ab bank internet banking registration ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হলে কি কি লাগবে

 Ab bank internet banking registration  

এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন 




আজকে আমি এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন কিভাবে সে সম্পর্কে আলোচনা করব 

এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হলে কি কি লাগবে 

 এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রি করতে হলে আপনার এবি ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে যেকোনো অ্যাকাউন্ট হলেই হবে। এবি ব্যাংক ওপেন করার সময় যে ইনফর্মেশন দিয়েছেন সেইম ইনফর্মেশন  গুলা ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে লাগবে। ধরে নিলাম আপনার এবি ব্যাংক  অ্যাকাউন্ট রয়েছে। 



এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করার নিয়ম 

এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন ওয়েবসাইটে চলে যেতে হবে https://abdirect.abbl.com/

  • ওয়েবসাইটে আসার পরে দেখবেন ইউজার আইডি পাসওয়ার্ড এবং নিচে লগইন অপশন রয়েছে।  লগইন  অপশন এর নিচে দেখবেন সাইন আপ অপশন রয়েছে তো প্রথমে আমরা সাইনআপ এ ক্লিক করুন। 

  • সাইনআপ এ ক্লিক করার পর দেখবেন আপনার একটি খালিঘর পুরন এর অপশন চলে এসেছে।  সেখানে আপনার একটি ইউজার আইডি দিতে হবে। আপনার মন মত একটি ইউজার আইডি  দিয়ে দিবেন। 

  • নিচে ইমেইল এড্রেস দিবেন অবশ্যই এবি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন এর সময়  যে ইমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই জিমেইল অ্যাড্রেস  দিয়ে দিবেন । 

  • তারপর আপনার সম্পূর্ণ নাম  দিয়ে দিবেন অ্যাকাউন্ট ওপেন করার সময় যে নাম ছিল সেই নাম দিবেন 

  • তারপর আপনার এবি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবেন 


  • অ্যাকাউন্ট ওপেন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে দিবেন। 

  • নিচে এনআইডি কার্ড  নাম্বার টা দিয়ে দিবেন অপশনাল না দিলে সমস্যা নাই । 

সম্পূর্ণ ফর্মটা ফিলাপ করার পর আমরা সাইনআপ  ক্লিক করুন। 


ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবেন এবি ব্যাংক

দেখবেন আপনি যে জিমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই জিমেইল এড্রেস সকল ইনফরমেশন মেইল  চলে গেছে এখন আপনাকে অপেক্ষা করতে হবে।  কল ভেরিফিকেশনের জন্য  অর্থাৎ আপনাকে যে নাম্বার দিয়ে এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন।  ঐই নাম্বারে আপনাকে ব্যাংক থেকে কল দিবে। কল দিয়ে আপনার বিভিন্ন তথ্য জানতে চাইবে তো আপনার তথ্যগুলো আপনি দিয়ে দিবেন।  যে সময় আপনাকে ব্যাংক থেকে কল দিবে 

 সাধারণত ব্যাংক থেকে কল দিয়ে থাকে আপনি যে সময় রেজিস্ট্রেশন করছেন ওর 3 থেকে 7 কার্যদিবসের মধ্যে।

AB Bank Internet Banking

 তো আপনার কল বেরিভিশন কমপ্লিট হয়ে গেলে 24 ঘন্টার মধ্যে আপনার ইমেইল এড্রেসে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দিবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটে লগইন করতে হবে ওয়েবসাইটে ফাস্ট লগইন করার পর আপনাকে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে হবে।

 আপনি পাসওয়ার্ড টা পরিবর্তন করে নিবেন তারপরও আপনি সাকসেসফুল  ভাবে  এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন

আরো পড়ুন...... citytouch registration App City Bank Digital Banking

                            অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার নিয়ম এবং কি কি লাগে 

                             সিটি ব্যাংক একাউন্ট  খোলার নিয়ম এবং কি কি লাগে ??

                             ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং কি কি লাগবে ??


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url