স্বরবর্ণ কাকে বলে।স্বরবর্ণ কত প্রকার ও কি কি। স্বরবর্ণ কয়টি

স্বরবর্ণ কাকে বলে।স্বরবর্ণ কত প্রকার ও কি কি। স্বরবর্ণ কয়টি 

স্বরবর্ণ কিস্বরবর্ণ কাকে বলেস্বরবর্ণ কত প্রকারস্বরবর্ণ প্রকারভেদযৌগিক স্বরবর্ণ মৌলিক স্বরবর্ণ সকল বিষয়বস্তু জানতে পারবেন এই পোস্ট থেকে।

এর আগের পোস্টে থেকে আমরা জেনেছি ব্যঞ্জনবর্ণ সম্পর্কে। আজকের এই পোস্ট থেকে আমরা জানবো স্বরবর্ণ নিয়ে

আমরা বাঙালি নিজেদের ভাষায় যদি ঠিকমত না জানি তাহলে কিভাবে হবে। তাই আজকের এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণ কি, স্বর বর্ণে কি কি সমস্ত কিছু। 

স্বরবর্ণ কাকে বলে।স্বরবর্ণ কত প্রকার ও কি কি। স্বরবর্ণ কয়টি

স্বরবর্ণ কাকে বলে 

স্বরবর্ণ হচ্ছে যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হয় তাকে স্বরবর্ণ বলা হয়। অর্থাৎ ধ্বনির লিখিত রূপটিকে বর্ণ বলে। বাংলা ব্যাকরণ এ দুই ধরনের ধ্বনি ব্যবহার করা হয়ে থাকে। সেগুলো হলো 

  • স্বরধ্বনি 
  •  ব্যঞ্জনধ্বনি 

আর এই  স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ। 

উদাহরণ হিসেবে  বলা যায় আপনি যে সকল বর্ণের  সাহায্যে কথা বলেন সেটি হল স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। আর স্বরধ্বনি লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ। 

স্বরবর্ণ কয়টি 

বাংলা ভাষায় স্বরবর্ণ মোট সংখ্যা ১১ টি নিচে স্বরবর্ণ গুলো দেওয়া হল। 

অ,আ,ই,ঈ,উ,ঊ,ঋ,এ,ঐ,ঔ,ও,


স্বরবর্ণ কত প্রকার এবং কি কি 

স্বরবর্ণ দুই প্রকার 

  • যৌগিক স্বরধ্বনি 
  • মৌলিক স্বরধ্বনি 

মৌলিক স্বরধ্বনি কাকে বলে 

যেসকল স্বরধ্বনি কে বিশ্লেষণ করা সম্ভব নয় সে গুলোকে মৌলিক স্বরধ্বনি বলে।

বাংলা বর্ণমালার মোট মৌলিক স্বর বর্ণের সংখ্যা  ৭ টি অ, আ,ই, উ,আ্য,এ,ও এই ৭ টি বর্ণ কে মৌলিক স্বরবর্ণ। 

যৌগিক স্বরধ্বনি কাকে বলে

পাশাপাশি দুটি স্বরধ্বনি এক অক্ষর হিসেবে যখন উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে 

বাংলা বর্ণমালার মোট যৌগিক স্বর বর্ণের সংখ্যা ২ টি। ঐ,ঔ এই দুইটি বর্ন কে যৌগিক স্বরবর্ণ বলা হয়। 

ইংরেজিতে স্বরবর্ণ কয়টি 

বাংলাতে যেমন স্বরবর্ণ রয়েছে ঠিক তেমনি ইংরেজিতে স্বরবর্ণ রয়েছে বাংলা স্বরবর্ণ  সংখ্যা যেমন এগারটি। কিন্তু ইংরেজিতে স্বর বর্ণের সংখ্যা একটু কম ৫ টি A,E,L,O,U। ইংরেজিতে স্বরবর্ণ কে বলা হয় Vowel. 

আশা করি আপনি স্বরবর্ণ কাকে বলে স্বরবর্ণ কয়টিস্বরবর্ণ কি কিস্বরবর্ণ কাকে বলে ও স্বর বর্ণের  প্রকারভেদ। সব কিছু সম্পর্কে জেনে গেছেন আপনার যদি কোন মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url