ই-পাসপোর্ট আবেদন করার নিয়ম। ই-পাসপোর্ট করতে খরচ কত e passport apply online

ই পাসপোর্ট অনলাইনে আবেদন করার নিয়ম এবং কি কি কাগজপএ লাগবে। ই পাসপোর্ট করতে কত টাকা খরচ পড়বে। ই পাসপোট কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এই পোস্ট থেকে সকল তথ্য জানতে পারবেন। (e passport apply online)

ই পাসপোর্ট আবেদন করার নিয়ম, online apply e passport, passport apply, passport apply online, কিভাবে পাসপোর্ট করতে হয়, ই পাসপোর্ট করার কি লাগে,ই-পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে,

বাংলাদেশ সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার মধ্যে ই-পাসপোর্ট বিতরনের সিস্টেম চালু করেছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সকল জেলায় ই পাসপোর্ট সেবা চালু রয়েছে।ই পাসপোর্ট সেবা চালু হওয়ার কারণে বাংলাদেশের নাগরিকদের বৈদেশে যাত্রা অনেক সুবিধা হয়েছে। (online apply e passport) 

 ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করার নিয়ম। আবেদন করার নিয়ম এবং খরচ কত ই-পাসপোর্ট করতে

ই-পাসপোর্ট আবেদন করতে কি লাগবে 

অনলাইলে ই পাসপোর্ট আবেদন করার সময় কোন ডকুমেন্ট জমা দেওয়া লাগবে না। তবে আবেদন করার সময় সকল তথ্য জাতিয় পরিচয় পত্র অথবা জন্মে নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দিবেন ৷ তবে অনলাইনে আবেদন করার পর। কাগজপত্র জমা দেওয়ার সময় যেসব কাগজপত্র লাগবে

১: লাইনের আবেদন কপি 

২: জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সার্টিফিকেট 

৩: গ্যাস বিল,বিদ্যুৎ বিল, পানির বিল যেকোনো একটি (অপশনাল) 

৪: পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র ( আবেদনকারীর বয়স ১৮ এর নিচে হলে আবশ্যক ) (অপশনাল)

৫: পেমেন্ট রশিদ 

৫: আগে যদি MRP পাসপোর্ট  থাকে ফটোকপি।  (অপশনাল) 

 উপরে সমস্ত কাগজপত্র লাগবে ই পাসপোর্ট  আবেদনের জন্য। 

ই পাসপোর্ট অনলাইনে করার নিয়ম 

অনলাইন ই-পাসপোট আবেদন করার জন্য প্রথমে আমাদের epassport.gov.bd ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে। প্রথমে আমরা epassport.gov.bd  এই সাইটি ওপেন করে নিব 

direct online application ক্লিক করে দিবেন  

are you applying from Bangladesh যদি আবেদনটি বাংলাদেশ থেকে করেন থাকেন তাহলে yes  দিবেন ।  দেশের বাইরে থেকে আবেদন করে থাকেন No দিয়ে দিবেন। 

আপনার বর্তমান অ্যাড্রেস দিয়ে দিবেন। পুলিশ স্টেশন সিলেট করে নিবেন। তারপর আপনি একটি ইমেইল এড্রেস দিয়ে দিবেন। দেওয়া দেওয়ার পর। আপনি রোবট কিনা সেটা যাচাই করে  কন্টিনিউ ক্লিক করে দিয়ে দিবেন।কন্টিনিউ দেওয়ার পর আপনার ওপেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর আপনাকে একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে পাসওয়ার্ড সেট করার পর কন্টিনিউ ক্লিক করে দিবেন। আপনি রোবট কিনা সেটা যাচাই করে  কন্টিনিউ ক্লিক করে দিয়ে দিবেন। 

তারপর এক্যাউন্ট ওপেন করার সময় যে ইমেইল এড্রেস দিয়েছেন সেই ইমেইল এড্রেস চলে যান দেখুন একটি আপনার ইমেইল এড্রেস ইমেইল এসেছে  click HERE শুধু ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার একাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনাকে  sign in  অপশনে ক্লিক করে লগইন করতে হবে। যে ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ছিলেন সেই মেইল এড্রেস পাসওয়ার্ড  দিয়ে সাইন ইন ক্লিক করে দিব। 

দেখবেন apply for a new e passport ক্লিক  করে দিবেন 

passport type 

ordinary passport,

official passport 

আপনি যে পাসপোর্ট করতে চাচ্ছেন সিলেট করে নেবেন। সাধারণ লোকের জন্য ordinary passport সিলট করে নিবেন। 

personal information পাসপোর্টটি যদি আপনি নিজে আবেদন করে থাকেন I apply for myself টিকমার্ক দিয়ে দিবেন। যদি অন্য কারো জন্য করেন টিক মার্ক দিবেন না। 

