সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং কি কি লাগবে ? সোনালী ব্যাংক খোলার নিয়ম

কি কি কাগজপত্র লাগে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে। চলতি হিসাব সোনালী ব্যাংক একাউন্ট  খুলতে কি লাগে। সোনালী ব্যাংক একাউন্ট ওপেন করতে কি লাগবে। সোনালী ব্যাংক হিসাব খুলতে কি লাগবে। সোনালী একাউন্ট খুলতে কি লাগবে। সোনালী ব্যাংকের একাউন্ট খোলা এবং কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে।


 হ্যাঁ যেকোনো  ব্যাংক একাউন্ট খুলতে যেমন কিছু কাগজপত্র লাগে তেমনি ও সোনালী ব্যাংকের একাউন্ট  খুলতেও আপনার কিছু ব্যক্তিগত কাগজপত্র লাগব।  অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার কাগজপত্র। 

সোনালী ব্যাংকের কয় ধরনের একাউন্ট /হিসাব খোলা যায়

সোনালী ব্যাংকে দুই ধরনের একাউন্ট খোলা যায়। 

১: সেভিংস একাউন্ট / সঞ্চয়ী হিসাব 

২: কারেন্ট একাউন্ট / চলতি হিসাব 

এই দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে কি কাগজপত্র লাগবে এবং কি ধরনের সুবিধা রয়েছে আজকে আমি আলোচনা করে একটি সম্পূর্ণ ধারণা দেবো আপনাদের। 

সোনালী ব্যাংকের সেভিংস একাউন্ট খোলার নিয়ম 

সোনালী ব্যাংকের সেভিংস একাউন্ট এ ধরনের ব্যক্তিরা খোলা থাকে যারা নিম্ন আয়ের মানুষ। সোনালী ব্যাংকের একাউন্ট খুলতে হলে আপনাকে একজন ব্যক্তির রেফারেন্স লাগবে এমন ব্যক্তির রেফারেন্স লাগবে যে ব্যক্তি ৩/৬ মাস যে কোন ব্যক্তির একাউন্টের বয়স এরকম ব্যক্তির রেফারেন্স লাগবে সোনালী ব্যাংকে একাউন্ট খুলতে। 

সোনালী ব্যাংকের সেভিংস একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে 

১: যে ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যক্তির এনআইডি কার্ড,ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন যেকোনো একটি ফটোকপি হলেই হবে 

২: যে ব্যক্তির  অ্যাকাউন্ট খুলবেন সে ব্যক্তি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। 

৩: যে ব্যক্তি অ্যাকাউন্ট খুলবেন ওই ব্যক্তির বাড়ির গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, যেকোনো একটি কাগজ ফটোকপি করে দিতে হবে। এরকম বিল কাগজ দিতে হবে আপনাকে যে সময় একাউন্ট অপেন  করবেন ওই সময় থেকে তিন মাসের ভিতরে এরকম একটি বিল দিতে হবে। 

৪: এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং  এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট ফটোকপি। একাউন্ট খোলার সময় নমিনির  যাকে দিবেন ওই ব্যক্তির। 

৫: একাউন্ট ফরম আপনি চাইলে  অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন চাইলে যে ব্রাঞ্চ থেকে একাউন্ট  খুলবেন ব্রাঞ্চ  থেকেও নিতে পারেন। ব্রাঞ্চ থেকে ফরম নিলে সুবিধা রয়েছে। 

৬: সেভিং একাউন্ট ওপেন করার সময় ৫০০  জমা দিতে হবে। 

এসমস্ত উপরের কাগজপত্র নিয়ে আপনি নির্ধারিত ব্রাঞ্চে চলে যাবেন অবশ্যই ছুটির দিন ব্যতীত ব্যাংকে যেতে হবে। 

