অনলাইনে শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম। শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম । sure cash account open

 অনলাইনে শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম। শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম । sure cash account open 

রূপালী ব্যাংক শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর প্রতিষ্ঠাতা। শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং ধীরে ধীরে বাংলাদেশের নাগরিকের মন জয় করে নিতেছে। শিওর ক্যাশের মাধ্যমে খুব সহজে কম খরচে টাকা উত্তোলন করা যায় যা জনগণের কাছে ব্যাপক সারা ফেলেছে। আমরা অনেকেই আছি শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং একাউন্ট কিভাবে খুলতে হয় তা জানিনা। আজকের এই পোস্টটি আপনি পড়লে বুঝতে পারবেন কিভাবে শিওর ক্যাশ একাউন্ট খুলতে হয়। 

বাংলাদেশের প্রায় 2 কোটি অধিক গ্রাহক রয়েছে শিওর ক্যাশের। শিওর ক্যাশের মাধ্যমে আপনি মুহূর্তমধ্যে লেনদেন করতে পারবেন। শিওর ক্যাশের মাধ্যমে যেকোনো ধরনের বিল, মোবাইল রিচার্জ, এডুকেশন বিল,সরকারি-বেসরকারি প্রণোদনা আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। 

শিওর ক্যাশ একাউন্ট ওপেন করার নিয়ম 

ডিজিটাল মোবাইল ব্যাংকিং জনগণের কাছে খুবই জনপ্রিয়। মোবাইল থেকে মুহুর্তের মধ্যে টাকা লেনদেন করা যায় বলে গ্রাহকের কাছে বেশ জনপ্রিয়। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এর মধ্যে অন্যতম একটি মোবাইল ব্যাংকিং হলো শিওর ক্যাশ । শিওর ক্যাশ একাউন্ট খোলার জন্য আপনি দুইটি পদ্ধতি ব্যবহার করতে পারেন । 

 ১: অ্যাপ্লিকেশনের মাধ্যমে একাউন্ট ওপেন। 

২: এজেন্টের মাধ্যমে একাউন্ট ওপেন। 

এ দুটির মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল অ্যাপ্লিকেশনের মাধ্যমে একাউন্ট ওপেন। আপনি চাইলে ঘরে বসে  5 মিনিটের মধ্যে শিওর ক্যাশ একাউন্ট ওপেন করে নিতে পারেন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। 

অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম। 

শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং একাউন্ট ওপেন করার জন্য কিছু ডকুমেন্ট লাগবে যেমন এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক। এনআইডি কার্ড থাকলেই আপনি শিওর ক্যাশ একাউন্ট খুলতে পারবেন। আর এমন একটি মোবাইল নাম্বার লাগবে যে মোবাইল নাম্বার দিয়ে এখনো শিওর ক্যাশ একাউন্ট রেজিস্ট্রেশন করা হয়নি। এ দুটি ডকুমেন্ট যে কোন মাধ্যমে একাউন্ট খুলতেই প্রয়োজন হবে। 

শিওর ক্যাশ একাউন্ট ওপেন 

শিওর ক্যাশ একাউন্ট অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রি করতে হলে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে  SureCash app Download করতে হবে। 

rupali bank sure cash account opening, surecash, surecash account, sure cash, শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম, surecash একাউন্ট খোলার নিয়ম, rupali bank surecash, surecash account open, surecash app, sure cash rupali bank, উপবৃত্তির টাকা তুলার নিময়, sure cash helpline number, শিওরক্যাশ, sure cash account খোলার নিয়ম

sure cash  app download করার পর app open করবেন। তারপর দেখবেন রেজিস্ট্রেশন অথবা লগ ইন করার জন্য একটি মোবাইল নাম্বার দিতে বলতেছে। যেহেতু আমরা শিওর ক্যাশ নতুন অ্যাকাউন্ট খুলবো সেজন্য শিওর ক্যাশ একাউন্ট রেজিস্ট্রেশন করার নেই এমন একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তারপর শিওর ক্যাশের মাধ্যমে লেনদেন শুরু করা যাক অপশন এ ক্লিক করে দিব। দেখবে একটি OTP চলে আসবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে মোবাইল নাম্বার দিয়েছি সেই মোবাইল নাম্বারে OTP দেওয়া পর অটোমেটিক নেক্সটপ শুনে চলে যাবে।  তারপর আপনাকে কিছু শর্ত বালি দেখাবে শিউর ক্যাশ থেকে আপনি সহমত অপশনে ক্লিক করে দিবেন। 

rupali bank sure cash account opening, surecash, surecash account, sure cash, শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম, surecash একাউন্ট খোলার নিয়ম, rupali bank surecash, surecash account open, surecash app, sure cash rupali bank, উপবৃত্তির টাকা তুলার নিময়, sure cash helpline number, শিওরক্যাশ, sure cash account খোলার নিয়ম

