Messenger archive cheat unarchive। ফেসবুক মেসেঞ্জার আর্কাইভ চেট আনআর্কাইভ

 Facebook Messenger archive chet unarchive। Messenger archive chet unarchive archive chet unarchive unarchive



হ্যাঁ আজকে আলোচনা করব মেসেঞ্জার archive chet সম্পর্কে এটি মূলত দেওয়া হয়েছে আপনাকে কেউ যদি বিরক্ত করে আপনার মেসেজ লিস্ট  অপশন থেকে সরিয়ে একটি নির্ধারিত স্থানে রাখার জন্য যাতে আপনার ম্যাসেঞ্জারে লিস্টে শো না করে পরবর্তীতে আপনি ইচ্ছামতন এটি আবার আপনার ম্যাসেঞ্জারে লিস্টে নিয়ে আসতে পারবে। তবে অনেক সময় দেখা যায় আমরা যারা বুঝিনা অথবা জানিনা archive chet সম্পর্কে। আমাদের হাতে ভুলে চাপ লেগে আমাদের ফ্রেন্ড messenger  archive chet list এর মধ্যে পড়ে যায়। তখন আমরা অনেক খোঁজাখুজি করি কীভাবে আমাদের বন্ধুকে messenger unarchive chet  করা যায়। আপনি যদি messenger unarchive chet করতে না পারেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্যই। 

Facebook Messenger unarchive chet  কিভাবে করা যায় 

Facebook messenger application  মাধ্যমে, m.facebook.com মাধ্যমে। প্রথমেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশন মাধ্যমে জেনে নেওয়া যাক। 

1: প্রথমে আমাদের ফেসবুক যে মেসেঞ্জার রয়েছে সেই সাপ্লিকেশন ওপেন করতে হবে। 

2:   আপনার messenger profile icon ক্লিক করুন 

3: profile icon ক্লিক করার পর দেখবেন 3 নাম্বার অপশন এ রয়েছে Archived chata 

4: Archived chata  ক্লিক করবেন 

5: আপনার যতগুলো ফ্রেন্ড Archived  লিস্টে ভুলে অথবা আপনি ইচ্ছে করে রেখেছিলেন সবগুলো ফ্রেন্ড শো করতেছে। 

6: আপনার যেই ফ্রেন্ডকে Unarchived করতে চাচ্ছেন সেই ফ্রেন্ডের লিস্ট এর উপর হাত দিয়ে চেপে ধরে রাখুন। 

7: চাপ দেওয়ার পর দেখবেন অনেকগুলো অপশন শো করতেছে আপনি unarchive click করে দিবেন। দেখবেন আপনার বন্ধু আপনার মেসেঞ্জার চ্যাট লিস্টে চলে এসেছে। 

m.facebook.com মাধ্যমে কিভাবে Unarchived করবেন। 

1: প্রথমে যে কোন ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করবেন । 

2: Facebook account login করার পর দেখবেন সবার উপরে নোটিফিকেশন আইকন এর সাথে। তিনটা লাইন রয়েছে । তিনটা লাইনের উপর দেখবেন মেসেঞ্জার আইকন রয়েছে। messenger icon ক্লিক করে দিবেন 

 3: সরাসরি ম্যাসেঞ্জারে নিয়ে গেলে ব্যাক করে চলে আসবেন। দেখবেন আপনার সবার নিজ দিকে view Archived messages এই অপশনে ক্লিক করবেন। 

4: Archived messages থেকে আপনার বন্ধুকে একটা মেসেজ দিবে দেখবেন আপনার বন্ধু মেসেঞ্জার চ্যাট লিস্টে চলে এসেছে



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url