এশিয়া কাপ আয়োজনের জন্য সর্বদা প্রস্তুত আছে বাংলাদেশ
অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ে খুব খারাপ অবস্থা কাটাচ্ছে শ্রীলঙ্কা। যদি এশিয়া কাপ আয়োজনে শ্রীলঙ্কা ব্যর্থ হয় সর্বদা প্রস্তুত আছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এরকমটা জানিয়েছেন
শুক্রবার ২০ মে গণমাধ্যমের মুখোমুখি হয়ে (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন এশিয়া কাপ নিয়ে এখন আমাদের ভাবার কিছু নেই। যদি শ্রীলঙ্কা মনে করে তারা এশিয়া কাপ আয়োজন করতে পারবে না। তাহলে আয়োজক হিসেবে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে।
গণমাধ্যমকর্মীদের আরো বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভারতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এশিয়ান কাউন্সিলর সঙ্গে কথা বলে জানবো। ২৪ মে নাজমুল হাসান পাপন আইপিএল খেলা দেখতে যাবে
সেখানে আইসিসি এবং এসিসির সব কর্মকর্তারা থাকবেন। যদি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড মনে করে এশিয়া কাপ আয়োজন করতে পারবে না সে ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ আয়োজক হিসেবে
তবে এর আগে এসিসি বরাত ক্রিকেট ডটকম জানিয়েছে শ্রীলংকার অর্থনৈতিক রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ আয়োজন হারাতে পারে। আর বিকল্প আয়োজক হতে পারে বাংলাদেশ।
বিকল্প আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাত আয়োজক হিসেবে সম্ভাবনা ছিল । কিন্তু যে সময় এশিয়া কাপের সময়সূচি হয়েছে ওই সময় সংযুক্ত আরব আমিরাতের অনেক গরম থাকবে। এই জন্য আয়োজক হিসেবে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে
কয়েকদিন আগে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এশিয়া কাপ নিয়ে বলে শ্রীলঙ্কা বোর্ড যদি এশিয়া কাপ আয়োজনে ব্যর্থ মনে করে। তাহলে বাংলাদেশে আয়োজন করতে পারবে। তবে এ নিয়ে এখনো কারো সাথে কোন আলোচনা হয়নি।
যদি শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনে ব্যর্থ হয় তাহলে সবকিছু আলোচনা সাপেক্ষে অনুষ্ঠিত হবে