অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স অনলাইনে । learner driving license online apply

                                         

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম 

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করতে হলে bsp.brta.gov.bd ওয়েবসাইট ওপেন করে আমাদের ড্রাইভিং লাইসেন্স  জন্য আবেদন করতে হবে।  প্রথমে আমাদের  শিক্ষানবিশ অথবা লার্নার ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করতে হবে। অনলাইনে শিক্ষানবিশ অথবা লার্নার ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য কিছু প্রয়োজনীয় কাগজ লাগবে যেগুলো আমাদের স্ক্যান করে যে ডিভাইস দিয়ে আবেদন করব সে ডিভাইসে আবেদনের পূর্বে রেখে দিতে হবে। মেডিকেল সার্টিফিকেট ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে 

অনলাইনে শিক্ষানবিশ,লার্নার লাইসেন্স করতে হলে যে যোগ্যতাগুলো প্রয়োজন

1: জাতীয় পরিচয়পত্র থাকতে হবে জাতীয় পরিচয়পত্র না থাকলে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে না 

2: অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে হলে গ্রাহককে নিম্নে এসএসসি পাস করতে হবে

 3: ইমেইল এড্রেস থাকতে হবে

দুটোই জিনিস যদি না থাকে তাহলে গ্রাহক অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। অফলাইনে কিভাবে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে হয় নিচে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে জেনে আসতে পারেন

 এখন ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে

অনলাইনে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স আবেদন  করতে কি কি লাগবে 

1: আবেদনকারীর এক কপি ছবি 300 x 300 pixlab  অবশ্যই ছবির 150 kb  নিচে আপলোড দিতে হবে 

2: ডাক্তারের সার্টিফিকেট স্ক্যান 600 kb নিচে থাকতে হবে 

3: জাতীয় পরিচয় পত্র স্ক্যান  600 kb নিচে থাকতে হবে। 

4: বিল বিল,পানির বিল ,গ্যাস বিল যেকোন একটা হলেই হবে স্ক্যান 600 kb নিচে থাকতে হবে

5: অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত ফি জমা দিতে হবে  নির্ধারিত ফি মোটরসাইকেল প্রাইভেট কার ছোট যানবাহন জন্য ৩৪৫ টাকা। ভারী যানবাহন বাস, মালবাহী ট্রাক ৫১৮ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন

অনলাইনে শিক্ষানবিস অথবা লার্নার ড্রাইভিং লাইসেন্স 

কিভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন 

1: অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আমাদের bsp.brta.gov.bd ওয়েবসাইটে ওপেন করে নিবন্ধন করতে হবে নিবন্ধন /রেজিস্ট্রেশন ক্লিক করে 

2: নিবন্ধনে ক্লিক করার পর  জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের যে জন্ম সাল মাস এবং তারিখ রয়েছে  এনআইডি অনুযায়ী দিয়ে দিবেন যদি আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার 13 সংখ্যার হয় তাহলে আপনাকে জাতীয় পরিচয় পত্রের সংখ্যার আগে আপনার জন্ম সালটা দিয়ে নিতে হবে  । ফরম পূরণ করার পর অনুসন্ধানী ক্লিক করুন । 

3: অনুসন্ধানী ক্লিক করার পর আপনি দেখবেন আপনার কিছু ইনফরমেশন এনআইডি সার্ভার থেকে চলে এসেছে । তারপর নিচের দিকে আপনার মোবাইল নাম্বার এবং আপনার একটি ইমেইল এড্রেস দিয়ে খালিঘর পূরণ করে নিবেন এবং আপনার একটি পাসওয়ার্ড দিবেন আপনার একাউন্টটা সম্পন্ন করে নিতে হবে পাসওয়ার্ড দিয়ে নিচে দেখবেন নিবন্ধন করুন লেখা রয়েছে, নিবন্ধন করুন এ ক্লিক করে দিবেন। 

4: নিবন্ধন ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল ভাবে ওপেন  হয়ে গেছে এখন আপনাকে আপনার মেইল এড্রেসে গিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে আপনার ই-মেইল এ্যাড্রেস আপনি চলে যাবেন ইমেল এড্রেসে গিয়ে লিংকে ক্লিক করে একাউন্ট ভেরিফাই করে নিবেন। 

