মোবাইল কি, কে মোবাইল আবিষ্কার করে, কতো সালে, স্কিন টাচ মোবাইল কে আবিস্কার করে
এন্ড্রয়েড মোবাইল কত সালে আবিষ্কার হয়। মোবাইল আবিষ্কার ইতিহাস, মোবাইল ফোনের জনক কে, বিশ্বের সর্বপ্রথম মোবাইল কোম্পানির নাম কি
বর্তমান সময়ে স্মার্ট ফোন ব্যবহার করে না এরকম লোক খুঁজলে খুবই কম পাওয়া যাবে। মানুষের জীবনে একটি বিশেষ অংশ হয়ে উঠেছে এ যুগের স্মার্টফোনগুলো।
আজকের এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন মোবাইল ফোন সর্বপ্রথম কে আবিষ্কার করে,মোবাইল কত সালে আবিষ্কার হয়, স্কিন টাচ মোবাইল কবে আবিষ্কার হয় মোবাইল ফোনের ইতিহাস জানতে পারবেন সমস্ত ইনফর্মেশন জানতে পারবেন এখান থেকে তার জন্য আপনাকে কষ্ট করে একটু পোস্টটা মনোযোগ দিয়ে পড়তে হবে।
মোবাইল ফোন কি
মোবাইল ফোন হচ্ছে এমন একটি ওয়ারলেস ডিভাইস যার মাধ্যমে একজন ব্যবহারকারী তথ্য আদান প্রদান খুব দ্রুত করতে পারে অন্য একটি মোবাইল ফোনের মাধ্যমে। বর্তমানে মোবাইল ফোন গুলো তথ্য আদান-প্রদান থেকে শুরু করে, ভিডিও কল অডিও কল চ্যাটিং, ইন্টার্নেট ব্রাউজিং, লোকেশন ট্রাক ইত্যাদি ইত্যাদি করা যায়।
MOBILE এর পূর্ণরূপ কি
M- Modifled O- Operation B- Byte I- Integration L- Limited E- Energy
মোবাইল ফোন কে আবিষ্কার করে কত সালে
মোবাইল ফোন প্রথম আবিষ্কার করেন মার্কিন কুপার Martin Kupar, নামে একজন ব্যক্তি । তিনি এমরিকার ইঞ্জিনিয়ার 3 April 1973 সালে সর্বপ্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন এবং সেই মোবাইল কোম্পানির নাম ছিল মোটরওয়ালা। বিশ্বের সর্বপ্রথম মার্কিন কুপার যেই মোবাইল ফোন কে আবিষ্কার করেন সে মোবাইল ফোনটির ওজন ছিল দুই কেজি । সে মোবাইলটি দিয়ে 30 মিনিট কথা বলার জন্য 10 ঘন্টা চার্জ দিতে হতো। তার দশ বছর পর 1983 সালে বাণিজ্যিকভাবে মোটরওয়ালা মোবাইল কোম্পানি সাধারণ মানুষের জন্য মোবাইল তৈরি করা শুরু করে।
সর্বপ্রথম বাজারে আসা মোবাইলের মডেল মার নাম কি
সর্বপ্রথম মটরওয়ালা মোবাইল কোম্পানি মোবাইল ফোন বাজারজাত করার জন্য যে ফোনটি তৈরি করে সেই মোবাইল ফোনের মডেল হচ্ছে Motorola DynaTAC 8000x । ওই সময় বাংলাদেশের টাকায় মোবাইলটির মূল্য ছিল ২ লক্ষ ৯৫ হাজার ৬৬৯ টাকা। এবং সে মোবাইলফোনটি 30 কন্টাক নাম্বার সেভ করা যেত 10 ঘন্টা চার্জ দিয়ে 30 মিনিট কথা বলা যেত।
স্কিনটাচ মোবাইল আবিষ্কার করেন কে
স্টিভ জবস।
