উপায় একাউন্টে পিন ভুলে গেলে করণীয় কি। উপায় একাউন্টের পিন লক। Forget Upay Pin
আপনি যদি আপনার উপরে একাউন্টের পিন ভুলে যান কিভাবে নতুন করে Upay pin reset করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে নতুন পিন সেটাপ করার জন্য সমস্ত বিষয় নিয়ে আলোচনা করো এই পোস্টতে।
কি কারণে উপায় পিন লক লাগে। Upay account pin forget,
আমরা যখন উপায় একাউন্ট ব্যবহার করি তখন পরপর তিনবার ভুল পিন দিলে আমাদের উপায় অ্যাকাউন্টটি লক লেগে যায়। উপায় একাউন্ট পিন লক লেগে গেলে নতুন পিন কিভাবে সেটআপ করবেন চলুন জেনে নেই।
উপায় পিন রিসেট করার নিয়ম। Upay pin lock
আমাদের উপায় একাউন্ট যদি লক লেগে যায় অথবা আপনি যদি উপায় একাউন্টের পিন ভুলে যান। আপনাকে উপায় কাস্টম কেয়ারে যোগাযোগ করে উপায় নতুন পিন সেটআপ করে নিতে হবে।
উপায় নতুন পিন সেটআপ করার জন্য প্রথমেই আপনি যে এনআইডি কার্ড দিয়ে উপায় একাউন্ট রেজিস্ট্রেশন করছেন। সেই জাতীয় পরিচয় পত্র টি সামনে নিয়ে ১৬২৬৮ নাম্বারে কল দিয়ে তাদেরকে বলতে হবে আমার উপায় একাউন্টের পিন ভুলে গেছি অথবা লক হয়ে গেছে।
তখন উপায় কাস্টম কেয়ার থেকে আপনাকে বলবে আপনি কি উপায় একাউন্টের পিন নতুন করে সেটাপ করে নিতে চান। আপনি হ্যাঁ বলেন তখন আপনার কাছ থেকে উপায় অ্যাকাউন্ট ওপেন করার সময় যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন সেই এনআইডি কার্ডের কিছু ইনফরমেশন চাইবে। তখন আপনার সঠিক ইনফরমেশন গুলো আপনি বলে দিবেন।
সকল ইনফরমেশন সঠিকভাবে বলার পর আপনাকে উপায় থেকে একটি টেম্পোরারি চার সংখ্যার পিন দিবে। সেই পিন এর মাধ্যমে আপনাকে নতুন পিন সেটআপ করে নিতে হবে।
উপায় নতুন পিন সেটাপ নিয়ম
নতুন পিন সেটাপ করার জন্য *268# ডায়াল করবেন যে সিমে উপায় অ্যাকাউন্ট রয়েছে। দেখবেন Enter Old PIN দিতে বলবে enter old pin হচ্ছে আমাদের ওই পিন যেটা আমার কাস্টমকেয়ার থেকে কথা বলে ৪ সংখ্যার পিন নিয়ে নিয়েছি। আপনার ৪ সংখ্যার পিন বসিয়ে আপনি send ক্লিক করে দিবেন।
সেন্ড করার পর দেখবেন Enter New PIN (4 digit) লেখা আসবে। এরকম আসলে আপনি আপনার উপায় একাউন্টের একটি নতুন পিন দিয়ে দিবেন। নতুন পিন দেওয়ার পর send ক্লিক করে দিবেন। দেখবেন আপনার উপায় একাউন্টের নতুন পিন সেটাপ হয়ে গেছে।
নতুন পিন সেটপ কমপ্লিট হওয়ার পর দেখবেন এসএমএস এর মাধ্যমে আপনাকে কনফার্ম এসএমএস পাঠিয়ে দিবে।
এভাবেই উপায় একাউন্টের ভুলে যাওয়া পিন ঠিক করতে হয়।