বিরাট কোহলি বিরতি নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে
বেশ কয়েক দিন ধরে ভারতের অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান বিরাট কোহলি রান খড়া ভুগছেন। যে কোন ফরমেট মিলে সবশেষ ২০১৯ সেঞ্চুরি হাঁকান প্রায় আড়াই বছর আগে দীর্ঘ আড়াই বছরের মধ্যে কোন সেঞ্চুরী নেই। চলতি আইপিএলেও নিজেকে মেলে ধরতে পারেনি। চলতি আইপিএলে বিরাট কোহলির গড় রান ১৯.৬৭ যা ২০০৮ আসরের পর সর্বনিম্ন গড়
স্টার স্পর্ট এক স্বাক্ষরের বিরাট কোহলি নির্জন বর্তমান অবস্থা তুলে ধরেন ভারতের ডানহাতি ব্যাটসম্যান
বলনে বর্তমান পরিস্থিতি আমি সহজেই বুঝতে পারতেছি এবং এখান থেকে আমি শিক্ষা নিচ্ছি আমার কাছে পুরো বিষয়টি একটি প্রক্রিয়া যতক্ষণ জানি যে ঠিক কাজ করছি ততক্ষণপ র্যন্ত সেই কাজ করে যাব। এখন সময়টা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে সময়টা পার করলে বুঝতে পারবে কতটা ধারাবাহিক হতে পারব আমি জানি দলে সবরকম অবদান রাখার ক্ষমতা আমার এখনো আছে।এ ইচ্ছাশক্তি টাই আমাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
দুঃসময় পার করার বিরাট কোহলি অবস্থা দেখে তাকে বিরতিতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারতের ক্রিকেট দলের সাবেক কোচ রবি শাস্ত্রী ইতিবাচক হিসেবেই নিয়েছে বিরাট কোহলি।
এ বিষয়ে বর্তমান কোচ টিম ম্যানেজমেন্ট সাথে আলোচনার কথা ভাবছেন এই ডানহাতি বেটার
বিরাট কোহলি আরো বলেন
ক্রিকেট থেকে বিরতি নেওয়া এমন একটা সিদ্ধান্ত যা বিবেচনা করা দরকার আমি বিশ্বাস করি বিরতি যাওয়া এবং কখন নিতে হবে সে বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কিছু সময়ের জন্য বিরতি নেওয়া এবং নিজেকে মানসিক শারীরিকভাবে নিজেকে উজ্জীবিত করা একটি স্বাস্থ্যকর সিদ্ধান্ত।
আইপিএলের পর পরিকল্পনা কি বিরাট কোহলি
এমন প্রশ্নের জবাবে উত্তর দিল বিরাট কোহলি
চলতি বছর গুরুত্বপূর্ণ দুটি শিরোপা দুটি শিরোপা ভারতকে দিতে চান
আমি ভারতের হয় এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিততে চাই বর্তমানে এটি আমাদের লক্ষ্য
শ্রীলঙ্কার মাটিতে 27 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে
তবে দেশটির অর্থনৈতিক অবস্থার কারণে আয়জোক দেশের নাম পরিবর্তন আসতে পারে এর পরের মাসেই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে সেখানে নিজেকে মেলে ধরতে চান বিরাট কোহলি