তারপর নিচ থেকে একে একে আপনার সকল পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিবেন। আপনি কি কাজ করেন। পুরুষ অথবা মহিলা এগুলো সিলেট করে নিবেন। আপনার ধর্ম সিলেট করে নিবেন। নিচে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আপনার জন্ম সাল, citizenship information  সকল ধরনের তথ্য দিয়ে সবার নিচে চলে যাবেন। সেভ কন্টিনিউ ক্লিক করে দিবেন। 

address click করে দিবেন 

 আপনাকে পার্মানেন্ট এড্রেস দিতে হবে।  আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী পার্মানেন্ট এড্রেস  দিয়ে দিবেন যদি জাতীয় পরিচয়পত্র না থাকে জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দিবেন। 

present address  বর্তমান ঠিকানা আপনি চাইলে যদি আপনার পারম্যান অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে উপরের আইকনে ক্লিক করে দিবেন তাহলে অটোমেটিক আপনার প্রেজেন্ট ড্রেস চলে আসবে। যদি পার্মানেন্ট এড্রেস প্রেজেন্ট  অ্যাড্রেস আলাদা আলাদ হয় আপনার জাতীয় পরিচয় পত্র অথবা  জন্ম সার্টিফিকেট অনুযায়ী  দিবেন দিবেন 

  save and  continue ক্লিক করে দিবেন। 

ID document 

এর আগে যদি আপনার কোন পাসপোর্ট থেকে থাকে সে পাসপোর্ট সিলেট করে নিবেন যদি না থাকে নিচ থেকে সিলেট করে নিবেন। আপনাদের যদি অন্য কোন দেশের পাসপোর্ট থাকে তাহলে সেটা সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনার যে জাতীয় পরিচয় পত্র রয়েছে সে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দিবেন তারপর  save and  continue

parental information  আপনার পিতা-মাতার সকল ইনফর্মেশন দিয়ে দিবেন অবশ্যই  পিতা-মাতার নাম আপনার জাতীয় পরিচয়পত্র  অথব জন্ম  নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দিবেন । আপনার পিতা মাতা কি কাজ করে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে দিবেন। save and  continue

spouse information 

অর্থাৎ আপনি বিবাহিত অবিবাহিত কিনা সঠিকভাবে পূরণ করে দিবেন যদি আপনি বিবাহিত হন আপনার স্ত্রী ঠিকান সঠিকভাবে পূরণ করে দিবেন। save and  continue

 কন্টাক এর ক্ষেত্রে আপনার বাবা-মা অথবা ভাই বোন যে কাউকে দিতে পারেন। যাকে দিবেন তার নাম এবং মোবাইল নাম্বার তার এড্রেস সকল ইনফরমেশন সঠিকভাবে পূরণ করে দিবেন। save and  continue

এখন হল আপনার পাসপোর্ট এর ধরন সিলেট করে নিবেন ৫/১০ বছর মেয়াদে ই পাসপোর্ট এর পৃষ্ঠা  ৪৮/৬৪ এগুলো আপনি নিজের মত করে সিলেট করে নিবেন। save and  continue

ডেলিভারি সময় 

regular delivery 

Express delivery 

আপনার যদি জরুরী পাসপোর্ট এর প্রয়োজন থাকে Express delivery  সিলেট করে নিবেন যদি সাধারণভাবে নিতে চান regular delivery সিলেট করে দিবেন।  আপনার পাসপোর্ট ফরমটি কবে জমা দিবেন তারিখ এবং সময় সিলেট করে নিবেন। save and  continue

আপনার ই-পাসপোর্ট আবেদন করার শেষ এখন আপনি আপনার যে সকল ইনফরমেশন দিয়েছেন সকল ইনফরমেশন আরেকবার ভালো করে চেক করে দেখে নিন যদি কোন ভুল থাকে এডিট করে সঠিক করে দিয়ে দিন। সবকিছু ঠিকঠাক থাকলে 

continue and process to payment  

ই পাসপোর্ট করতে ৫/১০ মেয়াদে ৪৮/৬৪ পৃষ্ঠা কতো  টাকা খরচ পড়বে বিস্তারিত জানুন 

বর্তমানে online payment is temporarily not available। 

তাহলে আমাদের অফলাইনে মাধ্যমে করতে হবে। 

ই পাসপোর্ট করার জন্য  ই পাসপোর্ট ফি কোন কোন ব্যাংকে জমা দেওয়া যায় জানতে বিস্তারিত দেখুন 

ই-পাসপোর্ট খরচ কত। ই-পাসপোর্ট  খরচ সম্পর্কে জেনে নিন

 অনলাইনে ব্যাংকে টাকা জমা দেওয়ার বন্ধ সাময়িক সময়ের জন্য তাই আমাদের ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে। 

ই পাসপোর্ট করতে  কোন ব্যাংকে টাকা জমা দিতে হয় জেনে নিন

continue  ক্লিক করে দিবেন 

Prince summary 

download application form for paint 

দুইটা ফাইল আমাদের ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর যে কোন দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে। 

 এমআরপি পাসপোর্ট করতে কি কি লাগে

তারপর আপনার যেই উপরে ডকুমেন্টের কথা বলা হয়েছে সে সব ডকুমেন্ট এবং আপনার অনলাইনে আবেদন ফরম নিয়ে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। ফরমে যে তারিখ উল্লেখ করে দিয়েছি আমরা সেই টাইমে আমাদের কাগজপত্রগুলো জমা দিয়ে আসব এভাবে মূলত অনলাইনে ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে হয়।

ই পাসপোর্ট আবেদন করতে কাগজপত্র সত্যায়িত করা লাগেনা

নিচ থেকে পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস এবং আপনার অজানা তথ্য জেনে নিন।

 পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়

ই পাসপোর্ট করতে কত টাকা লাগে

 ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করার নিয়ম

এমআরপি পাসপোর্ট করতে কি কি লাগে

নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করছেন কিন্তু এখনো পাসপোর্ট হাতে পাননি

Passport is ready, pending for issuance MRP passport online status

 e-passport ready for Issuance এর মানে কি

 pending print queue e passport এর মানে কি 

এসএমএস পাসপোর্ট দেখার পদ্ধতি

MRP Passport Status Online Check

 sent for rework e passport এর মানে কি ??

pending for backend verification e passport  এর মানে কি?? 

 pending for final approval e passport এর মানে কি  ??


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url