বিকাশ এজেন্ট সিম নেওয়ার নিয়ম। বিকাশ এজেন্ট সিম। বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম।

বর্তমানে সবকিছুই দিন দিন জটিল হয়ে যাচ্ছে। আগে বিকাশ কোম্পানি তাদের ব্যাংকিং প্রচারের জন্য দোকানে গিয়ে এজেন্ট সিম দেওয়ার রিকোয়েস্ট জানাতো। কিন্তু বর্তমানে এত জটিল প্রক্রিয়া হয়ে গেছে বিকাশ এজেন্সি নেওয়ার জন্য অনেক শর্তাবলী জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিকাশ এজেন্ট সিম নিতে হয়। bkash agent registration

বিকাশ এজেন্ট সিম নেওয়ার নিয়ম। বিকাশ এজেন্ট সিম। বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম।


আপনি চাচ্ছেন বিকাশের এজেন্ট সিম নেওয়ার জন্য কিন্তু জানেন না কিভাবে এজেন্ট সিম নিতে হবে এবং বিকাশের এজেন্ট সিম নিতে হলে কি কি থাকা আবশ্যক। বিকাশের এজেন্ট একাউন্ট নেওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে সমস্ত বিষয় নিয়ে আর্টিকেলে আলোচনা করা হবে। bkash agent account registration


বিকাশ এজেন্ট সিম নেওয়ার পূর্ব শর্ত 

বিকাশের এজেন্ট সিম যাওয়ার আগে অবশ্যই আপনার যেসকল শর্তগুলো থাকবে সেগুলো নিচে আলোচনা করা হলো। 

  • বিকাশ এজেন্ট একাউন্ট খুলতে কি কি লাগবে 
  • ব্যবসা প্রতিষ্ঠান। যেকোনো ধরনের দোকান থাকা আবশ্যক। 
  • ব্যবসার ট্রেড লাইসেন্স । খোলার নিয়ম
  • টিন সার্টিফিকেট। খোলার নিয়ম
  • বাংলাদেশের স্থায়ী নাগরিক পরিচয় পত্র।  এনআইডি কার্ড/পাসপোর্ট /ড্রাইভিং লাইসেন্স যেকোন একটা হলেই হবে।
  • একটি সচল মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বার দিয়ে এখনো কোন বিকাশ একাউন্ট খোলা হয়নি। 

 বিকাশ এজেন্ট সিমের নিলে যে শর্তগুলো মনে চলতে হবে

  •  অ্যাকাউন্ট ওপেন করার পর কমপক্ষে ৫০ হাজার অথবা ১ লাক্ষ টাকা লোড করে নিতে হবে এজেন্ট একাউন্ট। 
  • বিকাশ এজেন্ট একাউন্ট ৭০০০ টাকার সব সময় থাকতে হবে। একাউন্টে ৭০০০ টাকার কম থাকতে পারবে না।  
  •  বিকাশ এজেন্ট একাউন্ট দিয়ে প্রতিদিন মিনিমাম ২০০০ টাকা লেনদেন করতে হবে। 
  • উপরের শর্তগুলো মেনে আপনাকে বিকাশ এজেন্ট একাউন্ট খুলতে হবে। 

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট ২ ভাবে খোলা যায

  •  অনলাইনের মাধ্যমে 
  •  অফলাইনে মাধ্যমে

online bkash agent account খোলার নিয়ম

অনলাইনের মাধ্যমে bkash agent sim খোলা খুবই ধীর গতিতে হয়ে থাকে অনলাইনে একাউন্ট খোলা এ বিষয়টি এড়িয়ে গেলে  ভালো হয়। তারপর আলোচনা করতেছি। 

প্রথম বিকাশ ওয়েবসাইট ওপেন করে আপনাকে আপনে এজেন্ট  একাউন্ট সিলেক্ট করে নিবেন।  এবং নিচের খালিঘর গুলো আপনাকে পূরণ করে জমা দিতে হবে। 

bkash agent account registration


  • যিনি বিকাশ এজেন্ট হতে চান তার নাম দিবেন জাতীয় পরিচয় পত্র অথবা জন্মের সার্টিফিকেট  অনুযায়ী দিয়ে দিবেন। 
  • যে ব্যক্তি এজেন্ট হতে চান তার জাতীয় পরিচয়পএ,  পাসপোর্ট,অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোন একটির নাম্বারটি দিয়ে দিবেন। 
  •  ট্রেড লাইসেন্স নাম্বার। আপনার যেই  ট্রেড লাইসেন্স রয়েছে সে নাম্বারটি লিখে দিবে। 
  •  যোগাযোগ নাম্বার অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন। যেকোনো কারণে তারা যোগাযোগ করতে পারে । 
  •  আপনার দোকানের নাম খালি করে দিয়ে দিবেন ।
  •  আপনার দোকানের ঠিকানা অথবা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা। খালিঘর পূরণ করে দিবেন। অবশ্যই সঠিকভাবে দিবেন যাতে খুব সহজে তারা খুঁজে বের করতে পারে। 
  •  ইমেইল এড্রেস দিয়ে দিবেন ।
  • ক্যাপচার যোগফল বসিয়ে দিবেন। 
  • জমা দিন ক্লিক করে দিবেন ।

আপনার আবেদনটি তাদের কাছে সাবমিট হয়েছে এখন তারা আপনার সাথে যোগাযোগ করবে। এ পদ্ধতিতে আপনি যদি বিকাশ এজেন্ট সিমের জন্য আবেদন করেন অনলাইনে অনেক সময় নিয়ে থাকে  তাই আপনি এড়িয়ে গেলে সবচেয়ে ভালো হবে। 


আফলাইনে বিকাশ এজেন্ট সিম নেওয়ার নিয়ম 

অফলাইনে আবেদন করলে খুব দ্রুত আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন  এবং আপনি দ্রুত  এজেন্ট একাউন্ট পেয়ে যাবে। যে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে আবেদন করতে হবে। 

  • দোকানের ট্রেড লাইসেন্স এর ফটোকপি 
  •  আইডি কার্ড,পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোন একটির 4 কপি ফটোকপি। 
  • যে ব্যক্তি এজেন্ট হতে চান তার পাসপোর্ট সাইজের সদ্যতোলা চার কপি রঙিন ছবি। 
  • অ্যাক্টিভ মোবাইল নাম্বার সিম যে নাম্বার দিয়ে এখনো বিকাশ একাউন্ট খোলা হয়নি। 
  • টিন সার্টিফিকেট ফটোগ্রফি 

আরো পড়ুন....   রকেট এজেন্ট সিম নেওয়ার নিয়ম 

উপরের ডকুমেন্টগুলো নিয়ে আপনার নির্ধারিত যে বিকাশের এজেন্ট অফিস রয়েছে সেই ঠিকানায় চলে যান। গিয়ে সকল কাগজপত্র জমা দিয়ে আবেদনটি করে আসুন। আবেদন করার পর ৩০ দিনের মধ্যে আপনার তথ্য সকল ডকুমেন্ট যাচাই-বাছাই করে আপনার সাথে ওনারা যোগাযোগ করবেন। যদি আপনি উপযুক্ত প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি আর্জেন্ট অ্যাকাউন্ট পেয়ে যাবে। 

আপনি যদি আপনার বিকাশ এজেন্ট ঠিকানা জানা না থাকে তাহলে 16247 নাম্বারে কল দিয়ে আপনার এজেন্ট ঠিকানা জেনে নিন।

আরো পড়ুন....   নগদ এজেন্ট সিম নেওয়ার নিয়ম

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url