কি কি দেখে মোবাইল কিনলে ভালো মোবাইল পাওয়া যাবে। কি দেখে মোবাইল কিনবেন

 


কি দেখে মোবাইল কিনবেন  কি কি দেখে মোবাইল কিনলে ভালো মোবাইল পাওয়া যাবে 

হ্যাঁ বন্ধুরা আজকে আলোচনা করব  কি দেখে মোবাইল কিনলে একটি মোবাইল ভালো পারফরম্যান্স করে। পারফরম্যান্স বলতে ওভারঅল সবকিছু ঠিকঠাক অথবা ঠিকঠাক কাজ করতেছে। পারফরম্যান্স নির্ধারিত করার জন্য নিচে বিস্তারিত আলোচনা করা হলো

 মোবাইলে পারফরম্যান্স নির্ধারিত করতে হবে তিনটি জিনিসের মাধ্যমে 

1: processor

2:  storage

3: Ram

তিনটি জিনিসের উপর নির্ভর করে আপনার একটি মোবাইল ফোনের পারফরম্যান্স বিবেচনা করে

কোন ধরনের প্রসেসর  থাকলে একটি ভালো মোবাইল ধরেনেওয়া যায়

 1: processor 

বর্তমানে অনেক ধরনের প্রসেসর রয়েছে যেমন মিডিয়াটেক, কলকাম প্রসেসর, অ্যাপেল বায়োনিক প্রসেসর। এখন আপনাকে প্রসেসর গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে গুগোল ওয়েবসাইট সার্চ করবেন।   আপনি কোন প্রসেসর কিনবেন যেমন আমি একটি ছোট্ট ধারণা দেই

যদি আপনি বর্তমান সময় সীমিত টাকার মধ্যে মোবাইল কিনেন। আপনি চাইলে স্নাক ড্রাগন, কলকাম প্রসেসর কিনতে পারেন কম দামের মধ্যে সবচেয়ে ভালো । 

এই কারণে কিনবেন  লো রেন্স মধ্যে কলকাম  প্রসেসর  খুব ভালো। 

কোন ধরনের Storage থাকলে মোবাইল ভালো কাজ করে

 2:  storage 

storage  ব্যাপারে অনেকেরই ক্লিয়ার কোন ধারণা নেই। আমরা মনে করি কোনরকম storage হলা মোবাইল কিনলেই চলে। এ ব্যাপারে আমার দ্বিমত রয়েছে। অবশ্যই আপনাকে দেখে নিতে হবে কিরকম স্টোর মোবাইল আপনি কিনছেন। UFS 3 storage হলো সবচেয়ে কমন  storages। আপনি যদি UFS2 storage  অথবা old version storage মোবাই কিনেন তাহলে মোবাইলের slow কাজ করবে। 

Storager Type 


Type Read     Speed         Wirite Speed 

EMMC 4.5   340Mbs       50 Mps 

EMMC 5.1  350Mps        150Mps

UFS 2          440Mps       190Mps

UFS 2.1       860Mps       255 Mps 

UFS 3          1260Mps     840 Mps 

UFS 3.1       2100Mps     1200Mps 


উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো Storager মডেল এবং আপডেট ভার্সন 

এখন আমি আপনাদের একটি উদাহরণ দেইঃ 

 এখন আপনি যদি EMMC 5.1  Storager হলা মোবাই কিনেন।  আপনি যদি ঐই মোবাইল দিয়ে ছবি তোলেন তোলার সময়  350 Mps স্পিডে  কাজ করবে।  আর আপনি যদি UFS 3 Storager মোবাইল কিনেন এইটা ছবি তোলার সময় কাজ করবে 1260 Mps স্পিডে  এখানে দেখা যাচ্ছে রাত দিনের মতো ব্যবধান  

এখানে শুধু আমি মোবাইলের ছবি তোলার স্পিড নিয়ে তুলনা করলাম এখানে আপনি যেকোনো কাজের ক্ষেত্রে এ ধরনের স্পিড পার্থক্য থাকবে 

 আশা করি আপনি বুঝতে পারছেন 

UFS 3.1 2100Mps 1200Mps  এই মডেলের Storager এখনো লঞ্চ হয়নি তবে আর বেশি দিন বাকি নেই। 

3: Ram 

মোবাইলে বেশি RAM থাকে কি মোবাই ভালো হয়

 আমরা মনে করি যত বেশি Rm হলা মোবাইল কিনা যায় ততো ভালো সম্পূর্ণ ভুল ধারণা এটা আমাদের। 

তবে যত বেশি RM ততো বেশি ভালে যদি  RM পাওয়ার বেশি থাকে। এখন দেখা গেল আপনি 8 GB RM মোবাই কিনলে কিন্তু RM এর পাওয়ার কম,  এখন  8GB RM কাজ করবে  4GB   RM মতো, সেজন্য মোবাইল কিনার আগে RM পাওয়ার চেক করে নিবেন 

Tryp                      Speed

LP-DDR5       6400 MBPS

LP-DDR4X      4266 MBPS

LP-DDR4         3200 MBPS

LP DDR3           1066 MBPS

 এগুলো হচ্ছে Rm  ভার্সন 

এখন আপনি যদি একটি মোবাইল কিনেন LP DDR3  1066 MBPS এই মডেল 8 GB Rm হলা মোবাইল কিনলে এই টা কাজ করবে 

Type        Speed              Total RM   8Gb        Rm Speed

LP DDR3  1066 MBPS   8GB          8×1066    8528


তাহলে আপনার মোবাইলে কাজ করবে 8528 MBPS স্পিডে 

এখন যদি আপনি LP-DDR5 6400 MBPS এই মডেল 8GB Rm হলা মোবাইল কিনলে এই টা কাজ করবে 

Type             Speed            Total RM  8Gb Rm   Speed

LP-DDR5   6400MBPS    8RM             8x6400   51200

তাহলে আপনার মোবাইলে কাজ করবে 51200 MBPS স্পিডে 

তাহলে  যে জায়গায় আমার 8 GB RM স্প্রিড পাই   8528 অন্য মন্ডলের স্প্রিড পাই 51200

সে ক্ষেত্রে বেশি Rm হলা মোবাই কিনলে হবে না দেখে শুনে যাচাই করে কিনতে হবে 

মোবাইল কিনার ক্ষেত্রে আরো বেশ কয়েকটি জিনিস লক্ষণীয় রয়েছে যেমন ক্যামেরা,ব্যাটারি, নেটওয়ার্ক, বডি,এসব বিষয় নিয়ে আলোচনা আপডেট করা হলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকে ক্লিক করে জেনে নিতে পারবেন। আর আপনার কমেন্টে জানাবেন বাকি যে বিষয়গুলো জানানোর বাকি রয়েছে সেগুলো জানতে চান কিনা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url