E-Tin username and password Forget টিন ইউজারনেম এবং পাসওয়ার্ড ভুলে গেলে
E Tin username and password Forget টিন ইউজারনেম এবং পাসওয়ার্ড ভুলে গেলে
আমরা অনেকেই আছি e-tin certificate নেওয়ার জন্য secure.incometax.gov.bd ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করে থাকি। সেখানে রেজিস্ট্রেশন করার পর আপনার একটা E-Tin website username and password তৈরি করে থাকি। কিছুদিন পর লগইন করতে গেলে দেখা যায় আমরা ইউজারনেম ও পাসওয়ার্ড যেকোনো একটি ভুলে যাই। অথবা আপনি যদি e tin certificate username and password দুইটা ভুলে যান তাহলে কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড রিকভারি করবেন আজকের এই পোস্টটিতে দেখাবো।
আপনি যদি ই টিন সার্টিফিকেট ইউজারনেম এবং পাসওয়ার্ড দুইটা ভুলে যান।তাহলে প্রথমে আমাদের e tun certificate username reset করে নিতে হবে তারপর আমরা ই টিন সার্টিফিকেট পাসওয়ার্ড রিসেস্ট করে নিবো।
E Tin username recovery, tin username forget bangladesh username forget tin,
ই টিন সার্টিফিকেট ইউজারনেম রিকভারি করার জন্য প্রথমে আমাদের secure.incometax.gov.bd সাইটে চলে যেতে হবে।
ওয়েব সাইট ওপেন করার পর forget password নামে একটি অপশন রয়েছে সেই tin forget password ক্লিক করে দিব।
ফরগেট পাসওয়ার্ড ক্লিক করার পর। আমরা tin forget my username ক্লিক করে দিব। তারপর নেক্সট অপশনে চেপে দেবো।
এখন আপনাকে tin certificate website registration করার সময় আমরা যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ছিলাম সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবো ওপরে খালি ঘরে। আর দেশ, আপনি যে দেশ থেকে রেজিস্ট্রেশন করেছেন সে দেশের সিলেট করে নিবে। নিচে দেখতে পারবেন verification letters ওই জায়গায় আপনাকে উপরে যে ক্যাপচার থাকবে সেই ক্যাপচাটি পূরণ করে দিবেন বড় হাতের অক্ষরে। তারপর নেক্সট অপসন এ ক্লিক করে দিবেন।
দেখবেন নতুন একটি অপশন চলে এসেছে what is your favourite teams অথবা আপনি e-tin সার্টিফিকেট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় একটি সিকিউরিটি কোশ্চেন দিয়েছিলেন সেই সিকিউরিটি কোশ্চেন এখানে দিয়ে দিবেন। অবশ্যই সিকিউরিটি কোশ্চেন একাউন্ট রেজিস্ট্রেশন করার সময় বড় হাতের দিয়ে থাকলে বড় হতে দিতে হবে আবার ছোট হাতের যদি দিয়ে থাকেন তাহলে ছোট হাতের অক্ষর দিতে হবে। favourite question দেওয়ার পর send me password অপশনে ক্লিক করে দিবেন।
দেখবেন নতুন একটি অপশন চলে এসেছে। দেখবেন type your verification code, ই-টিন সার্টিফিকেট এর রেজিস্ট্রেশন করার সময় আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। খালি গড়ে ওঠে পিঠে বসিয়ে নিচে দেখবেন type your mobile number একাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি খালি ঘরে দিয়ে দিয়ে submit option click করে দিবেন।
সাবমিট ক্লিক করার পর দেখবেন আপনার ইউজারনেম টি শো করতেছে। আমরা ইউজারনেম টি পেয়ে গেলাম এখন এখন ইউজারনেম দ্বারা আমরা পাসওয়ার্ডটি ফরগেট করে নিব।
tin certificate password forget bangladesh , tin certificate password reset bd, password reset in certificate
এখন আমরা forget password click করবো তারপর forget my password অপশন এ ক্লিক করে দিবো।
তারপর আমরা যেই ইউজারনেম রিকভারি করলাম সেই ইউজারনেম টি খালি ঘরে বসিয়ে দিবো।নিচ থেকে ভেরিবিসন কোডটি লিখে দিবো। নেক্সট অপশনে ক্লিক করে দিবেন
তারপর দেখবেন আপনার যে মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করা সে মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে ওটিপি বসিয়ে দিবেন। তারপর আমাদের recovery my account অপশন এ ক্লিক করে দিবেন
তারপর আমাদের নতুন করে পাসওয়ার্ড সেটআপ করার জন্য খালি ঘর দিয়ে দিয়েছে। এখন আপনি নতুন করে পাসওয়ার্ড সেটআপ করে নিবেন। উপরে প্রথম পাসওয়ার্ড দিবেন তারপর কনফার্ম করার জন্য আবার নিচে পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এভাবে মূলত টিন সার্টিফিকেট এর পাসওয়ার্ড এবং ইউজারনেম রিসেট করতে হয়।
আপনার যদি ইউজারনেম যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সে মোবাইল নাম্বার এবং ফেভারিট কোশ্চেন। এগুলো কিছু যদি মনে না থাকে তাহলে ইউজারনেম এবং পাসওয়ার্ড কিভাবে রিকভারি করবেন সেটা জেনে নিন।
ইউজারনেম, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, এগুলো আপনার মনে না থাকতে পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সে এনআইডি কার্ড সেই অবশ্যই আপনার মনে রয়েছে।
যদি সেই আইডি কার্ড নাম্বারটি মনে থাকে তাহলে ইউজারনেম এবং পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। সেজন্য প্রথমে আপনাকে 09611-777111 or 333 এই নাম্বারে কল দিয়ে তাদের কাছে শেয়ার করতে হবে আমার ইউজারনেম ও পাসওয়ার্ড সবকিছু ভুলে গেছি। তারপর উনারা আপনার কাছ থেকে যানতে চাইবে আপনি কোন NID Card দিয়ে রেজিস্ট্রেশন করছেন সে NID Card নাম্বার টি জানতে চাবে এবং কিছু তথ্য ভেরিফাই করবে আপনি সকল ইনফরমেশন সঠিক ভাবে দিয়ে দিবেন। সব কিছু ইনফরমেশন সঠিকভাবে দিলে তারা আপনাকে ইউজার নেম এবং মোবাইল নাম্বারটি বলে দিবে। তখন আপনি ইউজারনেম এবং মোবাইল নাম্বারটি পেয়ে যাবেন। তারপর আপনি ইউজারনেম দাঁড়া আপনার অ্যাকাউন্টের রিকভারি করে নিতে পারবেন উপরে বলা রয়েছে কিভাবে পাসওয়ার্ড রিকভারি করতে হয়।