১০ বছর মেয়াদে ইন্টারনেট প্যাক নিয়ে আসলো গ্রামীণফোন

আমরা সাধারণত এত দিন  জেনে এসেছি ইন্টারনেট প্যাক 3 দিনে 7 দিন ৩০ দিয়ন  হয়ে থাকে সচরাচর। কিন্তু সকল অপারেটরে টাসকি লাগিয়ে  গ্রামীণফোন নিয়ে আসলো দুটি প্যাক যে দুটি থাকবে ১০ বছর ইন্টারনেট এর মেয়াদ। ইন্টারনেট প্যাক দুটি হল ৪০ জিবি মেয়দ ৩৬৫০ দিন (১০ বছর) অন্যটি হলে ১৫ জিবি ১০ বছর মেয়েদ। নিচ থেকে জেনে আসি ১০ বছরের ইন্টারনেটের প্যাক গুলো সম্পর্কে । 

১০ বছর মেয়াদে ইন্টারনেট প্যাক নিয়ে আসলো গ্রামীণফোন

১৫ জিবি ইন্টারনেট  জিপি ১০ বছরে মেয়াদ দাম 

৫৪৯ টাকা দিয়ে ১৫  জিবি ইন্টারনেট প্যাক ১০ বছরের মেয়েদে আপনি কিনতে পারবেন গ্রামীণফোন অফিশিয়াল অ্যাপ থেকে My Gp অ্যাপ থেকে। 


১৫ জিবি ইন্টারনেট ১০ বছরের কিনার জন্য কিছু শর্ত মেনে আপনাকে প্যাক কিনতে হবে : ১০ বছরে মেয়েদে ১৫ জিবি ইন্টারনেট প্যাকটি কিনা যাবে জিপি মাই অ্যাপ্লিকেশন  থেকে। আপনি যেদিন ইন্টার্নেট প্যাকটি কিনবেন ঠিক ওইদিন থেকে ৩৬৫০ দিন পর্যন্ত  ইন্টারনেট প্যাকটির মেয়াদ থাকবে । 


  1. ইন্টারনেট প্যাকটি মেয়দ বা ইন্টারনেট শেষ হয়ে গেলে  অটোমেটিক রিনিউ হবে না । 
  2. যদি ইন্টারনেট মেয়দ শেষ হয়ে যায় অবশিষ্ট ইন্টারনেট কোন প্যাকের সাথে যুক্ত হবে না। 
  3. ইন্টার্নেট প্যাক অ্যাক্টিভ রাখার জন্য নিয়মিত মোবাইল রিচার্জ, এবং সিম সংযুক্ত এক্টিভ থাকবেন, 
  4. স্কিটো সিমের জন্য এই অফারটি প্রযোজ্য নয়। 



জিপি ১০ বছরের মেয়াদে ইন্টারনেট প্যাক ৪০ জিবি

১১৯৯ টাকা দিয়ে ৪০  জিবি ইন্টারনেট প্যাক ১০ বছরের মেয়েদে আপনি কিনতে পারবেন গ্রামীণফোন অফিশিয়াল অ্যাপ থেকে My Gp অ্যাপ থেকে। ৪০ জিবি ইন্টারনেট ১০ বছরের কিনার জন্য কিছু শর্ত মেনে আপনাকে পেকটিক কিনতে হবে : আপনি যেদিন ইন্টার্নেট প্যাকটি কিনবেন ঠিক ওইদিন থেকে ৩৬৫০ দিন পর্যন্ত  ইন্টারনেট প্যাকটির মেয়াদ থাকবে । 


  1. ইন্টারনেট প্যাকটি মেয়দ বা ইন্টারনেট শেষ হয়ে গেলে  অটোমেটিক রিনিউ হবে না । 
  2. যদি ইন্টারনেট মেয়দ শেষ হয়ে যায় অবশিষ্ট ইন্টারনেট কোন প্যাকের সাথে যুক্ত হবে না। 
  3. ইন্টার্নেট প্যাক অ্যাক্টিভ রাখার জন্য নিয়মিত মোবাইল রিচার্জ, এবং সিম সংযুক্ত এক্টিভ থাকবেন, 
  4. স্কিটো সিমের জন্য এই অফারটি প্রযোজ্য নয়। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url