রকেট থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম। রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।

রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম। 


আজকে এই পোস্টে ডাচ বাংলা ব্যাংক রকেট থেকে  বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই আপনি যদি রকেটে বিদ্যুৎ বিল দিতে চান এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। 

আমাদের মধ্যে অনেকেই আছে রকেট এর মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু নিয়ম না জানা থাকায় পারছেন না। তাই আপনাদের সুবিধার্থে আজকের এই পোস্টটি লেখা হয়েছে। আপনি চাইলে এখান থেকে সকল ধরনের বিদ্যুৎ বিল দেওয়া সম্পর্কে জানতে পারবেন। 

রকেট এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা খুব সহজ বিষয়। তবে রকেট থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য রকেট অ্যাপ ব্যবহার করে পরিশোধ করা তুলনামূলক সহজ। কারণ অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবে। 

রকেট থেকে  বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম। রকেটেরকেট থেকে বিদ্যুৎ বিল রিচার্জ। রকেট থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম।  বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।

রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

বর্তমান সময়ে ঘন্টার পর ঘন্টা ব্যাংকের লাইনে না দাঁড়িয়ে আপনার হাতে থাকায় স্মার্টফোনের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তাই আপনি চাইলে ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ গ্রাহকই জানেনা বিকাশ,রকেটনগদ,উপায় মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। রকেট এর মাধ্যমে প্রিপেড পোস্টপেড বিদ্যুৎ বিল দেওয়া যায়। 

কিন্তু বর্তমানে শুধু পল্লী বিদ্যুৎ পোস্ট পেড বিদ্যুৎ বিল দেওয়া যাচ্ছে রকেট থেকে । তাছাড়া রকেট থেকে আরো DESCO,DPDC,NESCO আরো কয়েক ধরনের বিদ্যুৎ কোম্পানি বিদ্যুৎ বিল দেওয়া যায়। বিদ্যুৎ বিল ২ ধরনের হয়ে থাকে প্রিপেইড বিদ্যুৎ বিল, পোস্ট পেড বিদ্যুৎ বিল। ২টি বিদ্যুৎ বিল  দেওয়ার নিয়ম আলাদা আলাদা 

রকেট থেকে বিদ্যুৎ বিল রিচার্জ। রকেট থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম। 

  • প্রথমেই আপনাকে রকেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। 
  • রকেট অ্যাপ ওপেন করার পর দেখবেন Bill pay অপশন রয়েছে ক্লিক করে দিবেন। 
  • তারপর আপনার কাঙ্খিত যে প্রিপেইড বিদ্যুৎ বিল কোম্পানি রয়েছে তা উপর থেকে সার্চ দিয়ে খুঁজে নিবেন। 
  • তারপর আপনার প্রিপেইড বিদ্যুৎ বিলের একাউন্ট নাম্বার রেফারেন্স নাম্বার,মিটার নাম্বার বসিয়ে দিবেন। এবং কত টাকা রিচার্জ করবেন সে টাকার পরিমাণটা বসিয়ে দিবেন। 
  • যদি আপনার নিজের বিদ্যুৎ বিল হয় self bill আর যদি অন্য কারো বিদ্যুৎ বিল হয় তাহলে other bill অপশন সিলেক্ট করে নিবেন। 
  • তারপর VALIDATE অপশনে ক্লিক করে দিবেন 
  • তারপর আপনার রকেট একাউন্টে গোপন পিন নাম্বার দিয়ে টেপ করে ধরে রাখুন রিসার্চ কমপ্লিট হয়ে যাবে। 

এভাবেই রকেট একাউন্ট থেকে প্রিপেইড যেকোনো বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়। 


রকেট থেকে পোস্টপেড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম। পল্লী বিদ্যুৎ পরিশোধ করার নিয়ম 

  • প্রথমেই আপনাকে রকেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। 
  • রকেট অ্যাপ ওপেন করার পর দেখবেন Bill pay অপশন রয়েছে ক্লিক করে দিবেন। 
  • তারপর আপনার কাঙ্খিত যে পোস্টপেড  বিদ্যুৎ বিল কোম্পানি রয়েছে তা উপর থেকে সার্চ দিয়ে খুঁজে নিবেন। 
  • তারপর পল্লীবিদ্যুৎ হলে এসএমএস একাউন্ট নাম্বার দিবেন। যদি অন্য কোন কোম্পানি বিদ্যুৎ বিল হয়ে থাকে তাহলে একাউন্ট কাস্টমার নাম্বার দিবেন। 
  • তারপর বিদ্যুৎ বিলের বৎসর এবং মাস সিলেক্ট করে নিবেন। \
  • যদি আপনার নিজের বিদ্যুৎ বিল হয় self bill আর যদি অন্য কারো বিদ্যুৎ বিল হয় তাহলে other bill অপশন সিলেক্ট করে নিবেন। 
  • তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার বিদ্যুৎ বিল কত টাকা এসেছে সেটা শো করতেছে। তারপর ok ক্লিক করে দিবেন। 
  • তারপর আপনার রকেটের গোপন পিন নাম্বার দিয়ে টেপ করে ধরে রাখুন যেকোনো পোস্ট পেড বিদ্যুৎ বিল দেওয়া কমপ্লিট হয়ে যাবে। 



তবে রকেট থেকে পোস্ট পেড বিদ্যুৎ বিল দেওয়ার জন্য অবশ্যই যেই মাসের বিদ্যুৎ বিল দিবেন যদি বিদ্যুৎ বিলের টাইম যদি পার হয়ে যায় সেই মাসের বিদ্যুৎ বিল আর দিতে পারবেন না। পরবর্তী মাসের বিদ্যুৎ বিল আসলে সেই বিদ্যুৎ বিল সহ বর্তমান বিদ্যুৎ বিল দিতে পারবেন।

আরো পড়ুন..,..

নগদে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম

রকেট থেকে  বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url