নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করছেন কিন্তু এখনো পাসপোর্ট হাতে পাননি। কি কারণে দেরি হচ্ছে জেনে নিন



আমরা যখন পাসপোর্ট এর জন্য আবেদন করি আবেদন করা 30 দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার তারিখ দিয়ে থাকে। কিন্তু আমরা 30 দিনের মধ্যে পাসপোর্ট পাইনা, দেখা যাচ্ছে ২ মাস ৩ মাস হয়ে যাচ্ছে কিন্তু তারপর পাসপোর্ট পাচ্ছিনা। অনলাইন অথবা এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করলে বিভিন্ন স্ট্যাটাস দেখায় স্ট্যাটাস গুলো সম্পর্কে আমরা জেনে নেই। 

payment verification name mismatch 

এরকম লেখা আসলে আপনার বুঝতে হবে। যে ব্যাংক থেকে টাকা পাঠিয়েছেন সেই ব্যাংকে টাকা জমা দেওয়ার সময়। আপনি একটি রশিদ পেয়েছেন সেই রশিদে আপনার নাম এবং আপনার ট্রানজেকশন আইডি রয়েছে। আপনার পাসপোর্ট আবেদন করার সময়  পাসপোর্ট ফরমে যে নাম দিয়েছিলেন সেই নামের সাথে ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় রশিদের যে নাম ছিল সেই নামের সাথে মিলছে না। 

সমস্যা থেকে সমাধান পেতে হলে আপনার জন্ম নিবন্ধন /জাতীয় পরিচয়পত্র /এবং পাসপোর্ট করার সময় যেই ডেলিভারি স্লিপ পেয়েছিলেন  এগুলো নিয়ে পাসপোর্ট  অফিসে যোগাযোগ করুন খুব দ্রুত। 

your application is pending on payment investigation amount mismatch or reference number mismatch

এরকম লেখা আসলে বুঝতে হবে আপনার ব্যাংকের টাকা পরিশোধ করার ট্রানজেকশন আইডি আপনার পাসপোর্ট ফরমে ট্রানজেকশন আইডি মিলছে না। 

অথবা আপনি ব্যাংকে যে পরিমাণ টাকা জমা দিয়েছেন  পাসপোর্ট ফরমে ওই পরিমাণ টাকা উল্লেখ হয়নি। 

এরকম সমস্যা সমাধান করতে আপনার পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন। 

 pending for police approval 

 পাসপোর্ট আবেদন করার সময় পাসপোর্ট আবেদন ফরমে আমরা যে স্থায়ী এবং  বর্তমান ঠিকানা দিয়েছি ওই ঠিকানা পুলিশ তদন্ত করে আপনার ঠিকানা যাচাই করবে। pending for police approval এই লেখা এসে থাকলে পুলিশ তদন্তের রয়েছে। 

 painting for assistant director or deputy director approval 

assistant director or deputy director হলেন একজন পাসপোর্ট অফিসের কর্মকর্তা পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর তিনি যাচাই-বাছাই করে approval করে দেন। যদি ১৫-২৫ বেশি সময় লেখা এসে থাকে তাহলে বুঝতে হবে আপনার পুলিশ ভেরিফিকেশন তদন্ত রিপোর্ট এখন পাসপোর্ট অফিসে  আসেনি।  অনেক সময় দেখা যায় আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আলাদা আলাদা হয়  তাহলে পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট আসতে একটু দেরি হয়। 

pending for backend verification 

আপনার পাসপোর্ট প্রিন্ট করার আগে আরো একবার আপনার তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখে।  যদি pending for backend verification লেখাটা ২৫-৩০  বেশি থাকে তাহলে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে 

 pending for backend verification সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন। 

 pending for passport personalization 

আপনার পাসপোর্টটি বিভিন্ন  বিভাগে বিরক্ত করা হচ্ছে   laser engraving, lnline quality control , electronic,fridencoding পাসপোর্ট এর সাথে সংযুক্ত করা হচ্ছে।  

pending for in printer queue 

 পাসপোর্ট প্রিন্ট হওয়ার জন্য সিরিয়ালের রয়েছে। আপনার পাসপোর্টটি বই আকারে হওয়ার  সিরিয়ালের রয়েছে।  সিরিয়াল কত দ্রুত শেষ হবে তা নির্ভর করে পাসপোর্ট আবেদনের ওপর। 

pending for printer queue এই সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

printing succeeder 

আপনার পাসপোর্টটি সম্পূর্ণ বই হয়ে গেছে পাসপোর্ট এর কোয়ালিটি চেক করার জন্য quality centre পাঠানো হবে।।

 qc succeeded ready for district 

আপনার পাসপোর্টটি তৈরি হবার সকল কার্যক্রম শেষ এখন আপনার পাসপোর্টটি আপনার যে আঞ্চলিক অফিস রয়েছে সে জায়গায় পাঠানো হবে। 

passport is ready pending for issue 

আপনি একটি দীর্ঘ শ্বাস নিতে পারেন কারণ  পাসপোর্টটি আপনার আঞ্চলিক অফিসে এসে গেছে তবে পাসপোর্ট আঞ্চলিক অফিসে আসার পরও এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ দেরি হতে পারে। স্ট্যাটাস দেখে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন না। 

passport is ready pending for issue সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন


নিচে পাসপোর্ট এর আরো কয়েকটি স্ট্যাটাস সম্পর্কের লিংক দেওয়া আছে চাইলে লিংক ক্লিক করে  পড়ে নিতে পারেন

 নিচ থেকে পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস এবং আপনার অজানা তথ্য জেনে নিন।

 পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে

 ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করার নিয়ম

এমআরপি পাসপোর্ট করতে কি কি লাগে

নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করছেন কিন্তু এখনো পাসপোর্ট হাতে পাননি

Passport is ready, pending for issuance MRP passport online status

 e-passport ready for Issuance এর মানে কি

 pending print queue e passport এর মানে কি 

এসএমএস পাসপোর্ট দেখার পদ্ধতি

MRP Passport Status Online Check

 sent for rework e passport এর মানে কি ??

pending for backend verification e passport  এর মানে কি?? 

 pending for final approval e passport এর মানে কি  ??


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url