সোনালী ব্যাংকের সেভিংস একাউন্টের সুবিধা

সোনালী ব্যাংকের সুবিধাগুলোর মধ্যে অন্যতম হ্যালো গ্রাহক চাইলে সেভিংস একাউন্ট থেকে যেকোনো মুহূর্তে টাকা উত্তোলন এবং জমা করতে পারবেন। এ ধরনের অ্যাকাউন্ট থেকে চেক বই নেওয়া যায় । ডেবিট কার্ড শুধু বাংলাদেশের ব্যবহারের জন্য দিয়ে থাকে। টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ব্রাঞ্চে গিয়ে লেনদেন  করতে হবে। যদিও সোনালী ব্যাংকের অনলাইন অ্যাপস লঞ্চ হয়েছে কিন্তু এখনো টাকা লেনদেনের সুবিধাটি চালু করা হয়নি। 


কারেন্ট একাউন্ট/চলতি হিসাব 

সোনালী ব্যাংকের কারেন্ট একাউন্ট খোলার নিয়ম 

সোনালী ব্যাংকের কারেন্ট একাউন্ট খোলা থাকে তারাই যারা বিভিন্ন প্রতিষ্ঠানের নিজেদের ব্যবসার ক্ষেত্রে এ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। চাইলেই আপনি এখন খুলতে পারবেন তবে আপনার প্রতিষ্ঠান লাইসেন্স দেখিয়ে খুলতে হবে। যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, শিল্প কলকারখানা এইসব নামে কারেন্ট একাউন্ট খোলা থাকে। এধরনের একাউন্টে যতজন খুশি ততো জন একসাথে মিলে খুলতে পারবেন। 


সোনালী ব্যাংকের কারেন্ট/চলতি হিসাব খোলার নিয়ম 


১: যে ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলবেন সেই ব্যক্তির এনআইডি কার্ড,ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন যেকোনো একটি ফটোকপি হলেই হবে 

২: যে ব্যক্তির  অ্যাকাউন্ট খুলবেন সে ব্যক্তি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। 

৩: যে ব্যক্তি অ্যাকাউন্ট খুলবেন ওই ব্যক্তির বাড়ির গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল যেকোনো একটি কাগজ ফটোকপি করে দিতে হবে এরকম বিল কাগজ দিতে হবে আপনাকে সময় এখন করবেন ওই সময় থেকে তিন মাসের ভিতরে এরকম একটি বিল দিতে হবে। 

৪: এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং  এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট ফটোকপি। একাউন্ট খোলার সময় নমিনির  যাকে দিবেন ওই ব্যক্তির। 

৫: একাউন্ট ফরম আপনি চাইলে  অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন চাইলে যে ব্রাঞ্চ থেকে একাউন্ট  খুলবেন ব্রাঞ্চ  থেকেও নিতে পারেন। ব্রাঞ্চ থেকে ফরম নিলে সুবিধা রয়েছে। 

৬: কারেন্ট একাউন্ট  একাউন্ট ওপেন করার সময় ১৫০০ থেকে ৫০০০ টাকা  জমা দিতে হবে। 

 ৭: যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নামে অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট ফটোকপি লাগবে 

এসমস্ত উপরের কাগজপত্র নিয়ে আপনি নির্ধারিত ব্রাঞ্চে চলে যাবেন অবশ্যই ছুটির দিন ব্যতীত ব্যাংকে যেতে হবে।

 

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 

সোনালী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম 

বাংলাদেশে অনেক ধরনের ব্যাংকিং স্টুডেন্ট একাউন্ট খোলার সুবিধা রয়েছে কিন্তু 

সোনালী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার এখনো চালু করা হয় নি। 


সোনালী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে

১: সেভিংস/ সঞ্চয় একাউন্ট সর্বনিম্ন ৫০০ টাকা

২: কারেন্ট /চলতি হিসাব একাউন্ট  সর্বনিম্ন ১৫০০-৫০০০ পর্যন্ত 

সোনালী ব্যাংক মাসিক মুনাফা

সকল ব্যাংকের মতই সোনালী ব্যাংক নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিয়ে থাকে তবে বিভিন্ন সঞ্চয়ের উপর ভিত্তি করে মুনাফা দেওয়া হয়ে থাকে স্বাভাবিক হার ৫.৬%


আরো পড়ুন :

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url