স্টিভ জবস যুক্তরাষ্ট্রের স্বনামধন্য উদ্যোক্তা এবং প্রযুক্তি উদ্ভাবক। স্টিভ জবসকে নিজস্ব কম্পিউটারের পথিকৃৎ বলা হয়। স্টিভ জবস, স্টিভ উজনিয়াক এবং রোনালদো ওয়েল তারা তিনজন একসাথে মিলে 1976 সালে এপেল কম্পিউটার প্রতিষ্ঠা করে। স্টিভ জবস আ্যপেল ইনকর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।
আমেরিকার IBM ও Bolself এই দুই মোবাইল কোম্পানি মিলে সর্বপ্রথম টাচস্ক্রিন মোবাইল আবিষ্কার করে। যদিও আজকে এই কোম্পানিগুলো খুজলে পাওয়া যাবে না যদি এই দুই কোম্পানির মিলে টাচ মোবাইল আবিষ্কার না করত তাহলে আজকে আমরা প্রযুক্তির দিক দিয়ে কতটা পিছিয়ে থাকতাম একবার ভেবে দেখুন। এই দুই কোম্পানির মিলে সর্বপ্রথম যে স্কিন টাচ মোবাইল ফোন কে আবিস্কার করে সে মোবাইল টির নাম দেওয়া হয়েছিল IBM Simon। টাচ মোবাইলের সর্বপ্রথম তৈরি করা হয় 1992 সালে। মোবাইলটি তৈরি করে দুই বছর পর 1994 সালে বাজারকরণ করা হয়। সর্বপ্রথম যে টাচস্ক্রিন মোবাইলটি আবিষ্কার করা হয় সেই মোবাইলি simon নাম দেওয়া কারন হলো মোবাইল টি দেখতে সাধারণ ছিল আর simon মানে সাধারণ। এই মোবাইলটির মাধ্যমে লেখা, ছবি, ক্যালেন্ডার, আঁকা ,ফ্যাক্স ইত্যাদি সাধারণ বিষয়গুলো ছিল এই মোবাইলে তাই নাম দেওয়া ছিল সাধারণ।
বিশ্বের সর্বপ্রথম কে মোবাইল দিয়ে কথা বলে
বিশ্বের সর্বপ্রথম যে মোবাইল ফোন আবিষ্কার করে মার্কিন কুপার 3 April 1973 সালে তারে বন্ধু জুয়েল ইঙ্গল দুজনের কথা বলে।
মোবাইল ফোন কিভাবে কাজ করে।
মোবাইল ফোন এক ধরনের 2 way radio যার একদিকে থাকে ট্রান্সমিটার আর অপরদিকে থাকে রিসিভার রেডিও। আপনি যদি মোবাইল দিয়ে টাইপ করার জন্য কোন অক্ষর উপর ক্লিক করেন তাহলে ওই অক্ষরটি আপনার সামনে উঠবে। একটু সহজ করে বলি আপনি যদি কোন ব্যক্তি কে ফোন করেন তাহলে প্রথম আপনার আওয়াজটি ইলেকট্রিক সিগন্যাল এ পরিবর্তন হয়ে সেই সিগন্যালটি অন্যজনের মোবাইল ফোনে পাঠানো হয়। আরে সিগন্যালটি কি radio waves ও বলা হয়ে থাকে।
টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে।
ড.সামুয়েল হান্ট।
আশাকরি উপরে থেকে ইতিমধ্যে জেনে গেছেন মোবাইল ফোন কে আবিস্কার করে। সর্বপ্রথম কে মোবাইল ফোন আবিষ্কার করে। যে মোবাইল ফোন আবিষ্কার করে তার নাম কি। মোবাইল ফোন কি। মোবাইল ফোন কিভাবে কাজ করে। মোবাইল ফোন দিয়ে সর্ব প্রথম কে কথা বলে। স্কিন টাচ মোবাইল কি। টাচস্ক্রিন মোবাইল কে আবিস্কার করে।
আপনার যদি কোন মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যা থেকে আমরা অনুপ্রেরণা ও আরো লেখার উৎসাহ পাবো।
আরো পড়ুন .......