ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট কিভাবে খুলবো এবং কি কি কাগজপত্র লাগবে। first security islami bank account opening

 

১: al wadiah current account (আল ওয়াদীয়াহ চলতি হিসাব )   ২:Mudarabah saving account (মুদারাবা সেভিংস  একাউন্ট)   3: Mudarabah salary account ( মুদারাবা সেলারি একাউন্ট)   4:Mudarabah special notice account    5: Mudarabah Senior citizen account

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং কি কি কাগজপত্র লাগবে। 

আজকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খোলার জন্য কি কি লাগবে এবং কয় ধরনের একাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার সময় ন্যূনতম কত টাকা জমা দিতে হবে সকল বিষয় নিয়ে আলোচনা করব।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কিভাবে খোলা

 ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক  অ্যাকাউন্ট দুই ভাবে খোলা যায়  অনলাইনে, ওফলাইন 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কয় ধরনের একাউন্ট খোলা যায় 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৫ ধরনের একাউন্ট খোলা যায়। এবং কি কি একাউন্ট খোলা যায়। একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগবে সমস্ত বিচার বিষয়ে আলোচনা করা হবে 

1: al wadiah current account (আল ওয়াদীয়াহ চলতি হিসাব ) 

2:Mudarabah saving account (মুদারাবা সেভিংস  একাউন্ট) 

3: Mudarabah salary account ( মুদারাবা সেলারি একাউন্ট) 

4:Mudarabah special notice account  

5: Mudarabah Senior citizen account


আল ওয়াদীয়াহ একাউন্ট খোলার নিয়ম  

al wadiah current account  খুলতে হলে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে মিনিমাম 18 বছর হতে হবে। যেকোনো মালিকের দিন প্রতিষ্ঠান। অংশীদারি প্রতিষ্ঠানের। সরকারি প্রতিষ্ঠান। স্কুল-কলেজ-মাদ্রাসা  ক্লাব, সামাজিক সংস্থান এ ধরনের অ্যাকাউন্ট খুলে থাকে। 

al wadiah current account কি কি লাগবে।

1: দুই কপি  পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 

2:  এক কপি করে  জাতীয় পরিচয় পত্র,পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স যেকোন একটা হলেই হবে।  যদি অংশীদারি ব্যবসা হয় প্রত্যেকে অংশীদারের এক কপি করে লাগবে। 

3: নমিনীর 1 কপি রঙিন ছবি এবং  জাতীয় পরিচয় পত্র,পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স,যেকোনো  একটি হলেই হবে। 

 4: অ্যাকাউন্ট ওপেন করার সময় মিনিমাম ১০০০ টাকা জমা দিতে হবে 

5: ব্যবসা প্রতিষ্ঠান লাইসেন্স অথবা টিন সার্টিফিকেট ফটোকপি

6: বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল যেকোন একটা হলেই হবে। 


আল ওয়াদীয়াহ চলতি/কারেন্ট  হিসাব সুবিধা কি কি 

 1: আনলিমিটেড লেনদেন করতে পারবেন

2: অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকি,  এসএমএস ব্যাংকিং 

3: ডেবিট কার্ড, চেক বই 

এই সমস্ত সুবিধা গুলো পেয়ে থাকবেন  


মুদারাবা সেভিংস একাউন্ট খোলার নিয়ম 

Mudarabah saving account  এই ধরনের অ্যাকাউন্ট ব্যক্তিগত অ্যাকাউন্ট, যারা প্রতি মাসে আয় থেকে কিছু টাকা জমা রাখে তারা এ ধরনের এখন খোলা থাকে। এ ধরনের অ্যাকাউন্ট যেকোনো ব্যক্তি  খুলতে পারবে। তবে ধরনের অ্যাকাউন্ট খুলতে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বয়স মিনিয়াম 18 বছর হতে হবে। তারাই  Mudarabah saving account খুলতে পারবে। 

Mudarabah saving account খুলতে কি কি লাগবে

1: দুই কপি  পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 

2:  জাতীয় পরিচয় পত্র,পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স যেকোন একটা ফটেকপি হলেই হবে

3: নমিনীর 1 কপি রঙিন ছবি এবং  জাতীয় পরিচয় পত্র,পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, যেকোন একটা ফটেকপি হলেই হবে

