driving licence check 2022 এসএমএস ড্রাইভিং লাইসেন্স চেক। ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম
এসএমএস ড্রাইভিং লাইসেন্স চেক। ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম driving licence check 2022
একটা সময় ছিল যখন আমরা নির্দিষ্ট বিআরটিসিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে আসার সময় একটি ডেলিভারি স্লিপ দিয়ে দিত। সে স্লিপে রেফারেন্স নম্বর থাকতো সেই রেফারেন্স নাম্বার দ্বারা আমরা এসএমএসের মাধ্যমে আমাদের ড্রাইভিং লাইসেন্স টা কি অবস্থায় আছে আমরা জানতে পারতাম।
driving licence check SMS, thank you for your SMS
কিন্তু বর্তমানে ২০২২ শুরুতেই আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে থাকেন। তাহলে সে ড্রাইভিং লাইসেন্স কি অবস্থানে আছে সেটা এসএমএসের মাধ্যমে জানতে পারবেন না। কেন এবং কি কারনে এসএমএস অথবা অনলাইনে জানতে পারবেন না। তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো
এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক ১২/৩০/২১ সালের আগে চেক করা যেত কিন্তু বর্তমানে ২০২২ সালে শুধু দিকে বিআরটিসি এসএমএস সার্ভিস এবং অনলাইন সার্ভিস দুটি অফ করে দিয়েছে। তাই ড্রাইভিং লাইসেন্স কি অবস্থায় আছে তা জানতে হলে আপনার যেই ডেলিভারি স্লিপ রয়েছে । সেই স্লিপ নিয়ে আপনাকে চলে যেতে হবে আপনার যে নির্ধারিত শাখায়। সেখানে থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন সেখানকার কর্মকর্তার কাছে রেফারেন্স নাম্বার ধারা জেনে নিতে পারবেন কি অবস্থায় আছে আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন।
এখন ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে
ড্রাইভিং লাইসেন্স চেক এসএমএস চেক
একটা সময় ছিল ওই সময় আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদনের রেফারেন্স নাম্বারটি দিয়ে এসএমএস পাঠাতেন আমাদের ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চলে আসতো । কিন্তু বর্তমানে আপনি যদি এসএমএস পাঠান thank you for your SMS ঠিক এরকম একটি রিপ্লাই চলে এসবে। এর মানে বিআরটিসি এসএমএস সার্ভিসটি অফ করে দিয়েছে। আমরা আগে এসএমএস পাঠালাম ঠিক এভাবে
DL<speech> you refer number send 26969 number
DL DM3NP90534 26969 number
ঠিকই এই ভাবে আমরা এসএমএস পাঠিয়ে আমাদের ড্রাইভিং লাইসেন্স কি অবস্থায় আছে জানতে পারতাম। কিন্তু বর্তমানে যদি আপনি এভাবে এসএমএস পাঠান তাহলে আর কোন রিপ্লে আসবেনা শুধু একটাই লেখায় আসবে। thank you for your SMS।
আশা করি বুঝতে পারছেন কি কারনে এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করা যাচ্ছে না।