এবি ব্যাংক ব্যালেন্স এসএমএস মাধ্যম কিভাবে চেক করবেন AB Bank sms balance check

 এবি ব্যাংক ব্যালেন্স এসএমএস মাধ্যম কিভাবে চেক করবেন আজকে আমি আপনাদের দেখাবো 

সকল ব্যাংকিং সেবার মতই এবি ব্যাংকিং এসএমএসের মাধ্যমে ব্যালেন্স চেক করা যায় 

Ab bank balance check SMS,  SMS AB bank balance check,  Check balance ab ব্যাংক, ব্যাংকের ব্যালেন্স চেক এসএমএস, এসএমএস এবি ব্যাংকের ব্যালেন্স, চেক এবি ব্যাংক,


এবি ব্যাংকের ব্যালেন্স এসএমএস চেক করার নিয়ম 


এবি ব্যাংক ব্যালেন্স দেখতে হলে আপনাকে এবি ব্যাংক একাউন্ট ওপেন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে আপনি একাউন্ট রেজিস্ট্রেশন করছেন  ওই মোবাইল নাম্বার থেকে আপনাকে এসএমএস পাঠাতে হবে। যদি অন্য কোন  নাম্বার থেকে এসএমএস পাঠান তাহলে আপনি এবি ব্যাংকের ব্যালেন্স এসএমএসের মাধ্যমে  চেক করতে পারবেন না 

এবি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি যে পিন পেয়েছেন অথবা ঐই পিন যদি চেঞ্জ করে ফেলেন। বর্তমানে আপনার যে পিন রয়েছে সেই পিন লাগবে 


এবি ব্যাংকের ব্যালেন্স চেক করতে এসএমএসের মাধ্যমে 


 এবি ব্যাংক ব্যালেন্স এসএমএসে চেক করার জন্য প্রথমেই আমাদের মেসেজ অপশনে চলে যেতে হবে অপশনে গিয়ে আবার টাইপ করব


BLA<space>1234 send 16207 Number 

1234 এই যাগায় আপনার এবি ব্যাংক  একাউন্টের পিন দিয়ে দিবেন। এবি ব্যাংক ব্যালেন্স এই ভাবে  এসএমএস মাধ্যমে ব্যালেন্স  চেক করতে পারবেন


এবি ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বার 

16207



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url