Facebook account delete or detective ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম
আজকে আমি আলোচনা করব ফেসবুক একাউন্ট ডিলিট করা সম্পর্কে। আপনি চাইলে আপনার ফেইসবুক একাউন্টটি টেম্পোরারি ডিএক্টিভ অথবা পার্মানেন্ট ডিলিট করে নিতে পারবেন।(Facebook account temporarily deactivate Facebook account delete)
Facebook account delete করার জন্য প্রথমে আমাদের ফেসবুক একাউন্টটি যেকোনো ব্রাউজার অথবা ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনের লগইন করে নিতে হবে।
লগইন করার পর প্রথমে ফেসবুক একাউন্টের ৩ ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে চলে যাবেন।
Facebook setting অপশনে চলে যাবেন।
ফেসবুক সেটিং এ ক্লিক করার পর personal account and information ক্লিক করবেন। পার্সোনাল একাউন্ট ইনফর্মেশন এ ক্লিক করার পর।
account ownership and control ক্লিক করবেন অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোলার ক্লিক করার পর দেখবেন
deactivation and deletion ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন
deactivation account
delete account
এখন আপনি যদি temporally Facebook account deactivate করতে চান তাহলে deactivation account সিলেট করে দিবেন।
আর যদি permanent delete Facebook account পার্মানেন্ট ভাবে ডিলিট করতে চান delete account সিলেট করে দিবেন।
temporary deactivate and permanent delete দুইটা একই নিয়মে করা হয়। আপনি যেটা করতে চান ক্লিক করে দিবেন আপনার ইচ্ছামতন
আমি delete account সিলেট করে continue to account deactivation ঠিক করে দিলাম। ক্লিক করার পর দেখবেন আপনার ফেসবুক একাউন্ট পাসওয়ার্ড চাচ্ছে আপনি আপনার Facebook account password দিয়ে continue ক্লিক করে দিবেন।
এখন আপনাকে ফেসবুক দশটি অপশন দিয়েছে যেকোনো একটি অপশন বেছে নিবেন। বেছে নেওয়ার পর আপনি ডিএক্টিভ করার কারণটা লিখে দিতে হবে বক্সে। যদি কোন কিছু না লেখেন সমস্যা নাই continue ক্লিক করে দিন।
continue তে ক্লিক করার পর দেখবেন দিন শো করতেছে। আপনার ইচ্ছামত দিন সিলেট করে নিবেন। কন্টিনুয়ে তে ক্লিক করে দিবেন।
আপনি যদি ফেসবুক মেসেঞ্জার এবং নোটিফিকেশন সবকিছু ডিএক্টিভ করে রাখতে চান তাহলে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি মেসেঞ্জার এবং নোটিফিকেশন অ্যাক্টিভ রাখতে চান টিক র্মক দিবে না। সবার নিচে থাকবেন deactivation my account ক্লিক করে দিবেন। আপনার Facebook account deactivate হয়ে গেছে।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আপনি 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন না করেন তাহলে আপনার Facebook account permanent delete হয়ে যাবে। আর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে 30 দিনের মধ্যে যেকোনো সময় লগইন করেন আপনার Facebook account reactive হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন।
কোন কিছু জানার থাকলে অথবা লেখার ভিতরে কোন অক্ষর ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন।