ফেসবুক মেসেঞ্জার পিসি অথবা ডেস্কটপ ব্যবহার করুন Facebook Messenger App use desktop or laptop
how to use Facebook Messenger desktop or laptop। কিভাবে ফেসবুক মেসেঞ্জার পিসি অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপে ব্যবহার করবেন।
কিভাবে আপনারা Facebook Messenger desktop ব্যবহার করবেন পুরো বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি না জানেন কিভাবে Facebook Messenger Pc or laptop ব্যবহার করতে হয় পোস্টটি ভাল করে পড়লেই বুঝতে পারবেন।
ফেসবুক মেসেঞ্জার পিসিতে ব্যবহার করে আপনি মোবাইলের মত সকল ফিচারস গুলো ব্যবহার করতে পারবেন। ভয়েজ মেসেজ পাঠানোর থেকে শুরু করে ইমেজ ভিডিওসহ অডিও এবং ভিডিও কলে কথা বলতে পারবেন পিসি অথবা ডেক্সটপবে Facebook message app ব্যাবহার করে।
Fb messenger ডেক্সটপ অথবা ল্যাপটপের ব্যবহার করতে হলে প্রথমে আমাদের Facebook messenger exe App dowbload করে নিতে হবে।
messenger App exe downloa করে app ওপনে করতে হবে
তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি messenger App লগইন করতে হবে যদি আপনি সরাসরি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে চান তাহলে sign in phone or email ক্লিক করে দিবেন।
দেখবেন লগইন অপশন চলে এসেছে। তারপর আপনার ইমেইল এড্রেস অথবা মোবাইল নাম্বার এবং ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।
আপনি চাইলে সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্রাউজারে লগইন করে ফেসবুক ম্যাসেঞ্জার ইউজ করতে পারেন pc তে। সেজন্য
আপনাকে প্রথমেই sign un with Facebook অপশনে ক্লিক করে দিতে হবে। দেখবেন open messenger Desktop লেখা চলে এসেছে। তারপর ক্লিক করে দিবেন। দেখবেন আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন হয়ে গেছে।
এখন আপনি মোবাইলের মত ফেসবুক মেসেঞ্জার Desktop অথবা পিসি অথবা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন