্ড অনুযায়ী আপনার নাম দিয়ে দিবেন। তারপর আপনি এসএসসির রোল নাম্বার, এসএসসি বোর্ড, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করে নিবেন, তারপর নিচ থেকে কাস্টমার অপারেটর সিলেট করে নিবেন। তারপর নিচে থাকতে পারবেন একটি মোবাইল নাম্বার দিবেন তারপর আবার সেই মোবাইল নাম্বারটি দিয়ে কনফার্ম করে নিবেন যে কোন অপারেটরের মোবাইল নাম্বার দিলেই হবে যোগাযোগ করার জন্য। যদি আপনি ইমেইল এড্রেস থাকে ইমেইল এড্রেস দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই।
তারপরে নিচে দেখতে পারবেন একটি ক্যাপচার রয়েছে ক্ষেত্রে কিছু সংখ্যা কিছু অক্ষর রয়েছে সেগুলো টাইপ করে দিবেন সঠিকভাবে। তারপর টিকমার্ক অপশন এ ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন।
এভাবে মূলত অনলাইনে আবেদন করতে হয়। আবেদন করার পর পিডিএফ ফাইল পেলে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রেখে দিবেন। এবং নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন যোগাযোগের সময় অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের, দুই কপি ছবি, এবং আবেদন পিডিএফ সাথে করে নিয়ে যেতে হবে।