পদ্মা সেতুর টোল কত। পদ্মা সেতুর টোল ভাড়া কত। পদ্মা সেতুর টোল তালিকা খরচ ২০২২।
পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষ জন্য ভাগ্য পরিবর্তনের একটু সূচক। দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা খুবই স্লো ছিল। কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকাসহ সারা বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা দ্রুতগামী হয়ে গেছে।
আগে পদ্মা নদী পার হতে ৭০ টাকা থেকে শুরু করে ৩৯৪০ টাকা পর্যন্ত লাগত বিভিন্ন যানবাহন ফেরি যাতায়াত করতে। বর্তমানে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার করতে গাড়িচালকদের নগর টাকা দিতে হচ্ছে ১০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা পর্যন্ত বিশেষ ভারী যানবাহনের ক্ষেত্রে আরো বেশি নগদ টাকা প্রদান করা হচ্ছে।
padma bridge toll fixed by Bangladesh government পদ্মা সেতুর টোল খরচ ২০২২
পদ্মা সেতুর টোল নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে। অনেক আলোচিত পদ্মা সেতু উপর দিয়ে যানবাহন চলাকালীন টোল নির্ধারিত জারি করা হয়েছে। সরকারি অনুযায়ী মোটরসাইকেলের জন্য টোল নির্ধারিত করা হয়েছে ১০০ টাকা। বড় বাসের জন্য নির্ধারিত করা হয়েছে ২ হাজার ৪০০ টাকা।
ছোট বাস যেগুলো ৩১ আসনের কম সিট সেই বাসের জন্য টোল নির্ধারিত করা হয়েছে ১৪০০ টাকা।
পদ্মা সেতু পার হতে টোল দিতে হবে কতো।
- মোটরসাইকেল ১০০ টাকা।
- কার, জিপ ৭৫০ টাকা।
- পিকআপ ১২০০ টাকা।
- মাইক্রোবাস ১৩০০ টাকা।
- ছোট বাস ৩১ আসন এর কম ছিট ১৪০০ টাকা
- মাঝারি বাস ৩২ আসন বেশি ২০০০ টাকা
- বড় বাস 3xl ২৪০০ টাকা
- ছোট ট্রাক্টর ৫ টন নিচে ১৬০০ টাকা
- মাঝারি ট্রাক ৫ টনের বেশি ৮ টনের নিচে ২১০০ টাকাব।
- মাঝারি ট্রাক ৮ টনপর বেশি ১১ টনের কম ২৮০০ টাকা।
- ট্রাক 3xl ৫৫০০ টাকা।
- টেইলার 4xl ৬০০০ টাকা।
- টেইলার 4xl অধিক ৬০০০ টাকা প্রতি অতিরিক্ত xl জন্য ১৫০০ টাকা দিতে হবে।