পদ্মা সেতু নিয়ে যত সব প্রশ্নের উত্তর। পদ্মা সেতু সম্পর্কে জানুন। পদ্মা সেতু সম্পর্কে শিখুন
এই পোস্টটিতে পদ্মা সেতু করতে কি কি লেগেছে এবং কত টাকা ব্যয় হয়েছে। পদ্মা সেতু কবে উদ্বোধন হয়েছে । পদ্মা সেতু নিয়ে যেকোনো ধরনের প্রশ্ন থাকলে নিচের প্রশ্নগুলো পড়লেই আপনি পদ্মা সেতুর যেকোনো ধরনের প্রশ্ন পেয়ে যাবেন।
পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী রেলওয়ে সড়ক সেতু। ২৫ জুন ২০২২ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে। সেতুটি চালু হয় ২৬ জুন ২০২২।
পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় কবে।
২৬ নভেম্বর ২০১৪।
পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয় কবে।
২৩ জুন ২০২২।
পদ্মা সেতু নির্মাণ ব্যয় সর্বমোট কত খরচ হয়।
৩০,১৯৩ কোটি ৩৯ লক্ষ।
পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে।
২৫ জুন ২০২২।
পদ্মা সেতু চালু হয় কত তারিখে।
২৬ জুন ২০২২।
পদ্মা সেতু প্রকল্পের নাম কি।
পদ্মা বহুমুখী সেতু।
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত
৬.১৫ কি. মি.।
পদ্মা সেতু সংযোগ সড়ক কত কিলোমিটার।
দুই প্রান্তে মিলে ১৪ কিলোমিটার।
পদ্মা সেতু পাইলিং গভীরতা কত।
৩৮৩ ফুট।
পদ্মা সেতুর ধরন কেমন।
দ্বিতলাবিশিষ্ট।
পদ্মা সেতুর পিলারের সংখ্যা কত।
৪২ টি।
পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি।
চায়নার রেলওয়ে গ্রুপ লিমিটেড।
পদ্মা সেতু কতটি জেলার সাথে সংযোজন হয়েছে।
২১ টি।
পদ্মা সেতুর স্প্যান কতটি।
৪১ টি ।
৪১ তম স্প্যান কত তারিখে বসানো হয় ।
১০ ডিসেম্বর ২০২০ ।
৪১ তম স্প্যান বসানো কত নং পিলারের উপর ।
১২-১৩ নং।
পদ্মা সেতু হবার জন্য দেশের জিপিও বাড়বে কত ।
১.২%।
পদ্মা সেতু কোন মন্ত্রণালয় কাজ করে ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ।
পদ্মা সেতুর প্রস্থ কত ।
১৮.১৮ মিটার বা ৫৯.৪ ফুট ।
পদ্মা সেতুর দৈর্ঘ্য ।
৬.১৫ কি.মি. ২০২০০ ফুট।
পদ্মা সেতুর মোট পাইলিংয়ের এর সংখ্যা কত
২৬৪ ।
পদ্মা সেতুর পরিচালক কে ।
মোঃ শফিকুল ইসলাম ।
পদ্মা সেতু বিশ্বের কততম সেতু ।
১১ তম ।
পদ্মা সেতুর ডিজাইনার কে ।
AECOM।
পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত ।
রিখটার স্কেল ০৯।
পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন কত ।
৩১৪০ টন।
পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে ।
3 টি জেলা নিয়ে (মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর) ।
যদি কোন প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।