নগদ এজেন্ট সিম নেওয়ার নিয়ম। নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম। নগদ এজেন্ট সিম।
আপনি যদি নগতের একজন উদ্যোক্তা হতে চান অথবা নগদের এজেন্ট সিম নিতে চান। নগদ এজেন্ট একাউন্ট নিতে কি কি লাগবে। কোথায় থেকে নগদ উদ্যোক্তা সিম নিবেন সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব।
নগদ উদ্যোক্তা একাউন্টের মাধ্যমে আপনি পার্সোনাল নগদ একাউন্ট লেনদেন করে মুনাফা অর্জন করতে পারবেন। সে ক্ষেত্রে আপনার দোকান অথবা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে। গ্রাম এলাকায় ছোট ছোট দোকান ভাইয়েরা এ ধরনের উদ্যোক্তা সিম নিয়ে থাকে। শুধু গ্রাম এলাকা নয় পুরো বাংলাদেশ জুড়ে বর্তমানে নগদ সম্প্রিত হয়ে গেছে।
প্রথমে জেনে নেই নগদ উদ্যোক্তা অথবা নগদ এজেন্ট সিম নেওয়ার জন্য কি সমস্ত ডকুমেন্ট অথবা কাগজপত্র লাগতে পারে জেনে নেয়া যাক।
- ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স।
- নগদ উদ্যোক্তা এনআইডি কার্ড /ড্রাইভিং লাইসেন্স /পাসপোর্ট যেকোনো একটি হলেই হবে।
- নগদ উদ্যোক্তা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি
- এমন একটি মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে নগদ একাউন্ট খোলা হয়নি।
নগদ এজেন্ট বা উদ্যোক্তা সিম কোথায় থেকে নিবেন
নগদ এজেন্ট সিম দুই ভাবে নেওয়া যায়
- নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করে।
- ডিস্ট্রিবিউটর মাধ্যমে খোলা যাবে।
প্রথমে জেনে নেই নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করে কিভাবে নগদ এজেন্ট সিম নেওয়া যায়।
প্রথমে আমাদের 16167 নাম্বারে কল দিয়ে আপনার নির্ধারিত এলাকার যে নগদ কাস্টম কেয়ার রয়েছে সেই ঠিকানা খুঁজে বের করতে হবে। ঠিকানা খুঁজে পাওয়ার পর উপরে যে সমস্ত ডকুমেন্ট কথা বলা হয়েছে সে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি চলে যাবেন আপনার নির্ধারিত নগদ কাস্টম কেয়ার। সেখানে গিয়ে আপনার কাগজপত্রগুলো জমা দিয়ে আসবেন এবং কি কি করতে হবে সবকিছু এজেন্ট অফিসে যারা থাকবে তরা বলে দিবে।
ডিস্ট্রিবিউটর মাধ্যমে নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম।
ডিস্ট্রিবিউটর হলো তারাই যারা নগদ এজেন্ট সিমের টাকা লেনদেন করে থাকে। আপনার যদি আশেপাশে নগদ এজেন্ট অথবা উদ্যোক্তা থাকে দেখবেন তাদের কাছে প্রতিদিন নগদ ব্যালেন্স এবং ক্যাশ টাকা দিয়ে যায় যারা তাদের কি ডিস্ট্রিবিউটর বলা হয়।
আপনি চাইলে ডিস্ট্রিবিউটর মাধ্যমে আপনি নগদ এজেন্ট সিম নিতে পারে তাদের সাথে পরামর্শ করে উপরে যে সকল ডকুমেন্টারি কথা বলা হয়েছে তাদের কাছে ফটোকপি দিয়ে দিবেন। এবং কি কি করতে হবে সকল ইনফরমেশন ডিস্ট্রিবিউটর বলে দিবে।
যদি আপনি কোন ডিস্ট্রিবিউটর খুঁজে না পান তাহলে আপনার আশেপাশে যারা নগদ এজেন্ট সিম ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ করে ডিস্ট্রিবিউটর নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করবে।
আশাকরি নগদ এজেন্ট একাউন্ট খোলা সম্পর্কে বুঝতে পেরেছেন যদি কোন সমস্যা আর কোন প্রশ্ন উত্তর জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
আরো পড়ুন.... রকেট এজেন্ট সিম নেওয়ার নিয়ম