 4: অ্যাকাউন্ট ওপেন করার সময় মিনিমাম ৫০০ টাকা জমা দিতে হবে 

5: বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল যেকোন একটা হলেই হবে। 

Mudarabah saving account সুবিধা কি কি 

 1:  গ্রাহক একাউন্টের  ভিত্তিতে  মুনাফা পাবে 

2: অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকি,  এসএমএস ব্যাংকিং 

3: ডেবিট কার্ড, চেক বই 

এই সমস্ত সুবিধা গুলো পেয়ে থাকবেন


মুদারাবা সেলারি একাউন্ট খোলার নিয়ম 

Mudarabah salary  বিভিন্ন কোম্পানী অ্যাকাউন্ট খুলে থাকে কোম্পানির কর্মচারীদের  প্রতিমাসে বেতন দেওয়ার জন্য মুদারাবা সেলারি একাউন্ট ওপেন করে থাকে। তবে এই একাউন্টে প্রতিমাসে 1,00,000 টাকা ন্যূনতম ১০ জন কর্মচারী থাকতে হবে 

Mudarabah salary account হতে কি কি লাগবে 

1: দুই কপি  পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 

2:  এক কপি করে  জাতীয় পরিচয় পত্র,পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স যেকোন একটা হলেই হবে।  


3: নমিনীর 1 কপি রঙিন ছবি এবং  জাতীয় পরিচয় পত্র,পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স,যেকোনো  একটি হলেই হবে। 

মুদারাবা সেলারি একাউন্ট সুবিধা কি কি 

 1: টাকার উপর ভিত্তি করে মুনাফা হবে 

2: অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকি,  এসএমএস ব্যাংকিং 

3: ডেবিট কার্ড, চেক বই 1 বছর free 

সমস্ত সুবিধা গুলো পেয়ে থাকবেন  


Mudarabah special notice account  (SND)

Mudarabah special notice account   মালিকানা ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান, কম্পানি, কল কারখানা এধরনের এখন খুলে থাকে। 

Mudarabah special notice account কি কি কাগজপএ লাগে 

1: দুই কপি  পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 

2:  এক কপি করে  জাতীয় পরিচয় পত্র,পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স যেকোন একটা হলেই হবে।  যদি অংশীদারি ব্যবসা হয় প্রত্যেকে অংশীদারের এক কপি করে লাগবে। 

3: নমিনীর 1 কপি রঙিন ছবি এবং  জাতীয় পরিচয় পত্র,পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স,যেকোনো  একটি হলেই হবে। 

 4: অ্যাকাউন্ট ওপেন করার সময় মিনিমাম ৫০০০ টাকা জমা দিতে হবে 

5: ব্যবসা প্রতিষ্ঠান লাইসেন্স অথবা টিন সার্টিফিকেট ফটোকপি

Mudarabah special notice account সুবিধা কি কি 

 1:আকর্ষণীয়  মুনাফার হার 

2: অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকি,  এসএমএস ব্যাংকিং 

3: ডেবিট কার্ড,

সমস্ত সুবিধা গুলো পেয়ে থাকবেন 


Mudarabah Senior citizen account খোলার নিয়ম 

এ ধরনের অ্যাকাউন্ট খুলতে হলে আপনকে ৬০ বছর হতে হবে। ৬০ বছর বয়স কম হলে এ ধরনের এখন খোলা যায়না 

Mudarabah Senior citizen account  কি কি লাগবে 

1: পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি 

2: এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেকোনো একটি ফটোকপি 

3: নমিনির এক কপি রঙিন ছবি, এনআইডি অথবা পাসপোর্ট যেকোনো একটি ফটোকপি 

4: অ্যাকাউন্ট ওপেন করার সময় নগদ 5000 টাকা জমা দিতে হবে 

5: বিদ্যুত বিল পানির বিল গ্যাস বিল যেকোনো একটি ফটোকপি 

Mudarabah Senior citizen অ্যাকাউন্ট সুবিধা 

 1:  টাকা জমার উপর ভিত্তি করে মুনাফা হার দেওয়া হয় 

2: অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকি,  এসএমএস ব্যাংকিং 

3: ডেবিট কার্ড, চেক বই 

সমস্ত সুবিধা গুলো পেয়ে থাকবেন




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url