এবি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং কি কি লাগবে ??
এবি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং কি কি লাগবে এবি ব্যাংক একাউন্ট খুলতে
হ্যাঁ আজকে আমি আলোচনা করব এবি ব্যাংক কাউন্ট খোলার নিয়ম নিয়ে
এবি ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইনে খোলা যায় ??
এবি ব্যাংকের যে কোন একাউন্ট অনলাইনে খোলা যায় না। তবে এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং রয়েছে আপনাকে অফলাইনে ব্যাংকে ব্রাঞ্চ গিয়ে যে কোন একটা অ্যাকাউন্ট খুলার পর আপনি এই অ্যাকাউন্ট দিয়ে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করে সকল ধরনের কার্যক্রম সম্পাদন করতে পারবেন।
এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়
পড়ুন ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হলে কি কি লাগবে
এবি ব্যাংক কয় ধরনের একাউন্ট খোলা যায়
এবি ব্যাংকের একাউন্ট তিন ধরনের একাউন্ট ব্যাপক জনপ্রিয়তা রয়েছে
১: কারেন্ট একাউন্ট
২: সেটিংস একাউন্ট
৩: স্টুডেন্ট একাউন্ট
এবি ব্যাংক কারেন্ট একাউন্ট সুবিধা কি কি
এবি ব্যাংকের কারেন্ট একাউন্ট এর সুবিধা গ্রাহক যেকোনো সময় টাকা জমা উত্তোলন করতে পারবে কোন প্রকার বাধ্যকতা থাকবেনা । গ্রাহক চাইলে এ ধরনের অ্যাকাউন্ট থেকে ডেবিট কার্ড ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড ব্যবহার করতে পারবেন। তবে গ্রাহক এধরনের একাউন্টে টাকা জমা রাখলে কোন ধরনের লভ্যাংশ পাবেনা। এ ধরনের অ্যাকাউন্ট সাধারণত ব্যক্তিবর্গ বিভিন্ন প্রতিষ্ঠান নামে নিজের পার্সোনাল একাউন্ট খুলে থাকে।
এবি ব্যাংক কারেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে
১: অ্যাকাউন্ট খোলার ফরম ব্যাংক থেকেই দিয়ে থাকে
২: দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩: ১ কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এবং ১কপি এনআইডি কার্ড/পাসপোর্ট যেকোনো একটি ফটোকপি
৪: যার একাউন্ট তার এনআইডি কার্ড/পাসপোর্ট যেকোনো একটি ফটোকপি অরিজিনাল কপি ও সাথে নিতে হবে
৫: আনুষঙ্গিক কিছু কাগজপত্র বিদ্যুৎ বিল/গ্যাস বিল যেকোনো একটি। ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট/চেয়ারম্যান সার্টিফিকেট যে কোন একটি অবশ্যই চেয়ারম্যান সার্টিফিকেট অথবা ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট ডকুমেন্টের উপর আপনার ছবি থাকতে হবে এবং অরিজিনাল কপি ও নিতে হবে
উপরের সকল ডকুমেন্ট নিয়ে আপনার নির্ধারিত এজেন্ট অথবা ব্রাঞ্চে চলে যেতে পারেন একাউন্ট খোলার জন্য
এবি ব্যাংক সেটিংস একাউন্ট খোলার নিয়ম
এবি ব্যাংকের সেভিংস একাউন্ট হচ্ছে গ্রাহক তার তারা আয়ের থেকে কিছু টাকা তার একাউন্টে প্রতিমাসে জমা রাখবেন। সেভিংস একাউন্ট সাধারণত একটি নির্দিষ্ট টাইম এর জন্য খোলা হয় ঐই নির্দিষ্ট বছরের মধ্যে প্রতি মাসে গ্রাহক তার নির্ধারিত একাউন্ট খোলার সময় যে পরিমান টাকা জমা দেওয়ার প্রতিশ্রুতি দেয় জমা দিতে হবে। সেভিংস একাউন্ট টাকা জমা দেওয়ার টাইম শেষ হয়ে গেলে সে অ্যাকাউন্ট থেকে মূল টাকা সহ লাভ পাবেন। লভ্যাংশ নির্ধারিত করে তার অ্যাকাউন্ট খোলার সময়সীমা এবং টাকা জমা দেওয়ার ভিত্তিতে। গ্রাহক যদি নির্ধারিত টাইম এর মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ হয় তাহলে। গ্রাহকের মূল টাকা পাবে কিন্তু লভ্যাংশ পাবে কিন্তু কম লভ্যাংশ পাবে ।