5: ভেরিফাই হওয়ার পর আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল এড্রেস এবং একাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন ইমেইল এড্রেস আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগইন ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি টি দিয়ে  verify click করবেন আপনার একাউন্ট ভেরিফাই কমপ্লিট 

6: এখন আপনি ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইট  লগইন করে নিবেন 

7: লগইন করার পর  হাতের বাম সাইডে আপনার প্রোফাইল আইকন এর সাথে  নিচে দেখবেন ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশন চলে এসেছে সেখান থেকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আবেদন ক্লিক করে দিবেন। 

8: ক্লিক করার পর দেখবেন আপনার যে সমস্ত ডকুমেন্ট আপলোড দিতে হবে সেগুলো বিস্তারিত লেখা রয়েছে আপনি পড়ে নিবেন। আমি সম্মত এখানে ক্লিক করে পরবর্তীতে অপশনে চলে যাবেন 

9: আপনি যে ড্রাইভিং লাইসেন্স করবেন পেশাদার অথবা অপেশাদার সিলেট করে আপনার ছবি আপলোড দিবেন । নিচে দেখবেন সেকশন এ, লেখা রয়েছে সেখানে আপনার এনআইডি কার্ড নম্বর  লিখে  দিবেন তার পাশে সাল মাস দিত পূরণ করে দিবেন । তারপর তার সাথেই থাকবেন অনুসন্ধান, অনুসন্ধানী ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার সকল তথ্য শো করতেছে সেখান থেকে আপনার যতগুলা খালি ঘর রয়েছে তথ্যগুলো খালি ঘর সঠিকভাবে দিয়ে দিবেন।  যদি বাংলায় লিখতে বলে বাংলায় লিখবেন ইংলিশে লিখতে বললে ইংলিশে লিখবেন । এবং বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা বাংলা ইংলিশে লিখে দিবেন। 

যোগাযোগের বিবরণ আপনার যোগাযোগের বিবরণ দিয়ে দিবেন। আপনার জরুরী যোগাযোগের বিবরণ এগুলো পূরণ করে দিবেন। আপনার পরীক্ষার স্থান অটোমেটিক সিলেট হয়ে যাবে। 

তারপর দেখবেন সংযুক্ত ডকুমেন্ট উপরে আমরা  আবেদন করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে  সবগুলো আমরা সাবমিট করে দিব। 

আপনার সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর আর একবার চেক করে নিবেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করে দিবেন। 

অনলাইনে শিক্ষানবিশ অথবা লার্নার ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য পেমেন্ট করার নিয়ম

10: তারপর আবার সবার নিচে চলে আসবেন দেখবেন নতুন একটি অপশন চলে এসেছে অনলাইনে পেমেন্ট করুন। তো আপনি অনলাইনে পেমেন্ট করলে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন একটি নতুন ইন্টারফেস নিয়ে এসেছে। আমি আপনার মোবাইল নাম্বার ঠিক কনফার্ম করে নিবেন। নিচে দেখবেন অনেকগুলো ব্যাংক শো করতেছে অথবা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নিতে পারেন, আপনি বিকাশে পেমেন্ট করে দিতে পারেন। বিকাশে ক্লিক করে তারপর ট্রানসেন্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে দিবেন। নিশ্চিত ক্লিক করবেন ক্লিক করার পরে বিকাশে পেমেন্ট অপশন ওপেন হয়ে যাবে তারপর আপনার বিকাশ নাম্বার দিয়ে ওটিপি দিয়ে পিন দিয়ে পেমেন্ট কমপ্লিট করে নিবেন।

 আপনার পেমেন্ট কমপ্লিট হওয়ার পর উপরের নটিভিশন আকারে দেখতে পারবেন পেমেন্ট রিসিট ও শিক্ষানবিশ পিডিএফ ফাইল রয়েছে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবেন। ঐ পিডিএফ ফাইল আপনার পরীক্ষার তারিখ স্থান সময় সবকিছু ডিটেলস দেওয়া আছে 

এভাবে আপনি অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন


শিক্ষানবিশ অথবা লার্নার ড্রাইভিং লাইসেন্স ফরম         ডাউনলোড 

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফরম                                 ডাউনলোড 

মেডিকেল সার্টিফিকেট  সার্টিফিকেট ফরম                   ডাউনলোড 

আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের ফরম                         ডাউনলোড



ডাউনলোড করতে কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন আমি ঠিক করার চেষ্টা করব



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url