তারপর আপনাকে নির্ধারিত  কিছু তথ্য দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর আমরা ক্লিক করব আপনার জাতীয় পরিচয়পত্রের (NID)ছবি তুলুন। তারপর দেখবেন আপনার এনআইডি কার্ডের ছবি তোলার অপশন চলে এসেছে ছবি তোলে নিবেন। ছবিতে যদি কোন সমস্যা হয় ক্লিয়ার বোঝা না যায় করস আইকনে ক্লিক করে নতুন করে ছবি তুলে নিবেন ছবি তোলার পর সবুজ আইকন টিক মার্ক অপশনে  ক্লিক দিয়ে দিবেন। তারপর দেখবেন NID কার্ডের পিছনের সাইটের ছবি তুলতে বলবে। পিছনের সাইডের ছবি তুলে নিবেন। 

rupali bank sure cash account opening, surecash, surecash account, sure cash, শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম, surecash একাউন্ট খোলার নিয়ম, rupali bank surecash, surecash account open, surecash app, sure cash rupali bank, উপবৃত্তির টাকা তুলার নিময়, sure cash helpline number, শিওরক্যাশ, sure cash account খোলার নিয়ম

ছবি তোলার পর দেখবেন আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন শো করতেছে সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তীতে ক্লিক করে দিবেন।  পরবর্তী ক্লিক করার পর দেখবেন আপনার কিছু ইনফরমেশন চাচ্ছে আপনি দিয়ে দিবেন। এবং আপনার একাউন্টের নমিনির নাম সম্পর্ক নমিনি মোবাইল নাম্বার নমিনির ঠিকানা দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিবেন। 

rupali bank sure cash account opening, surecash, surecash account, sure cash, শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম, surecash একাউন্ট খোলার নিয়ম, rupali bank surecash, surecash account open, surecash app, sure cash rupali bank, উপবৃত্তির টাকা তুলার নিময়, sure cash helpline number, শিওরক্যাশ, sure cash account খোলার নিয়ম

তারপর দেখবেন ছবি তোলার জন্য অনুরোধ করছে যার এনআইডি কার্ড দিয়ে শিওর ক্যাশ একাউন্ট ওপেন করছেন তার একটি ক্লিয়ার ছবি তুলতে হবে ছবি তুললে অপশনে ক্লিক করে পর্যাপ্ত আলো রেখে ছবি তুলোন। ছবি ঠিকঠাক তোলা হলে টিক মার্ক অপশনে ক্লিক করে পরবর্তীতে চলে যান। তারপর শিওর ক্যাশ একাউন্ট পিন সেটআপ করে নিন প্রথমে চার সংখ্যার একটি পিন দিন। পুনরায় অবশ্যই পিন নিচে দিয়ে পিন সেট আপ করুন অপশনে ক্লিক করুন ।

rupali bank sure cash account opening, surecash, surecash account, sure cash, শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম, surecash একাউন্ট খোলার নিয়ম, rupali bank surecash, surecash account open, surecash app, sure cash rupali bank, উপবৃত্তির টাকা তুলার নিময়, sure cash helpline number, শিওরক্যাশ, sure cash account খোলার নিয়ম

তারপর দেখবেন আপনার একাউন্টের সকল তথ্য শো করতেছে যদি কোন কিছু ভুল থাকে তা সঠিকভাবে পূরণ করে নিন। সবকিছু ঠিকঠাক থাকলে নিচে চলে যাবেন। দেখবেন একটি অপশন রয়েছে সেখানে ক্লিক  দিয়ে দিবেন। এবং উপরের সকল তথ্য সঠিক অপশনে ক্লিক করে দিবেন। দেখনে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে। 

Congratulations!

Your registration is successful and account is active now. 019081423**-1 is your wallet number.

- Rupali Bank SureCash.

 আপনাকে মোবাইলের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার একাউন্ট একটিভ হয়েছে কিনা। 

 শিওর ক্যাশ দেখার কোড

এজেন্টের মাধ্যমে শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম 

এজেন্টের মাধ্যমে শিওর ক্যাশ একাউন্ট খোলা প্রথমে আপনাকে শিওর ক্যাশ এজেন্ট নিকট চলে যেতে হবে 

  • শিওর ক্যাশ এজেন্ট এর কাছে গিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট ফটোকপি দিতে হবে। 
  • শিওর ক্যাশ এজেন্ট আপনাকে একটি ফরম দিবে ফরমটি সঠিকভাবে পূরণ করে নিবেন। 
  • ফরম পূরণ করার পর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে দিতে হবে 
  • বাকিয়া যে সমস্ত তথ্য পূরণ করার বাকি থাকবে সেগুলো এজেন্ট পূরণ করে নিবে। 
  • চার সংখ্যার পিন আপনাকে সেটআপ করে নিতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url