এবি ব্যাংক সেভিংড একাউন্ট খুলতে কি কি লাগবে
১: অ্যাকাউন্ট খোলার ফরম যেটা ব্যাংক থেকেই দিয়ে থাকে
২: দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩: ১ কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এবং ১কপি এনআইডি কার্ড/পাসপোর্ট যেকোনো একটি ফটোকপি
৪: যার একাউন্ট তার এনআইডি কার্ড/পাসপোর্ট যেকোনো একটি ফটোকপি অরিজিনাল কপি ও সাথে নিতে হবে
৫: আনুষঙ্গিক কিছু কাগজপত্র বিদ্যুৎ বিল/গ্যাস বিল যেকোনো একটি। ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট/চেয়ারম্যান সার্টিফিকেট যে কোন একটি অবশ্যই চেয়ারম্যান সার্টিফিকেট অথবা ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট ডকুমেন্টের উপর আপনার ছবি থাকতে হবে এবং অরিজিনাল কপি ও নিতে হবে
উপরের সকল ডকুমেন্ট নিয়ে আপনার নির্ধারিত এজেন্ট অথবা ব্রাঞ্চে চলে যেতে পারেন একাউন্ট খোলার জন্য
এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
শিক্ষার্থীরা স্টুডেন্ট একাউন্ট। শিক্ষার্থী শিক্ষার প্রয়োজনে যেকোনো মুহূর্তে টাকা উত্তোলন করতে পারবে তবে লভ্যাংশ নির্ভর করবে জমা টাকার পরিমাণ এবং সময়ের উপর
এবি ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগবে
এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে হলে শিক্ষার্থীর বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে অভিভাবকের স্বাক্ষর এবং কিছু ডকুমেন্ট লাগে তা নিচে তুলে ধরা হলো
১: অভিভাবক এবং শিক্ষার্থীর ২ কপি করে পাসপোর্ট সাইজের ছবি যদি শিক্ষার্থীর বয়স 18 নিচে হয়
২: বর্তমানে স্টুডেন্ট আইডি কার্ড ফটোকপি /বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে ছবিসহ ডকুমেন্ট
১: অ্যাকাউন্ট খোলার ফরম ব্যাংক থেকেই দিয়ে থাকে
২: দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি /পিতা মাতার ছবি এক কপি করে
৩: ১ কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এবং ১কপি এনআইডি কার্ড/পাসপোর্ট যেকোনো একটি ফটোকপি
৪: যার একাউন্ট তার এনআইডি কার্ড/পাসপোর্ট/জন্ম নিবন্ধন কার্ড / যেকোনো একটি ফটোকপি, অরিজিনাল কপি ও সাথে নিতে হবে
এবি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা কি কি
স্টুডেন্ট একাউন্ট পরিচালিত করতে কোন ফি নেই সম্পূর্ণ খরচ বিহীন কার্ড, এসএমএস, ইন্টারনেট ব্যাংকিং, চেক বই এসব সুবিধা ফ্রি তে পেয়ে থাকবে।
এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় জেনে নিন
আরো পড়ুন :
- সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং কি কি লাগবে
- অনলাইন সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- সোনালী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং চালু করার নিয়ম
- সোনালী ব্যাংক ব্যালেন্স চেক
- ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হলে কি কি লাগবে
- ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম