TRX কি TRON কি TRX মানে কি (TRON)
TRX কি TRON কি
TRX হলো ব্লকচেইন যা ২০১৭ সালে ডেলিগেটেড গ্রুপ অফ স্ট্যাক কনসেনসাস মেকানিজমসহ জাস্টিন সান প্রতিষ্ঠা করেছেন। সান ফ্রান্সিস এবং সিঙ্গাপুর TRX ফাউন্ডেশন নেটওর্য়াক উন্নয়ন এবং তও্বাবধান করে থাকে। TRX মূলত উদ্দেশ্য ছিলো কোন কন্টেন তৈরি কারিকে পুরস্কৃত করার জন্য কোন মধ্যস্থল ব্যবহার না করে সরাসরি নির্মাতা কে পুরস্কার দেওয়ার জন্য।
TRX মানে কি (TRON)
TRX হচ্ছে প্রজেক্ট বিকেন্দ্রীভূত ব্লকচেইন নেটওয়ার্ক TRX প্রটোকল এবং এটির নেটিভ ক্রিপ্টোকারেন্সি TRX পরিচালিত করে। বর্তমানে প্রায় ১০০০ বেশি ক্রিপ্টোকারেন্সি অথবা কয়েন রয়েছে তার মধ্যে 13 নম্বর ছেলে রয়েছে TRX। শীর্ষস্থান ধরে রেখেছে বিটকয়েন।
TRX মালিক কে??
TRX কয়েন অনেক বিনিয়োগকারীরা পোর্টফোলিওর একটি জনপ্রিয় অল্টকয়েন। ট্রন TRX ফাউন্ডেশন এবং নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা জাস্টিন সান এই মার্কেটের সবচাইতে বড় হোল্ডার এর মধ্যে একজন অন্যতম।
ট্রনের ভবিষ্যৎ কী।
ট্রন ( TRX) ক্রিপ্টোকারেন্সি কয়েনের মধ্যে ব্যাপক জনপ্রিয়। TRX ভবিষ্যৎ নির্ভর তা সাধারণত নির্ভর করবে মৌলিক বিষয়গুলো পাশাপাশি প্রযুক্তিগত দিকগুলোর উপর । TRX বৃহৎ মার্কেট ক্যাপ কয়েন হিসেবে আছে বিনিয়োগকারী এবং ট্রডারদের কাছে জনপ্রিয় হয় আছে বর্তমান সময় পর্যন্ত।
কিভাবে TRX কাজ করে।
একটি দীর্ঘমেয়াদী প্রকল্প যার যাত্রা শুরু হয় ২০১৭ সালে। TRX মাধ্যমে প্রতিষ্ঠান সাথে বহিঃসংযোগ, বহি বিন্যাস, কন্টাক্ট কন্টেন্ট তৈরি করার পুরস্কার প্রদান করে থাকে। TRX তৈরীর উদ্দেশ্য ছিল কনটেন্ট তৈরি কারিকে প্রণোদনা জন্য। যা কন্টেন কারীকে কাজের প্রতি উৎসাহিত করে। এছাড়া গেমিং শিল্প বিকেন্দ্রীকরণ জন্য এবং গেমিং ডেভলপার গেমিং প্লাটফর্ম গুলো নির্মাণের অনুমতি দেয় এবং গেমস চালু করার উপর আর্থিক ক্ষমতা গুলো অর্জন করে।
TRX (TRON) ইতিহাস
প্রদান নির্বাহী কর্মকর্তা এবং ট্রেন এর জাস্টিন সান প্রতিষ্ঠাতা।
TRON এখন পর্যন্ত চীন শীর্ষ স্থানীয় চিনা ডেভলপারদের দ্বারা সমর্থিত। তবে তাদের কর্মচারী টেকনিক্যাল দক্ষতা এবং ব্যাপক টেকনোলজির মাধ্যমে xiadong xie সদস্যদের সাথে বিনোদন শিল্প ও ইন্টারনেট কার প্রযুক্তি ব্যবহারের এবং বিকাশের অভিজ্ঞতা নিয়ে আসে।
TRON চিন ব্যবসা সম্প্রসারণে উল্লেখযোগ্য সদস্য যেমন হিটারস জুস, টাং বিন্সেন এক্স মঞ্জি,chaoyong wangb চীনের আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান এর সাথে যুক্ত রয়েছে। TRX (TRON) সব ধরনের ভার্চুয়াল মুদ্রা সঙ্গে এক্সচেঞ্জ অথবা যে কোন কয়েনের সাথে রুপান্তর করা যায়।
TRX (TRON) কোথায় থেকে কিনবেন
আপনার কাছে ETH, BTC,USDT এই কয়েনগুলো থাকলে খুব সহজেই কনভার্ট করে TRX রূপান্তর করতে পারবেন। এছাড়া বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ রয়েছে সেগুলোর মাধ্যমে একচেঞ্জ করতে পারবেন। binance, tust wallet, আরো অসংখ্য এক্সচেন্জ অ্যপ রয়েছে সেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনি TRON কিবনে পারবেন।
বিটকয়েন কি ভাবে কাজ করে-বিটকয়েন কি-বিটকয়েন এর সুবিধা অসুবিধা