Nagad Pin Forgot 2022। Nagad Account Pin Reset নগদ পিন ভুলে গেলে নতুন পিন সেটআপ করার নিয়ম।
নগদ একাউন্ট পিন নতুন করে তৈরি করার নিয়ম। নগদ পিন ভুলে গেলে নতুন পিন সেটআপ করার নিয়ম।
আপনি যদি আপনার নগদে একাউন্টের পিন ভুলে যান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য পুরো পোস্টটি ভাল করে পরবেন ইনশাল্লাহ আপনার Nagad Account Pin reset করে নতুন পিন সেটআপ করে নিতে পারবেন।
Nagad New Pin Setup
Nagad Pin ভুলে গেলে কয় ভাবে নতুন পিন তৈরি করা যায়.
আপনার নগদ একাউন্টের পিন যদি আপনি ভুলে যান। তাহলে দুইভাবে নগদ একাউন্টের পিন নতুন করে সেট করে নিতে পারবেন।
১: *167# ডায়াল করার মাধ্যমে
২: সরাসরি কাস্টম কেয়ারে ফোন দিয়ে।
*167# ডায়াল করে কিভাবে Nagad নতুন পিন তৈরি করা যায়।
অনলাইনে নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
নগদ একাউন্টে চেক করার জন্য যে USSD কোড রয়েছে এই কোডের মাধ্যমে কিভাবে আপনারা নগদ একাউন্টের নতুন পিন তৈরি করবেন জেনে নিন।
১: প্রথমেই আপনাকে *167# ডায়াল করবেন।
ডায়াল করার পর দেখবেন লেনদেন করার জন্য বিভিন্ন অপশন রয়েছে। যেহেতু আপনি আপনার নগদ এর পিন ভুলে গেছেন সেজন্য pin reset 8 নাম্বার অপশন সিলেট করে সেন্ড করে দেব।
২: দেখবেন দুটি অপশন শো করতেছে
১: Forget pin (Nagad account new pin setup)
২: Change pin (new pin setup Nagad account)
আমরা আমাদের নগদ এর পিন ভুলে গেছি সেজন্য Forget pin 1 লিখে send করে দিবো
৩: Enter your Nagad registration NID/photo ID number here,
দেখবে এরকম লেখা আসবে এখানে আমাদের নগদ একাউন্ট ওপেন করার সময় সেই এনআইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট রেজিস্ট্রেশন করছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবে। এনআইডি কার্ডের নাম্বার টি দিয়ে সেন্ট অপশনে ক্লিক করে দিবেন ।
৪: enter 4 digit of your birthday year
দেখবেন এরকম লেখা চলে এসেছে। এখানে আপনি যে এনআইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট রেজিস্ট্রেশন করছেন সেই এনআইডি কার্ডের শুধু জন্ম সাল টা লিখে সেন্ড করে দিবেন।
৫: have you done any transition is last 90 day
এরকম লেখার আসা পরে আমাদের বুঝতে হবে আপনার যে Nagad account pin ভুলে গেছেন সেই নগদ একাউন্ট দিয়ে লাস্টে 90 দিনের মধ্যে কোন লেনদেন করছেন কিনা সেটা জানতে চেয়েছে যদি আপনি লেনদেন করে থাকেন ১ লিখে সেন্ড করে দিবেন যদি লেনদেন না করে থাকেন ২ লিখে সেন্ট করে দিবেন।
৬ : please select a service from your last 10 transaction
এখানে আমাদের ৫ টি লেনদেনের অপশন শো করতেছে আপনি লাস্ট ১০ টি ট্রানজেকশন মধ্যে এখান থেকে যেকোন একটি লেনদেনের অপারেশন বেছে নিয়ে সেন্ড করে দিবেন। আপনি পাঁচটি লেনদেনের মধ্যে যেকোনো একটি জানা থাকলেই হবে।লাস্ট ১০ টি ট্রানজেকশন এরমধ্যে আপনার যেকোনো একটি ট্রানজেকশনের সিলেট করে নিতে হবে। ধরে নিলাম আপনার লাস্ট 10 টি ট্রানজেকশন মধ্যে একটি হলো মোবাইল রিচার্জ। একাউন্ট থেকে লাস্ট কত টাকা mobile recharge করছেন সেটা জানা আছে তাহলে mobile recharge ৩ লিখে সেন্ট করে দিবেন
৭: enter transaction amount
লাস্ট আপনারই নগদ একাউন্ট থেকে যত টাকা mobile recharge করছেন সেই টাকার অংকটা বসিয়ে send করে দিবেন।
তারপর দেখবেন আপনার মোবাইল নাম্বারে একটি এসএমএস চলে এসেছে। যদি আপনি সকল তথ্য সঠিক দিয়ে থাকেন
your pin reset request is successful এরকম লেখার একটা এসএমএস আসবে।
আর যদি আপনার সকল তথ্য ভুল দিয়ে থাকেন আপনার রিকোয়েস্ট unsuccessful লেখা আসবে
ধরে নিলাম আপনার সাকসেসফুল লেখা এসেছে।
এখন আমাদের নতুন পিন সেটআপ করে নিতে হবে
*167# ডায়াল করতে হবে আমাদের দেখবেন new pin setup এরকম লেখা এসেছে আপনার নতুন ৪ সংখ্যার একটা পিন দিয়ে সেন্ট অপশনে ক্লিক করে দিবেন। আবার নতুন ৫ সংখ্যার পিন কনফ্রম করার জন্য দিয়ে দিবেন। দেখবেন আপনার নগদ একাউন্টের নতুন পিন সেট হয়ে গেছে।
কাস্টম কেয়ারে কিভাবে কথা বলে Nagad pin reset করতে হয়
প্রথমে আমাদের 16167 এই নাম্বারে কল কথা বলতে হবে। আপনি বলবেন আপনার Nagad account pin ভুলে গেছেন। তারপর আপনার কাছ থেকে অ্যাকাউন্ট ওপেন করার সময় যে এনআইডি কার্ড দিয়ে একাউন্ট খুলছেন সে এনআইডি কার্ড কিছু তথ্য জানতে চাইবে। আপনি যদি সকল তথ্য সঠিক দিতে পারেন তাহলে আপনাকে Nagad new pin setup অপশন দিয়ে দিবে।
আপনি *167# করে nagad pin setup করে নিবেন
আপনাদের বুঝতে যদি কোন সমস্যা হয় নিচের ভিডিও লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন