whatsapp web login for pc,mobile। হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করার নিয়ম।
হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না এরকম লোক খুবই কম পাওয়া যাবে খুজলে। অনেক ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হয়। WhatsApp business app অথবা শুধু WhatsApp app আমার বিজনেস এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। হোয়াটসঅ্যাপ শুধু একটি মোবাইল ফোনে ব্যবহার করা যায়। চাইলে আপনি whatsapp web ব্যবহার করে একাধিক মোবাইল অথবা pc, laptop,desktop তে ব্যাবহার করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি । আজকের এই পোস্টটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে একাধিক ডিভাইসে একটি WhatsApp account ব্যবহার করতে হয়।
WhatsApp web mobile, হোয়াটসঅ্যাপ ওয়েব মোবাইলে ব্যবহার করার নিয়ম।
আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একাধিক মোবাইলে ব্যবহার করতে চান। প্রথমে যে কোন একটি ব্রাউজার সিলেক্ট করে নিন ব্রাউজার সিলেট করার পর সেই ব্রাউজারটি desktop mode on করে নিতে হবে। ডেক্সটপ মোড অন না করলে আপনি যেকোন ব্রাউজারে WhatsApp web ব্যবহার করতে পারবেন না।
desktop mood on করার পর ব্রাউজারের সার্চ দিতে হবে web.whatsapp.com,ওয়েবসাইট ওপেন করে নিতে হবে। ওয়েব QR Code চলে আসলে
আপনার হোয়াটস্যাপ এ অ্যাকাউন্ট এ চলে যান সেখানে গিয়ে থ্রি ডট লাইন ক্লিক করে link device option click করে দেন দেখবে whatsapp web Scan QR code আপশন চলে এসেছে। তারপর ব্রাউজারে QL code উপরে স্ক্যান করুন দেখবেন কিছুক্ষণ লোডিং নিয়ে আপনার অ্যাকাউন্টটি এই ব্রাউজারে একটিভ হয়ে গেছে। এভাবেই মোবাইল ফোনে web WhatsApp ব্যবহার করতে হয়।
মোবাইল ফোনে ওয়েব হোয়াটসঅ্যাপ ব্যাবহার করার জন্য যদি ব্রাউজারে WhatsApp QR Sca খুজে না পান তাহলে ব্রাউজারটি ক্লিয়ার ডাটা করে নিবেন। যে ব্রাউজারে ওয়েব হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন।
WhatsApp for web pc or laptop , হোয়াটসঅ্যাপ ওয়েব পিসি বা ল্যাপটপে ব্যবহার করার নিয়ম।
WhatsApp web for PC, WhatsApp for laptop,WhatsApp in desktop আপনি যেটাতে ব্যবহার করতে চান না কেন ব্যবহার করতে পারবে আপনার WhatsApp account । pc, laptop, desktop হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। WhatsApp app download এবং ইন্সটল করার পর।
WhatsApp app ওপেন করতে হবে। ওপেন করার পর দেখবেন WhatsApp qr code দেখা যাচ্ছে আপনি আপনার মোবাইলে WhatsApp app এর চলে যাবেন থ্রি ডট লাইন এ ক্লিক করে link device option click করে দিবেন দেখবেন WhatsApp web scan qr code চাচ্ছে scan করে pc তে কানেক্ট করে নিবেন।আপনি চাইলে web.whatsapp.com ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশনের পরিবর্তে একই সিস্টেমে qr scn করে কানেক্ট করে নিতে হবে।
গুরুত্বপূর্ণ কথা : web WhatsApp যেকোনো ব্রাউজার অথবা WhatsApp web app কানেক্ট করার পর যদি আপনার মেইন ডিভাইসে ইন্টারনেট কানেকশন চলে যায় তাহলে web WhatsApp disconnect হয়ে যাবে। সেজন্য আমাদের অল টাইম যে ডিভাইসে নাম্বার দিয়ে WhatsApp login করা সেই ডিবাইসে ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক । এবং যে ডিভাইসে web.WhatsApp.com অ্যাক্টিভ থাকবে এবং সেই ডিভাইসের ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক।