Nid password forget। nid card password reset । এনআইডি কার্ড পাসওয়ার্ড ভুলে গেলে
Nid password forget। nid card password reset । এনআইডি কার্ড পাসওয়ার্ড ভুলে গেলে
আমরা সাধারণত এনআইডি কার্ড ডাউনলোড অথবা অনলাইনে সংশোধন করার জন্য services.nidw.gov.bd সাইটে রেজিস্ট্রেশন করে থাকি। যদি আপনি রেজিস্ট্রেশন করা পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে সে পাসওয়ার্ড ফরগেট করবেন অথবা পুনরুদ্ধার করবেন আজকে আলোচনা করব।
nid card websit password forget
এনআইডি কার্ডের একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ড বের করার জন্য অথবা নতুন পাসওয়ার্ড তৈরি করার জন্য প্রথমে আমাদের services.nidw.gov.bd সাইটে নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে। নতুন করে রেজিস্ট্রেশন করলেই আপনি নতুন করে পাসওয়ার্ড সেটআপ করে নিতে পারবেন। কারণ পাসওয়ার্ড ফরগেট আর নতুন করে রেজিস্ট্রেশন করা একই ভাবে করতে হয়। পাসওয়ার্ড ফরগেট অপশনে ক্লিক করলে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে। নতুন করে রেজিষ্ট্রেশন করে আবার নতুন পাসওয়ার্ড সেট আপ করে নিতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় জেনে নেই ।
জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইটে প্রথমে আমাদের ওপেন করে নিতে হবে তারপর রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করে দিতে হবে
- জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জাতীয় পরিচয় পত্র যে দিন মাস সাল দেওয়া আছে তা দেখে আমাদের পূরণ করতে হবে তারপর ওয়েবসাইটের শো করা কোড লিখে সাবমিট করতে হবে নেক্সট অপশন আসার পরে
- আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের সাইডে যে ঠিকানা দেওয়া আছে দেখে পূরণ করতে হবে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা পুরন করার পর সাবমিট অপশনে ক্লিক করার পর
- আপনার মোবাইল নাম্বার দেখাচ্ছে যদি আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চান মোবাই পরিবর্তন ক্লিক করে নাম্বারটি পরিবর্তন করে নিবেন আর যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারটি রাখতে চাইলে বার্তা পাঠান এখানে ক্লিক করুন
- বার্তা পাঠানোর পর দেখবেন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপি বহাল বহাল অপশনে ক্লিক করবেন
- তারপর আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনের ডাউনলোড করার পরে
- অ্যাপ্লিকেশনটি ওপেন করে স্ক্রিন করুন আপনি যেখানে আপনার এনআইডি কার্ড ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ছিলেন
- স্ক্যান করার পর আপনার সামনের ছবি এবং আপনার মুখমন্ডল বাম সাইড এবং ডান সাইডে ঘুরাবেন অবশ্যই মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে স্ক্রিন করার পরে দেখবেন আপনার এনআইডি কার্ড ছবি শো করতেছে
- তারপর আপনাকে বলবে পাসওয়ার্ড সেট করুন
- এখন আপনি নতুন করে আপনার এনআইডি কার্ড ওয়েবসাইট এর পাসওয়ার্ড টা সেট আপ করে নিতে পারবেন। এভাবেই মূলত এনআইডি কার্ডের পাসওয়ার্ড ভুলে গেলে নতুন করে পাসওয়ার্ড সেট আপ করে নিতে হয়।