ট্রেড লাইসেন্স করার নিয়ম। ট্রেড লাইসেন্স কোথায় থেকে করবেন এবং খরচ কত
ট্রেড লাইসেন্স কি। কোন কোন ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগবে। ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগবে। ট্রেড লাইসেন্স কোথায় থেকে করতে হবে। ট্রেড লাইসেন্স করতে কতদিন সময় লাগে। সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব
ট্রেড লাইসেন্স কি
ট্রেড একটি ইংরেজী শব্দ যার অর্থ হলো ব্যবসা। অর্থাৎ ব্যবসার জন্য যে লাইসেন্স করা হয় তাকে ট্রেড লাইসেন্স বলে। trade licence registration
কোন ধরনের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স লাগবে
যে কোন ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স প্রয়োজন হয় হোক সেটা ছোট আকারের ব্যবসা অথবা বিশাল ব্যবসা। যে কোন ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক। গ্রামে অথবা শহর এলাকায় যে জায়গায় ব্যবসা করতে চান অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্স ছাড়া আপনি ব্যবসা পরিচালিত করলে সেই ব্যবসা অবৈধ হিসেবে গণ্য হবে। অবশেষে বলাই যায় বাংলাদেশের যেকোনো জায়গায় যেকোনো ধরনের ব্যবসা করতে হলে ট্রেড লাইসেন্স আবশ্যক।
ট্রেড লাইসেন্স করতে কি কি লাগে
- ভোটার আইডি কার্ড /জন্ম নিবন্ধন সার্টিফিকেট যেকোনো একটি।
- পাসপোর্ট সাইজের ছবি
- দোকানের বা ব্যবসা প্রতিষ্টান ভাড়ার চুক্তিপত্র কাগজ। অথবা যদি নিজের দোকান হয়ে থাকে সে জাগার কাগজ ফটোকপি এক কপি।
ট্রেড লাইসেন্স কোথায় থেকে করবেন
আপনার ব্যবসাটি যে জায়গায় পরিচালনা করবেন সে জায়গা থেকেই আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। অর্থাৎ যে জায়গায় বসে আপনি ব্যবসা পরিচালনা করতেছেন সে জায়গায় যে ইউনিয়ন পরিষদ / পৌরসভা /অথবা সিটি কর্পোরেশন থেকে নিতে হবে। আপনি যদি ইউনিয়ন পরিষদ এলাকা ব্যবসা পরিচালনা করে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। আর যদি সিটি কর্পোরেশন এলাকা থেকে ব্যবসা পরিচালনা করেন তাহলে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। আপনি পৌরসভায় থেকেই ব্যবসা পরিচালনা করেন ওই জায়গার পৌরসভায় থেকেই ট্রেড লাইসেন্স নিতে হবে। মূলকথা আপনার দোকানটি বা প্রতিষ্ঠানটি যে জায়গা অবস্থিত সে জায়গা থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। trade licence
ট্রেড লাইসেন্স করতে কতদিন সময় লাগে
দুইদিন থেকে সাত দিন লেগে থাকে ট্রেড লাইসেন্স পেতে। ট্রেড লাইসেন্স পেতে কতদিন সময় লাগবে এটা মূলত নির্ভর করে আপনার এরিয়ার উপর আপনি যদি সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেন একটু সময় বেশি লাগবে সাত দিন লাগতে পারে। যদি পৌরসভা এলাকায় আপনি ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করেন তিন থেকে চার দিন সময় লাগতে পারে। আর যদি ইউনিয়নভিত্তিক এলাকায় ট্রেড লাইসেন্স এর জন্য আবেদন করেন দুই দিন সময় লাগতে পারে মাঝে মাঝে যে কোন ক্ষেত্রেই সময় একটু বেশি লাগবে পারে।
একেক জায়গায় একেক সময় লাগতে পারে যদি কাজের চাপ বেশী থাকে তাহলে সময় বেশি লাগবে কাজের চাপ কম থাকলে সময় কম লাগবে। তবে এক সপ্তাহের মধ্যে আপনার ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। trade licence
ট্রেড লাইসেন্স করতে কত টাকা লাগবে
টেড লাইসেন্স করতে কত টাকা খরচ হবে তা নির্ভর করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ধরণ এবং কোথায় থেকে করতেছেন ট্রেড লাইসেন্সটি।যেমন সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স করলে খরচ বেশি পড়ে। পৌরসভা এলাকায় করলে সিটি কর্পোরেশনের চেয়ে কম খরচ পরে। আর ইউনিয়ন অফিসের ট্রেড লাইসেন্স করলে পৌরসভার চেয়ে খরচ কম পড়বে।
তারপর এখানে রয়েছে আপনার ব্যবসার ধরন আপনার ব্যবসা যদি বড় অঙ্কের টাকা মূলধন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি পড়বে। তাছাড়া আপনার ছোটখাটো দোকান হয় টেলিকম মুদির দোকান দোকান হয় সে ক্ষেত্রে খরচ কম পড়বে। তাই লাইসেন্স করতে কত খরচ হবে তা আপনার ব্যবসার ধরন এবং কোন স্থান থেকে ট্রেড লাইসেন্স করতেছেন এই ২ বিষয় উপর নির্ভর করে খরচ
আরো কোন কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের বলে দেওয়া চেষ্টা করব।